আর ও সফল ট্রেডার হও্য়ার কতগুলো বসিস্ত আসে যা করলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন,সে গুলেও করা একান্ত দরকার।সেজন্নু পালন করা প্রায়েজন,যেমন বেশি বেশি ডেম তে ট্রেড করা বা অদ্যায়ন করা।তাহলে শিখা যাবে।
Printable View
আর ও সফল ট্রেডার হও্য়ার কতগুলো বসিস্ত আসে যা করলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন,সে গুলেও করা একান্ত দরকার।সেজন্নু পালন করা প্রায়েজন,যেমন বেশি বেশি ডেম তে ট্রেড করা বা অদ্যায়ন করা।তাহলে শিখা যাবে।
না আমি সফল ট্রেডার না কারন আমি মাত্র কই দিন ফরেক্স মার্কেট এর কাজ শিখেছি। তাই আমি এখন পুর ট্রেড টা শিখতে পারি নাই । তবে আমি এখন ডিমো করছি। আমি কম পক্ষে ডীমো ৬-৮ মাস শেখার পরে রিএল ট্রেড করা সুরু করব। তাহলে আমি এই মার্কেট সম্প্রকে ভাল ধারনা পাব।
আমরা যদি আমদেরকে সফল ট্রেডার দাবি করি তাহলে বিশ্বে যারা ফরেক্স নিয়ে বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছে তাদেরকে কি বলব। একজন সফল ট্রেডার মানে হচ্ছে ফরেক্সের গুরু, যিনি বলতে পারেন একটি মার্কেট সামনে কোন দিকে যেতে পারে। কিন্তু আমরা এখনও ৫টি ট্রেড করলে ৪টিতেই লস করে থাকি।
ফরেক্স মার্কেট এ একজন সফল ট্রেডার হতে হলে আমি মনে করি অনেক যোগ্যতার দরকার আছে কিন্তু আমরা কি পারব সেই যহযতা অর্জন করতে এ জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার পিছনে কিছু সময় দিতে হবে তাহলে মনে হয় আমরা এখানে সফল ট্রেডার হতে পারি ।
সফল ট্রেডার!! সত্যিই কথাটা শুনতে খুবই ভাল লাগে। কথাটা শুনতে যদি এতই ভাল লাগে তাহলে ভাবুন যে, সফল ট্রেডার হতে পারলে কতটা ভাল লাগে। না আমি দীর্ঘ ৪ বছর ধরে ট্রেড করেও এখনো সফল ট্রেডার হতে পারিনি। তবে আমার লক্ষ সফল ট্রেডার হওয়া। আমি জানি সফল ট্রেডার হওয়া এতো সহজ নয়। তবুও সফল হওয়ার জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
আমি সফল ট্রেডার কি বিফল ট্রেডার সেটা বিবেচনা করার মত ট্রেডার ই আমি এখনো হয় নি । অল্প কিছু পুজি নিয়ে ট্রেডিং এ নেমেছি । অল্প সল্প লাভ করি কোন ভাবে নিজের হাত খরচ চালানোর জন্য । ফরেক্স নিয়ে অনেক পড়াশোনা করেছি । অনেক ভাল ভাল রাইটার দের বই ও পড়েছি । মোটামোটি ১০ টা ট্রেড করলে ৮ টা তে লাভ হয় । তবে তাও এখনো বলতে পারিনা যা আমি একজন সফল ট্রেডার ।
সফলতার সঙ্গা এককে জনের কাছে একেক রকম । তবে ফরেক্স এ সফলতা বলতে বুঝায় যারা ৮০ ভাগ ট্রেডে লাভ করে মার্কেটে নিয়মিত টিকে আছে । আমার বিশ্বাস আছে খুব তাড়াতাড়িই সফল ট্রেডারদের কাছাকাছি পৌছে যাব ।
না আমি এখনও একজন সফল ট্রেডার হতে পারিনি। আমি সফল ট্রেডার হতে হলে কি কাজ করতে হবে । আপনারা আমাকে জানান । কারণ সফল ট্রেডার না হলে আমরা লস করতে পারি । লাভ করতে হলে আমাদের কে একজন সফল ট্রেডার হতে হবে।
ফরেক্স মারকেটে আসলে সফল ট্রেডার হয়া খুভ কঠিন কারন ফরেক্স মারকেটে একজন ভাল স্ফল ট্রেডার হতে গেলে অনেক সময়ের দএকার হয় এবং অনেক কস্ট করতে হয় অনেক ধইরজ ধরতে হয় ভাল অভিজ্ঞতা অরজন করতে হয় তারপর একজন ভাল অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হয়া জায় ।
আপাতত আমি নতুন যোগদান করেছি।সুতরাং দেখা যাক আমি কতটুকো সাকসেস পাই।