-
আমা এক সিনিয়র ভাই থেকে মাঝে মাঝে সিগনাল ফলো করার চেস্টা করি কারন মাঝে মাঝে তারা কিভাবে ট্রেড করে কোন অবস্হায় ট্রেড করে সাপোর্ট রেজিসটেন্স কিভাবে ধরে এই সকল দিক গুলো জানার জন্য সিগনাল ফলো করতে হয়। একদিন সিগনাল ফলোকরে লাভ করি আবার ট্রেড সেগুলো লস করে পেলি।
-
আমি বলবো ফরেক্স এ সিগনাল ফলো করুন এতে কোন সমস্যা নেই, কিন্তু যাই অনুশরন করেন না কেন আগের বুঝার চেষ্টা করুন কিভাবে সিগনাল প্যাটার্নটি হল। শুধু অন্ধের মত অনুশরন করে গেলেন তো আপনি কিছুই শিখতে পারবেন না। দরকার হলে যার সিগনালটি আপনি অনুশরন করেছেন টাকে জিজ্ঞাসা করুন, লাভ আপনারই হবে।
-
অন্যর দেওয়া সিগন্যালে ট্রেড করলে আসলে তেমন কিছু অর্জন হয় না বরং অন্যর দেওয়া সিগন্যাল যদি বারবার লস হতে থাকে তবে ট্রেড হতে অামাদের আগ্রহ অনেক কমে যায় এবং সাথে সাথে প্রচুর লস হয়ে যায় যা অনেকের বহন করার মত ক্ষমতা থাকে না । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কারো সিগন্যাল ব্যবহার করা মানে তার উপর নির্ভরশীল হয়ে পড়া । আর নিশ্চই কারো উপর নির্ভরশীল হওয়া কোন ভাল ব্যাপার নয় । তাই আমি সবসময় লস হোক লাভ হোক আমি অবশ্যই নিজেরে এনালাইসেসে ট্রেড করি ।
-
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের সিগনাল অনলাইনে কিনতে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল সিগনাল অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা সিগনাল দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা সিগনাল বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত । তাই সিগনালের উপর নির্ভরশীল না হয়ে নিজের একটি ট্রেডিং স্ট্রাট্রেজি তৈরী করুন ।
-
আমি কোন সিগনাল ফলো করি না , কারন আমি ফরেক্স এ নতুন। তাই ফরেক্স বুঝে তারপর , এ জন্য ফরেক্স এ কাজ করছি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন না কোন সিগ্নাল ফলো করতে হবে আর আপনি যে সিগ্নাল ফলো করবেন সেটা যদি ভাল কাজ মা করে তবে আপনি ফরেক্স মার্কেট থেকে খুব একটা ভাল কিছু আশা করতে পারবেন না আর তাই আপনি সিগ্নাল ব্যবহার করার আগে ভাল করে বুঝে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন না কোন সিগ্নাল ফলো করতে হবে আর আপনি যে সিগ্নাল ফলো করবেন সেটা যদি ভাল কাজ মা করে তবে আপনি ফরেক্স মার্কেট থেকে খুব একটা ভাল কিছু আশা করতে পারবেন না আর তাই আপনি সিগ্নাল ব্যবহার করার আগে ভাল করে বুঝে নিতে হবে।
-
আমি মনে করি লাভ হউক লস হউক নিজের ডিসিশন ও নিজের এনালাইসিস মোতাবেক ট্রেড করাই ভাল। এতে একদিন সফল ট্রেডার হবার সম্ভবনা থাকে। আর অন্যর সিগনাল অনুযায়ি ট্রেড করলে নিজের স্টাডি কাজে আসে না। অন্যদিকে সিগনাল সবসময় পজেটিভ হয় না।
-
আমি কোন সিগনাল ফলো করিনা। শুধু এনালাইসিস করি। এতে রেজাল্ট তত ভালো না। যারা ফরেক্স ফ্যাক্টরির নিউজ দেখে ট্রেড করছেন, তারা ভালো রেজাল্ট করছেন। আগামীতে ফরেক্স নিউজ দেখে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করব।
-
সিকন্যাল যে একবারে ফলো করি না এটি বলতে ভূল বলা হবে তবে আমি কখনই সিগন্যালকে অন।ধবিশ্বাস করে ফরেক্সে ট্রেড করি না আমি সব সময় সিগন্যালের পাশাপামি আমার নিজের ট্রেডিং অভিজ্ঞতার আলোকে মার্কেট পরিক্ষা বা মূল্যায়ন করে তার পর ফরেক্স ট্রেড করতে পছন্দ করি।