আমার কাছের এক বন্ধু আছেন, সে আমার জানা মতে প্রতি মাসে গড়ে ৮০০থেকে ১০০০ ডলার আয় করেন আমি তাকে বলি ভাই তুমি তো বেশ শিখে ফেলোছো আমরা কবে এ পর্যায় আসবো? তার উত্তর হলো আগে মার্কেট বুঝার চেষ্টা কর দেখবে ডলার তোমায় খুজে নেবে,:rules:
Printable View
আমার কাছের এক বন্ধু আছেন, সে আমার জানা মতে প্রতি মাসে গড়ে ৮০০থেকে ১০০০ ডলার আয় করেন আমি তাকে বলি ভাই তুমি তো বেশ শিখে ফেলোছো আমরা কবে এ পর্যায় আসবো? তার উত্তর হলো আগে মার্কেট বুঝার চেষ্টা কর দেখবে ডলার তোমায় খুজে নেবে,:rules:
হ্যাঁ আমি ফররেক্স কোটিপতি হতে পারব। ফরেক্স আমাকে অনেক ইনাক্ম করে দেই। আমি ফরেক্স থেকে এখন অনেক ইনকাম করছি। আমি বলতে পারব ফরেক্স করে কোটিপতি হওয়া যায়।
হতেও পারে কারন যুদি তার ট্রেড ভালো মানের হয় এবং প্রফিট হয় তাহলে অল্পো কিছুদিনের ভিতরে কোটিপতি হওয়া সম্ভব।
অবশ্যই সম্ভব। তবে আমাদের বাংলাদেশে কোটিপতি হইসে ফরেক্স ট্রেডিং করে এমন 'ব্যাক্তি' ট্রেডার পাওয়া অসম্ভব। যদিও দু/একজন থেকে থাকে, তারা হয়তোবা প্রাতিষ্ঠানিক ভাবে। আমরা বাঙালিরা কি আর এমন ইনভেস্ট বা পরিশ্রম করি যে, কোটি টাকার মালিক হবো। তবে অবশ্যই সেটা অসম্ভব। কারণ ফরেক্স মার্কেটে টাকা আয় নিয়ে কোন বাধা ধরা নেই। OctaFx এ ৮ডলার বোনাস পেয়ে ট্রেড করি। তা দিয়ে আবার কোটি পতি হবো কেমনে? তবে যাই আয় করছি, তাতেই খুশি আমি।
অবশ্যই সম্ভব তবে আপনাকে সে জন্য যে টা করতে হবে বলে আমি মনে করি।
১। একজন ভালো ট্রেডার।
২। ফরেক্স মার্কেট সর্ম্পকে ভালো ধারোনা।
৩। ট্রেডে প্রতিদিন অনেকটা সময় ব্যায় করা।
৪। এবং ট্রেডে ডলার এর অংক টা অবশ্যই অনেক বেশি থাকতে হবে।
৫। এবং ধর্য্য ধারন করতে হবে।
ফরেক্স একটা কঠিন বুসিনেসস।এখানে যেমন অনেক টাকা আয় করা যায় তেমনি অনেক টাকা লস ও করা যায়। আমরা ভাল ট্রেডিং করতে করেতে আকদিন কোটিপতি হলেও হতে পারি।কিন্তু তার জন্য চাই অনেক সাধনা।
ফরেক্স করে কোটিপতি হওয়া সম্ভব, তেমনি কোটিপতি থেকে শুন্য হওয়াও সম্ভব, বুঝে শুনে বায় সেল করতে পারলে লস হওয়ার সম্ভাবনা কম ।
ফরেক্স করে কোটি পতি হওয়া অবশ্যই সম্ভব তাই আমাদের সকলে উচিৎ ফরেক্স মার্কেট এ সময় দিয়ে ভাল করে ফরেক্স শিখা কারন ভাল করে সময় দিতে না পারলে ফরেক্স সম্পর্কে আমাদের অবিজ্ঞতা হবে না আর অবিজ্ঞতা ছাড়া কেউ এই মার্কেট এ কোটি পতিও হতে পারবে না ।
এ জন্য অনেক সময়ের দরকার তাহলে এই ফরেক্স মার্কেট থেকে আমারা অনেক টাকা আয় করতে পারব এ জন্য আমাদের কে বেশী করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কারন ভাল জ্ঞান থাকলে আমরা এই ফরেক্স মার্কেট হতে অনেক টাকা আয় করতে পারি ।
প্রিয় বন্ধু, ফরেক্স হল একটি ব্যবসা আর যার ব্যবসায়িক জ্ঞান যতবেশি তার লাভও তত বেশি হয় এটাই স্বাভাবিক। তবে কোটিপটির ধারনা ঠিক না হলেও ফরেক্স এর জ্ঞান থাকলে প্রচুর আয় করা যায়। ধন্যবাদ।