৫-১০ পিপস করে লাভ করব কিন্তু আমার যেহেতু লট কম নিতে হয় কারন আমার বালাঞ্চে কম তাই তেমন লাভ হয় না। জাই হোক আমি আসায় আছি যে এবার বনাসের টাকা পেলে বালাঞ্চে টা একটু বারবে রখন বেশি লটে ট্রেড করব।
Printable View
৫-১০ পিপস করে লাভ করব কিন্তু আমার যেহেতু লট কম নিতে হয় কারন আমার বালাঞ্চে কম তাই তেমন লাভ হয় না। জাই হোক আমি আসায় আছি যে এবার বনাসের টাকা পেলে বালাঞ্চে টা একটু বারবে রখন বেশি লটে ট্রেড করব।
আমরা সবাই চাই ভাল ট্রেডার হয়ে ভাল ইনকাম করতে পাশা পাশি যারা যানেনা তাদের কে ফরেক্র শিখার জন্য উৎসহ করব। আমি চাই আমরা সবাই ফরেক্র থেকে প্রতিদিন ৫ থেকে ১০ পিপস ইনকাম করি এটা আশা করি। আর যারা মনে মনে লুভ করে বেশি লাভের আশায় ট্রেড করতে থাকবে তারা দেখবেন অতি তারতারি ফরেক্র মারকেট থেকে বিদায় নিয়ে চলে যাবে।
এখানে আরও একটি বিষয় যোগ না করলেই নয়। অনেক সময় ১ / ২ পিপস নেয়ার মতো অবস্থা ও মার্কেটে থাকে না। এ সময় ট্রেড থেকে বিরত থাকাটাই উত্তম। প্রতিদিন প্রফিট করতে হবে এটা এক ধরনের আসক্তি কিংবা ব্যধি। আমাদেরকে যে কোন মূল্যে বা অনুশীলনের মাধ্যমে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
আমি প্রতিদিন ১০ পিপস করে নিতে পারি আমি মনে
করি আমার এ থেকে বেশী আর দরকার হবে না
ছোট ডিপোজিট নিয়ে আমি অল্প অল্প করেই
ফরেক্স মার্কেট থেকে লাভ করতে চাই কারন আমি এখানে নতুন।
ফরেক্স মার্কেট এ কম করে লাভ করাই সব থেকে ভাল হবে কারন বেশী লাভের জন্য আমরা চাই বেশী ঝুঁকি নিতে যাতে করে আমরা লসের সম্মুখীন হয়ে পরি । আমাদের কে মনে রাখতে হবে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে হলে এখানে লোভ করা যাবে না ৫-১০ পিপস হলে আমাদের প্রতিদিন ট্রেড এর জন্য অনেক ভাল হয় ।
ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন অনেক পিপ আয় করা জেতে পারে তবে ভাল হয় যদি ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত পিপ আয় করতে হবে সেটা যদি নিরধারন করা হয় তাহলে ভাল হয় তাই ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন ৫ থেকে ১০ পিপ করে আয় করা জায় আর এই আয় করার জন্য ৫ থেকে ১০ পিপ আয় করা বেশি কোন কঠিন কাজ নয় ।
৫ থেকে ১০ পিপস প্রতিদিন। আমি বেশির ভাগ এটিই করি। আপনারা কত পিপস এ ট্রেড করেন?
কত পিপস এ ট্রেড করা ভালো? তবে আমাদের আকাউন্টের উপর নির্ভর করে আমরা
ট্রেড করব সবাই আপনারা কি মনে করেন?
আপনি একদম টিক বলেছেন বলে আমি মনে করি।প্রতিদিন আমাওরা যদি ৫ থেকে ১০ পিপ্স লাভ করতে পারি তাহলেই অনেক কিছু। কারন এই ফরেক্স মার্কেটে যারা বেশি পিস্পের আশা করে দেখা যায় তারা পরে অনেক লসের সম্মুক্ষিন হতে হয়। তাই লাভের কম হওয়া অনেক ভাল।
আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারন ফরেক্স মার্কেটে বেশি লোভ করা উচিত নয়। এজন্য একজন সাধারন ট্রেডার যদি লোভ নিবারন করে অল্প ঝুকি নিয়ে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেডিং করে তবে সে হিসেবে দৈনিক ৫-১০ পিপস প্রফিট বেশ ভালো কিছু যা অনায়াসে ফরেক্স মার্কেট থেকে অর্জন করারা সম্ভব বলে মনে করি।
এখানে একটি কথা বলে রাখা ভাল যত বেশি ট্রেড তত বেশি ঝুকির সম্ভাবনা । মনে করুন আপনি ২০ টি ট্রেডে ৫ পিপস করে ১০০ পিপস করলে । একটা ট্রেড লস হয়ে গেল তখন কি করবে । আপনা স্টপ
লস কত হবে । এমন হতে পারে ওই একটা ট্রেডেই আপনার ১০০ পিপস্ নাই করে দেবে । ফরেক্স মার্কেটে ১ পিপস্ এর ও কোন ভরসা নেই বলে আমি মনে করি ।