-
ফরেক্স এ ট্রেড করার জন্য প্রথমে একজন ট্রেডারকে মাকেট এ্যানালাইসিস করতে হয় । ফরেক্স এ মাকেট তিন ভাবে েএ্যানালাইসিস করা যায় - টেকনিক্যাল এ্যানালাইসিস , সেন্টিমেন্টাল এ্যানালাইসিস ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিস । একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার এই তিন ধরনের এ্যানালাইসিস ভালো করতে পারে । তাই সে যদি অভিজ্ঞ হন তাহলে ট্রেডার ইন্ডিকেটর িএ্যানালাইসিস করে ও সফলতা লাভ করতে পারে । এতে করে কোনো সন্ধেহ নেই ।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডিংকে আমি কোনোভাবেই সমর্থন করিনা। ইন্ডিকেটর কখনো আপনাকে ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে শতভাগ নিশ্চয়তা দিতে পারেনা। এটি শুধুমাত্র পূর্ববর্তী মার্কেট মুভমেন্ট এর একটি অ্যাভারেজ মাত্র। তবে নতুনদের ট্রেডিং সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা থাকে না বিধায় শুরুর দিকে কিছুটা ইন্ডিকেটরের সহায়তা নেয়া যেতে পারে। সে ক্ষেত্রে বহুল ব্যবহৃত ইন্ডিকেটরগুলো হ্যালো- Moving Average, RSI, MACD, Ichimocu, ZigZag ইত্যাদি ইন্ডিকেটর। তবে অবশ্যই ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। পুরোপুরি অন্ধ বিশ্বাস করে ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং করা যাবে না। আপনার এনালাইসিস এবং ইন্ডিকেটর যদি একই ফলাফল প্রদান করে তাহলেই কেবল এন্ট্রি নেয়া যেতে পারে। ইনডিকেটরের থেকে সব সময় নিজের এনালাইসিসকে বেশি প্রাধান্য দিতে হবে।
চার্টে যতো বেশি ইন্ডিকেটর থাকবে আপনি ততো বেশি দ্বিধায় পড়ে যাবেন। কারণ একেক সময় একেক রকম ইন্ডিকেটর আপনাকে একেক রকম সিগন্যাল দেবে। দেখা যাবে কোন ইন্ডিকেটর আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আবার একই সাথে কোন ইন্ডিকেটর সেল সিগনাল দিচ্ছে তাতে করে আপনাকে কনফিউশনে ফেলে দিবে। আবার একটি ইন্ডিকেটর সব ধরনের মার্কেটে কাজ করবে এমন নয়। নতুনদের জন্য ইন্ডিকেটর গুলি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এর উপর থেকে নির্ভরতা কমাতে পারবেন ততই ভালো। একাধিক ইন্ডিকেটর চার্টে থাকলে বিপরীতমুখী ট্রেডিং সিগন্যাল পেতে পারেন, তাতে করে আপনি দ্বিধায় পড়ে যাবেন এবং ভুল এন্ট্রি নিয়ে বসবেন।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে পুরোপুরি মার্কেটের অবস্থান কখনও বোঝা যায় না হয়তো বা মার্কেটে কিছুটা আইডিয়া নেওয়া যায় তবে সেটার উপর পুরোপুরি ভরসা করা ঠিক না।বিশেষ করে নিউজ এর টাইম তো ইন্ডিকেটর কাজ করেই না সুতরাং ওই সময়গুলো ইন্ডিকেটর দেখ ওই সময় ট্রেড না করাই ভাল। ফরেক্স ইন্ডিকেটর ট্যেকনিক্যাল এনালাইসিস এর আওয়াতা ভূক্ত । আপনি যদি ভাল ভাবে ফান্ডামেন্টাল করে ট্রেড করেন তাহলে ট্রেডিং এ লাভ করার সম্ভবনা বেশী। তবে কিছু ইন্ডিকেটর আছে যে গুলো আপনাকে সব সময় ব্যবহার করতে হয় যেমন ট্রেন্ড নির্ধারন করার জন্য আপনি মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন, ট্রেডিং এর এন্ট্রি ট্রেড নেওয়ার জন্য ইন্টিকেটর ব্যাবহার করতে হবে। তবে মার্কেটের প্রতিটি এনালাইসিস একে অপরের সাথে সম্পৃক্ত।
-
অবশ্যই নতুন দের জন্য অনেক ভাল মনে করি । ইন্ডিকেটর ব্যাবহারে লস হওয়ার সম্ভবনা অনেক কম । তাই ইন্ডিকেটর দেয়ে ট্রেড করা ভাল।নির্দেশনা অনুসরন করে ট্রেড করা একজন দক্ষ ট্রেডারের সবচেয়ে ভাল গুন বলা যায়। কারন আপনি ব্রোকার হতে প্রদত্ত নির্দেশনা ব্যতীত ট্রেডিং করলে যে কোন সময় লস খেয়ে যেতে পারেন এবং মুলধন হারিয়ে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না।
-
ইনডিকেটর নিয়ে অনেক বিতর্ক আছে ছিল এবং থাকবে। তার পরও ইনডিকেটর এর ব্যবহারও বন্ধ হবে না। আসলে ইনডিকেটর কখনও ভবিষ্যৎ বলতে পারে না। সে শুধু আপনাকে অতীত টা দেখায় যার উপর অনুমান করে আপনি ভবিষ্যৎ নির্ধারনের চেষ্টা করেন। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না।ইন্ডিকেটর এক্সময় ভাল সিগ্নাল দেয় আবার ট্রেড করতে করতে ইন্ডিকেটর অনেক সময় ভুল সিগ্নাল দেয় এই কারনে আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা পছন্দ করি না ।
-
আমি মনে করি নতুন ট্রেডার এর খেত্রে ট্রেড করার জন্য পরাতোন ট্রেডারকে দেখে ট্রেড করা উচিত।আমার কাছে এটা ভলো বলে মনে হয়েছে।
-
1 Attachment(s)
আপনি যখনই ট্রেড করার জন্য একটি পারফেক্ট ইন্ডিকেটর খুঁজে পাবেন এর অর্থ হবে নিজ বাসায় একটি টাকা তোলার ATM মেশিন এর মতন। বড় বড় লটে ট্রেড করবেন আর টাকা প্রফিট হতে থাকবে। ব্যাস আর কি লাগে বলুন??
কয়েকদিন পরেই হয়তোবা আপনি BMW কিংবা Mercedes এর মতন একটি গাড়ির মালিকও হয়ে গেলেন। ইন্ডিকেটর এর উপর নির্ভর করে বেশী করে ট্রেড করবেন আর আপার আলট্রা এইচডি মনিটরে বড় বড় করে সবুজ রঙের এর প্রফিট এমাউন্ট দেখতে পাবেন। প্রথম মাসে গাড়ি এবং এর কয়েকমাসের মধ্যেই গুলশানে একটি ফ্ল্যাটও বুকিং করে ফেলতে পারেন। ইন্ডিকেটর যখনই Oversold নির্দেশ করবে তখনই এন্ট্রির জন্য ঝাপিয়ে পরতে হবে। যখন এবং যেভাবে ইন্ডিকেটর সিগন্যাল প্রদান করবে তখনই এন্টির জন্য ঝাপিয়ে পরতে হবে। ডানে-বাঁয়ে তাকানো যাবে না। এবং কোনও প্রশ্নও করা যাবে না।
সবসময়ই মনে রাখতে হবে, ইন্ডিকেটর সবসসময় সঠিক! যদিও মার্কেট মুভমেন্ট কিংবা গুরুত্বপূর্ণ নিউজ ভিন্ন সিগন্যালও দেয়, তারপরও সেগুলো নিয়ে চিন্তা কিংবা এনালাইসিস করার কোনও দরকার নেই। ইন্ডিকেটর যদি বলে ডানে যেতে, আপনিও ডানে যাবেন। ইন্ডিকেটর যদি বলে বাঁয়ে, তাহলে আপনাকেও বাঁয়ে যেতে হবে।
[ATTACH=CONFIG]15598[/ATTACH]
-
অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে।ফরেক্সে নতুন যেকোনো ট্রেডার ট্রেডিং শুরু করে ইন্ডিকেটর দেখে। ইন্ডিকেটর নিয়ে আছে নানা বিতর্ক। ইন্ডিকেটর ব্যবহার করা উচিত? নাকি প্রাইস অ্যাকশনই বেশি ভালো? দুঃখজনক হলেই সত্যি আমাদের মধ্যে বেশিরভাগ ট্রেডার জানেন না।
-
ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে।
-
ইনডিকেটর নিয়ে অনেক বিতর্ক আছে ছিল এবং থাকবে। তার পরও ইনডিকেটর এর ব্যবহারও বন্ধ হবে না। আসলে ইনডিকেটর কখনও ভবিষ্যৎ বলতে পারে না। সে শুধু আপনাকে অতীত টা দেখায় যার উপর অনুমান করে আপনি ভবিষ্যৎ নির্ধারনের চেষ্টা করেন। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব।