-
হ্যা ভাই অনেক বেশি আনন্দিত। কারন এখানে উপার্জনের অনেক বড় একটা সুযোগ রয়েছে এবং তাৎ*ক্ষণিক ভাবে লস রিকভার করারও একটা সুযোগ রয়েছে, যেটা অন্য কোন ব্যবসা দিয়ে কখনই সম্ভব না, আর এই জায়গাতেই আমার আনন্দটা সবচেয়ে বেশি। তাই অতি সাবধানতার সাথে মার্কেটের সাইকোলোজি বুঝে এবং সেই সাথে ট্রেন্ড ধরে আগাতে পারলে আপনার সাফল্য নিশ্চিত।
-
হ্যা আমি ফরেক্স করতে পেরে অনেক আনন্দিত। কারন ফরেক্স আমার জীবনকে পরিবতন করে দিয়েছে। আমি আগে প্রতেক মাসে হাত খরচ এর জন্য আমার বাবার উপর নিরভর হতে হত। কিন্তু এখন আমি নিজেই নিজের হাত খরচ এর পাশাপাশি আমি নিজে এখন সাবলম্বী। ফরেক্স মানুষকে নতুন জীবন দাম করতে পারে। ফরেক্স মানুষকে সঠিক পথ দেখায়।
-
হ্যা অবশ্যই আমি ফরেক্স করতে পেরে আনন্দিত। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যা যেকেউ যেকোন সময় করতে পারে। এখানে নিদৃষ্ট কোন টাইম নেই যেকোন সময় এই ব্যবসা করা যায়। এই বৌবসা করতে কোন কায়িক শ্রম ব্যয় করতে হয়না ঘরে বসে যেকেউ এই ব্যবসা করতে পারবে। তাই আমি পেশা হিসাবে ফরেক্স বৌবসা করবো।
-
ফরেক্স ব্যবসা করতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। এই ব্যবসা থেকে আমি যেমন আর্থিক উপার্জন করতে পারি। ঠিক তেমন ভাবে আমি এর থেকে জ্ঞান ও সংগ্রহ করতে পারি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে যেয়ে আমি আন্তর্জাতিক মার্কেটের সকল দেশের মূদ্রার নাম শিখতে পেরেছি। যা আমার বিসিএস পরিক্ষা সহ অন্য সব চাকরির পরিক্ষার প্রশ্ন উত্তর দিতে সহায়ক ভূমিকা পালন করছে। যে জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে আমি আনন্দিত।
-
জি, আল্লাহর রহমতে অনেক হেপি। প্রথমে অনেক আবেগ দিয়ে ফরেক্স করে অনেক লস করেছি। তার পরেও হার মানি নাই। ফরেক্স এ লেগে থেকে অনেক বছর বেয় করে আজকে অনেক অনশে সফল বলা জায়। আজ প্রায় প্রতি দিন এ টুকি টাকি প্রফিট বের করতে পারি। তাই অনেক হেপি।
-
আসলে এটা দুনিয়ার স্মার্ট ব্যবসাগুলোর মধ্যে অন্যতম। গর্ববোধ হবারই কথা। যদি সঠিক সময় ও আপনার মাথাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এই ফরেক্স হতে পারে আপনার লাইফটাইম ইনকাম মেশিন। এখন দেখার বিষয় আপনি এই স্মার্ট ব্যবসা করতে গিয়ে তাল মিলিয়ে চলতে পারেন কিনা। যদি পারেন তাহলে আপনি আজ অথবা কাল সফল হবেনই। আর যদি না পারেন তাহলে আপনি ঝড়ে পড়বেন বাকিদের মতই। সিয়াম সাধনার পর ঈদ যেমন আনন্দ বয়ে আনে তেমনি সারাবছরের অক্লান্ত পরিশ্রম, পড়াশুনা দিয়ে আপনি পারবেন এই ফরেক্স জগতে সফল হতে।
-
ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা ।অবশ্যই যে কেউ এটা করতে পেরে খুশি হবে । আমিও ফরেক্স করতে পেরে বেশ আনন্দিত। ফরেক্স মানুষকে স্বপ্ন দেখাই ,ফরেক্স মানুষকে আয়ের পথ দেখাই।
-
ফরেক্স করতে আমি অবশ্যয় আন্দিত। কারন ফরেক্স করতে গিয়ে আমি অনেক জ্ঞান অর্জন করেছি । এছাড়া আন্তজাতিক বাজার সম্পর্ক মুদ্রার দামের মান জানতে পারি। তাছাড়া পড়া লেখার পাশাপাশি অর্থ উপার্জন করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি। আজুন্ন ফরেক্স আমির কাছে আন্দের পাত্র।
-
অবশ্যই আমি ফরেক্স করতে পেরে আনন্দিত। কারণ আমি ফরেক্স মার্কেটে এসে আমার অনেক চাহিদা পূরণ করতে পেরেছি। এমনকি নিজের দারিদ্রতাও দূর করতে সক্ষম হয়েছি। পাশাপাশি নিজের বেকারত্ব দূর করতে পারছি। এছাড়া আমি যেমন নিজেকে সমাজের কলোশিত হাতে রক্ষা করতে যেমন পেরেছি তেমনি অন্যান্য বেকার যুবকদেরকেও ফরেক্স ব্যবসা শিখিয়ে তাদেরকেও সমাজের বেকারত্ব হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। এজন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি।
-
হ্যা ফরেক্স করতে পেরে আমি আনন্দিত কারন এটা একটা মজা হলো ভালো অভিজ্ঞতা নিতে পারলে ঘরে বসেই কাজ করা যায় সুতরাং যখন আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না তখন এটা খুবই ভাল একটি কাজ হবে আমার মনে হয়। কারন যথেষ্ঠ লজিক সম্বলিত মার্কেট এখানে অনেক চিন্তা করার বিষয় আছে যা কিনা আমাদের সব সময় সচল রাখতে সাহায্যে করবে। তাই ফরেক্স কে আগে শিখতে হবে ভালভাবে যদি ভাল শেখা যায় তাহলে ট্রেড করে লাভবান হতে পারলে আরও বেশী ভাল লাগবে।