-
অল্প বিদ্যা ভয়ংকরী । আমরা যারা অল্প বিদ্যাতে বিশ্বাসী তারা অবশ্যই ক্ষতির সম্মুখীন হব । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে সর্বপ্রথম নিজেকে সময় দিতে হবে । কেননা আপনি যদি নিজেক সময় দিতে না পারেন তবে কোনভাবেই আপনি ভাল কিছু আশা করতে পারবেন না । প্রথম অবস্থায় অর্র্খ্যাৎ বিগিনার লেবেলে আপনাকে অনেক বেশি পরিমাণে নিজেকে আয়ের চিন্তা বাদ দিযে অনেক বেশি পরিমাণে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার কাজ করতে হবে ।
-
অবশ্যই একটু শেখা খুবই বিপদজনক । আমরা আগে ভালোভাবে এই ব্যবসা শেখব তারপর এই মার্কেটে কাজ করব । আমরা সব সময় ডেমোতে ট্রেড করার চেষ্টা করব । যে যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা যে ট্রেডার করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । ধৈর্য্যের কোন বিকল্প নেই ।
-
ফরেক্স ব্যবসা একটু শেখার অবস্থা খুবই বিপদজনক । আমরা সব সময় এই ব্যবসা ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা একটু শিখে কোন সময়েই ফরেক্স ট্রেড করব না । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবাস করার চেষ্টা করব তাহলে আমরা লাভবান হতে পারব ।
-
আমার মনে হয় ফরেক্স এর সবচেয়ে বিপজ্জনক জিনিস হচ্ছে আত্মবিশ্বাস। অনেকে ভাগ্য ও আত্মবিশ্বাস এর উপর ভর করে ট্রেড করে।তার মনে করে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে তারা ট্রেড করলেই লাভ করবে।কিন্তু ফরেক্স আত্মবিশ্বাস বা ভাগ্যের জায়গা নয়।ফরেক্স বুদ্ধির জায়গা।বুদ্ধি দিয়ে জেনে বুঝে ফরেক্স এ ট্রেড করলে এটা কখনওই বিপজ্জনক হবে না।
-
ফরেক্স মার্কেটে যারা কম শিখে রিয়াল মার্কেটে আসে তারা ফরেক্স মার্কেটে লস করা ছাড়া লাভ করতে পারবেনা কারন ফরেক্স মার্কেটে কম শিখে ট্রেড করা অনেক বিপজ্জনক।তাই আমাদের কে রিয়াল মার্কেটে ট্রেড করার আগে অভিজ্ঞ ট্রেডারের মাধ্যমে জানতে হবে।
-
একটু শেখার কারনে ফরেক্স এর সব কিছুই বিপজ্জনক।তাতে করে পদে পদে ক্ষতির শম্মুখিন হতে হবে তাই আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে যানা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা এবং ফরেক্স এর উপর অনেক অভিজ্ঞতা অর্জন করা তাহলে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।
-
কথাই আছে না অল্প বিদ্যা ভয়ংকরি।আপনি যদি মার্কেট সম্পর্কে অপ্ল জ্ঞান নিয়ে ট্রেড করেন তাহলে লস করবেন অবস্যই।তাই সঠিকভাবে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা উচিত।আপনি যদি ফরেক্স মার্কেট থেকে ভাল সাফলতা পেতে চান তাহলে মার্কেত সম্পর্কে ভাল করে পড়া শুনা করতে হবে।
-
একটু শেখার বিপজ্জক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং হেরে যাবেন এবং লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। ভালো করে সিখলে ভালো করে ট্রেড দেয়া যাবে আর ভালো ট্রেড দেয়া গেলে ভালো লাভ করা যাবে আর অল্প জেনে ট্রেড দিলে শূন্য হয়ে যেতে হবে।
-
একটু শিখা বিপদ জনক জিনিস হল ক্ষতিগ্রস্থ বা লস করা ।অপূর্নাঙ্গ কোন জ্ঞানই ভাল না । এজন্য বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী । অল্পবিদ্যা দিয়ে আপনি কোন কিছু শুরু করতে পারনে ঠিকি কিন্তু চুরান্ত জায়গাতে গিয়ে আপনি কি করবেন তা বলতে পারবেন না । যা আপনার এত বেশী ক্ষতি করতে পারে যেটি আপনি আর সামলিয়ে উঠতে পারবেন না ।
-
বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷অনেক লেখাপড়া,অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হবে৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত কষ্ট করে শিখতে হবে৷যত শিখবেন ততই দক্ষ হতে থাকবেন৷