-
ব্যক্তিগতভাবে আমি সব ধরনের এনালাসিস করে থাকি। কারন সব এনালাসিস এর দরকার হয় ফরেক্স মার্কেট এ। তবে সবচেয়ে আমি নিউজ কে প্রাধান্য দিয়ে থাকি। কারন নিউজ মার্কেট কে অনেক বেশি প্রভাবিত করে যা অনেক সময় কোন এনালাসিস কাজে দেই না। তবে ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি ভালবাসি । ট্রেডারা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে ।
-
ফরেক্স মার্কেটের জন্য টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস দুটোই একে অপরের পরিপূরক। একটা বাদ দিয়ে আরেকটা হয় না। আমার মতে টেকনিক্যাল এনালাইসিস আগে শিখলে ভাল হয়। টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে যা একজন আদর্শ ট্রেডারের জানা অপরিহার্য। যেমন- ক্যান্ডল স্টিক, সাপোর্ট এবং রেসিট্যান্স, ট্রেন্ড লাইন বা ট্রেন্ড চ্যানেল ইত্যাদি।আমার পছন্দ টেকনিক্যাল এনালাইসিস।
-
আমি বেশি গুরুত্ব দেই আমার সাইকোলোজীক্যাল পরিস্হিতি কে৷আমার লোভ ও অধৈর্য্যকেই আমি সবচেয়ে বেশি ভয় পাই৷প্রায়ই আমাকে লসে নামায়৷আর ট্যাকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসে কঠিন কিছুই মনে হয় না৷এই লোভ ও অধৈর্য্যই হলো আমার মূল সমস্যা৷
-
সব ধরনের এনালাইসিস্কে গুরুরত্ত দিতে হবে। এনালাইসিস যদি ভালো না হয় তাহলে আমরা পুনরায় এনালাইসিস করে নিব। মার্কেট একটা ভুলের কারনে আমরা বড় ধরনের ট্রেড লস করে ফেলি। লস হলেও আমাদের লসকে লাভে রূপান্ত্রিত করতে হবে।
-
আমার মনে হয় ফান্ডামেন্টাল এনালাইস আমরা না বুঝলে ও ফরেক্স এর গুরুরত্ত অত্যশিক। ফরেক্স সবাই সব এনালাইসি করতে পারে না। এনালাইসিস করার জন্য আমরা মেটাট্রেডার প্লাটাফরাম ব্যবহার করব। মেটাট্রেডার এর মাধ্যম আমরা ক্রয় এবং বিক্রয় করতে পারব। আমি টেকনিক্যাল এনালাইসি পচ্ছন্দ করে থাকি।
-
ফরেক্স ট্রেড করতে হলে তিন ধরনের এ্যানালিসিস এর মধ্যে সব কয়টি এ্যানালিসিস প্রয়োজন। তবে আমার কাছে ফান্ডামেন্টাল এ্যানালিসিস এর গুরুত্ব অত্যাধিক বেশি। কারন বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হওয়ার পর মার্কেট অত্যান্ত বেশি মুভ করে থাকে। তাই ফান্ডামেন্টাল এ্যানালিসিস আমার কাছে অনেক বেশি প্রিয়। প্রতিটি পেয়ারের উপর যে সকল নিউজ প্রকাশিত হয় তার উপর নির্ভর করে ট্রেড করতে পারলে বেশ ভাল প্রফিট করা যাই। তাই আমি প্রতিটি পেয়ারের নিউজ এর উপর ভিত্তি করে ট্রেড নিয়ে থাকি সাথে ট্রেকনিক্যাল এ্যানালিসিস সাহায্যকারী হিসাবে রাখি।
-
আমি মনে করি টেকনিক্যাল এনালাসিস অনেক সহজ আর এর মাধ্যমে খুব সহজেই আমরা মুনাফা উপার্জন করতে পারি। তাই আমি এই টেকনিক্যাল এনালাইসিস অনেক পছন্দ করি। তাছাড়া আমার দেখা মতে যখন কেউ দীর্ঘ সময়ের জন্য ট্রেড করতে চায় তখন তাকে টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করতে হয়। কারণ ফান্ডামেন্টাল এনালাইসিস এতটা সহজ নয়। আর আমার মতে ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য অনেক জ্ঞানের প্রয়োজন কিন্তু টেকনিক্যাল এনালাইসিস এর জন্য এতটা দরকার হয় না।
-
একজন ভালো ট্রেডারের সব ধরনের এনালাইসিস এর দরকার হয় কারণ বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হয়ে থাকে আর সেই কারণেই মার্কেট এর কারেন্সিগুলো পরিরবর্তন হয়ে থাকে। তাই অনেক সময় কোন এনালাইসিসই কাজে লাগে না তবে ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি দরকার পড়ে ফান্ডামেন্টাল এনালাইসিসটা। আর ফান্ডামেন্টাল এনালাইসিসটা যদি না থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না তাই আমি এটাকে গুরুত্বসহকারে দেখি এবং ফান্ডামেন্টাল এনালাইসিসকে সবচেয়ে বেশি ভালোবাসি।
-
আমরা জানি ফরেক্সে তিন ধরনের এনালাইসিস আছে। তবে সবগুলো এনালাইসিস এর মধ্য অন্যতম হল টেকনিক্যাল এনালাইসিস ।আর এই এনালাইসিস টা আমার অনেক ভালো লাগে । যদিও টেকনিক্যাল এনালাইসিসটা করা একান্ত বাধ্যতামুলক । কেননা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমাণে এনালাইসিস ভিত্তিক ট্রেড করেতে হবে এবং তারপর প্রফিট ইনকাম করতে হবে ।
-
আমার মতে আমি সব ধরনের এনালাসিস করে থাকি। কারন সব এনালাসিস এর দরকার হয় ফরেক্স মার্কেট এ। তবে সবচেয়ে আমি নিউজ কে প্রাধান্য দিয়ে থাকি এটি হল ফান্ডমেন্টাল এনালাইসিস । কারন নিউজ মার্কেট কে অনেক বেশি প্রভাবিত করে যা অনেক সময় কোন এনালাসিস কাজে দেই না। তবে ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি ভালবাসি এবং ট্যেকনিক্যাল এনালাইসিস করেও ট্রেড করতে হয় । ট্রেডারা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে ।