-
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । শর্ট টাইমফ্রেম ব্যবহার করে স্ক্যাল্পিং করে। আমি যেহেতু স্ক্যাল্পিং করিনা এবং লং টার্ম ট্রেড করতে পছন্দ করি তাই লং টাইম ফ্রেমই ব্যবহার করি। মেটা ট্রেডারে সাধারনত টাইমফ্রেমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম শর্টফ্রেম। আর লং টাইম ফ্রেম ট্রেড করতে হলে 4ঘন্টার পর থেকে 1সপ্তাহ পর্যন্ত এর মধ্যে সব টাইম ফ্রেম হলো লং টাইম ফ্রেম।
-
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেমের ধারনা প্রথম দিকে একটু অন্য রকম ছিলো।যখন আমি ফরেক্স মার্কেট এ আসি তখন আমি যে কোন টাইম ফ্রেমে ট্রেড করতাম।এরপর যখন ফরেক্স নিয়ে একটু পড়াশুনা করলাম তখন আমি ডেলী টাইম ফ্রেম ট্রেড করতে থাকলাম।আমি এক ঘন্টার নিচের টাইম ফ্রেম গুলো একদম ফলো করতাম না।কিন্তু এখন আমার স্ট্র্যাটেজি এমন যে একটা লং ট্রেডে পারফেক্ট ভাবে এন্ট্রি নিতে পাচ মিনিটের চার্ট আমি ফলো করি।তবে ফরেক্স মার্কেটে মাদার অফ টাইম ফ্রেম বলতে ডেলী টাইম ফ্রেম কেই বুঝায়।
-
ফরেক্স মার্কেটে আমার কাছে ভাল লাগে টাইম ফ্রেম বলতে গেলে ১ ঘন্টার টাইম ফ্রেম ভাল কারন ফরেক্স মার্কেটে ছট কন টাইম ফ্রেমে ফরেক্স ট্রেড করা ভাল না কারন ছট টাইম ফ্রেম অনেক সময় ভাল কন সিগ্নাল দেয় না তাই বর টাইম ফ্রেমে ফরেক্স ট্রেড করা ভাল ।সাধারণতেএকজন ডে ট্রেডার । তাই আমি ডে কেন্ডল দেখে ৪ আ্ওয়ারস এর ক্যান্ডল এ ট্রেড করে থাকি । আমার কাছে ১ আওয়ার থেকে ৪ আওয়ার ক্যান্ডলকে আনেক কার্যকরী ও বিশ্বাস যোগ্য বলে মনে হয় । তাছাড়া আমি ৪ আওয়ারে ট্রেড করে অভস্থ হয়ে পড়েছি । তাই এই টাইম ফ্রেম আমার কাছে ভাল লাগে ।কিন্তু এক দুবার একাউন্ট জিরো করার পরে সব ভূত মাথা থেকে নেমে যায়। পরে আর ভূল করেও ছোট টাই ফ্রেম দেখে না। তাই আমি বলব আগেই বড় টাইমফ্রেম দেখার অভ্যেস গড়ুন। আশা করা যায় উপকৃত হবেন।
-
আমার মতে ৪ ঘন্টার টাইম ফ্রেম সবচেয়ে বেশি ভাল লাগে কারণ দীর্ঘ মেয়াদী টাইম ফ্রেম ব্যবহার করলে এই মার্কেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায়। এমনকি উক্ত টাইম ফ্রেমের মাধ্যমেই আপনি এই মার্কেটের ছোটখালো বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ভাল ধারণা অর্জন করা যায়। বিশেষ করে আমি ৪ ঘন্টা এবং ১ ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করে থাকি। কারণ এই দুটো টাইম ফ্রেমে ট্রেড করে আমি বেশ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করি আপনিও ভাল সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
-
ফরেক্সে স্ক্যালপিং অনেক ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুনদেরর স্ক্যালপিং না করাই ভালো। এজন্য আমি সবসময়ই চেষ্টা করি লং ট্রেড করতে।এজন্য আমি বিভিন্ন ট্ইমফ্রেমের চাইতে চার ঘন্টার টাইমফ্রেম অনুসরন করতে পছন্দ করি।আমার কাছে চার ঘন্টার টাইমফ্রেমের অ্যানালাইসিস করে ট্রেড করাটা ভালো মনে হয়।মুলত সকাল বেলা উঠে ডেইলি চার্ট এ এনালসিস করি। তারপর যদি কোন সিগ্নাল থাকে তাহলে আমি এন্ট্রি নেই। আর না পেলে লোয়ার টাইম ফ্রেমে স্কাল্পিং করতে চেষ্টা করি। কারন লং ট্রেড সব সময় পাওয়া যায় না। ফরেক্স লং ত্রেড করলে বেশি পিপ পাওয়া যায়।
-
ফরেক্সে স্ক্যালপিং অনেক ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুনদেরর স্ক্যালপিং না করাই ভালো। এজন্য আমি সবসময়ই চেষ্টা করি লং ট্রেড করতে।এজন্য আমি বিভিন্ন ট্ইমফ্রেমের চাইতে চার ঘন্টার টাইমফ্রেম অনুসরন করতে পছন্দ করি।আমার কাছে চার ঘন্টার টাইমফ্রেমের অ্যানালাইসিস করে ট্রেড করাটা ভালো মনে হয়।মুলত সকাল বেলা উঠে ডেইলি চার্ট এ এনালসিস করি। তারপর যদি কোন সিগ্নাল থাকে তাহলে আমি এন্ট্রি নেই। আর না পেলে লোয়ার টাইম ফ্রেমে স্কাল্পিং করতে চেষ্টা করি। কারন লং ট্রেড সব সময় পাওয়া যায় না। ফরেক্স লং ত্রেড করলে বেশি পিপ পাওয়া যায়।
-
আমি লং টাইমফ্রেমে ট্রেড করা পছন্দ করি। লং টাইম ফ্রেমে ট্রেড কলা সহজ অর্থ ক্ষতির ঝুকি কম থাকে। তাছাড়া অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে না করে থাকেন। শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা হলে অর্থ ক্ষতির ঝুকি বেশি থাকে। তাই যখনই ট্রেড করা হয় কমপক্ষে ২ থেকে তিন দিনের বেশি সময়ের ফ্রেম তৈরী করা হলে ভাল হয়।