-
আমি স্কাল্পিং অনেক পছন্দ করি আমি মনে করি ফরেক্স মার্কেট এ স্কাল্পের জন্য একটি ভাল সুবিধা দিয়ে যাচ্ছে যাতে করে অল্প টাকা ইনভেস্ট করে ভাল লাভ করা যায় । এ জন্য আপনাকে একটি টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করতে হবে আর সময় ফিক্সড করতে হপবে কখন স্কাল্পিং এর জন্য ভাল হয় ।
-
আমি মনে করি স্কাল্পিং খুব ভাল একটি ট্রেডিং সিস্টেম । কিন্তু স্কাল্পিং যদি সঠিক ভাবে না করেন তবে বড় ধরনের লস হওয়ার সম্ভবনা রয়েছে । স্ক্যাল্পিং করতে হলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে । আসলে আপনি যে ট্রেডিং পদ্ধতি অনুসরন করেন না কেন আপনাকে সেই ট্রেডিং পদ্ধতি সম্পর্কে ভালভাবে জেনে নিতে হবে । না হলে লাভ করা কঠিন হয়ে যাবে ।
-
ফরেক্স মার্কেটে আমি এই স্কাল্পিং ব্যাপারটা মোটেও পছন্দ করি না । কারণ স্কাল্পিং নতুন ট্রেডারদেন জন্য শুধু লস বয়ে আনে । আর স্কাল্পিং ট্রেডে যদি একবার ধরা খেতে হয় তবে অনেক সময় দেখা যায় যে একাউন্ট পর্যন্ত লস হয়ে যেতে পারে । তাই একাউন্ট লসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই অনেক বেশি লং ট্রাম ট্রেড করতে হবে । অার স্কাল্পিং এর মাধ্যমে আমরা অনেক কিছু ভালভাবে বুঝিনা । তবে লং ট্রাম ট্রেডের বিভিন্ন পজিশন খুব ভালভাবে বুঝতে পারি ।
-
যদিও আমি মোটেও স্ক্যাল্পিং পছন্দ করি না । তবে আমি নিজেও মাঝে মাঝে স্ক্যাল্পিং করে থাকি । যখন মার্কেটে তেমন কোনো টেন্ড থাকেনা । তখন আমার একমাত্র ভরসা হলো স্ক্যাল্পিং । তখন স্ক্যাল্পিং করে অল্প কিছু প্রফিট হলেই মার্কেট থেকে বের হয়ে যায় ।
-
স্ক্যল্পিং সম্পর্কে আমি পরিপুর্নভাবে জ্ঞাত নয় তবুও যতটুকু বুঝি তাতে আমি স্ক্যাল্পিংকে সমর্থন করি না । কেননা আমি মনে করি যে স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডার এর যে সুনিদ্দিষ্ট লক্ষ্য আছে তা পুরণ হয় না । আর স্ক্যাল্পিং এর বিপরীতে অবশ্যই আমাদেরকে বেশি করে লং ট্রাম ট্রেড করতে হবে । আর এতে করে আমরা নিজেরাই লাভবান হতে পারব ।
-
স্কাল্পিং ফরেক্স মার্কেটে ভাল একটি দিক।যারা স্কাল্পিং এ দক্ষ তারা খুব অল্প সময়ে অনেক প্রফিট করতে পারে।তবে সবাই স্কাল্পিং করে ভাল করতে পারেনা। স্কাল্পিং করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা দরকার।যারা নতুন তাদের জন্য স্কাল্পিং করা খুব কঠিন। তাই নতুনদের স্কাল্পিং করা ঠিকনা।
-
স্ক্যাল্পিং একটি জনপ্রিয় ট্রেডিং মাধ্যম। এটি একটি নেশার মত। এটি আমাদেরকে প্রচুর আনন্দ দেয়। তবে স্ক্যাল্পিং সব সময় কম লটে করাই ভাল এতে বেশ ভালভাবে সময় কাটানো যায় এবং ট্রেড শেখা যায়। আজকাল ট্রেডিংএর এই পদ্ধতিটি তরুনদের মাঝে ব্যাপক সারা দিচ্ছে।
-
স্ক্যাল্পিং পছন্দ করি । কেননা অল্পো ইনভেস্ট করে ট্রেড করলে শুধু মাত্র স্ক্যাল্পিং করলেই লাভ বেশি হয় । স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আমি ৩০এম পছন্দ করি , কেননা এই অবস্থায় মার্কেট দেখলে আমি স্ক্যাল্পিং ভাল খেলি। এবং মাই যেহেতু নতুন ট্রেডার ,সেহেতু লং টার্ম ট্রেড করতে ভয় পায়। স্ক্যাল্পিং করে ও প্রতিদিন ৫ থেকে ১০ ডলার ইঙ্কাম করা সম্ভব। আবার লস করা ও খুব সহজ । তাই আমি স্ক্যাল্পিং পছন্দ করি।
-
না আমি ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং মোটেও পছন্দ করি না । কেননা মার্কেটে আমি স্ক্যাল্পিং করে আমার তিনটি এ্যাকাউন্ট জিরো করেছি । প্রথম প্রথম স্ব্যাল্পিং করে ভালই লাভ করা যায় । পরবর্তীতে যখন বেশি লো্ভ হয়ে যায় তখন আর স্ব্যাল্পিং করে আয় করা যায় না । তখন শুধু লসই হতে থাকে । আমার মতে মার্কেটে অভিজ্ঞ না হলে স্ব্যাল্পিং করা ঠিক না । ধন্যবাদ ।
-
আমি বলবো স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।