আমার জানামতে আসলে ফরেক্স এ তো কোন ট্রেড এর লিমিট নেই। মানে আপনি যত ইচ্ছা ট্রেড করতে পারেন। কিন্তু একদিনে আপনি কয়টা ট্রেড ওপেন করবেন তা নির্ভর করে আপনার একাউন্ট মারজিন এর ওপর। আপনাকে বুজতে হবে কয়তা ট্রেড একদিনে আপনি ওপেন করতে পারবেন।
Printable View
আমার জানামতে আসলে ফরেক্স এ তো কোন ট্রেড এর লিমিট নেই। মানে আপনি যত ইচ্ছা ট্রেড করতে পারেন। কিন্তু একদিনে আপনি কয়টা ট্রেড ওপেন করবেন তা নির্ভর করে আপনার একাউন্ট মারজিন এর ওপর। আপনাকে বুজতে হবে কয়তা ট্রেড একদিনে আপনি ওপেন করতে পারবেন।
আমার মনে হয় আপনি বলতে চেয়েছেন একদিনে কয়টা পোস্ট করা যায় । একদিনে আপনি ৩০-৩৫ টা পোস্ট করতে পারবেন। আর যদি জানতে চান একদিনে মোট কয়টা ট্রেড করা যায় ,তাহলে আমি বলব আপনার এর কোন সিমা নেই।
ফরেক্স মার্কেটে এর কোন প্রকার নিয়ম নেই যে আপনি কয়টা ট্রেড ওপেন করতে পারবেন্ন আপনি ইচ্ছে করলে আপনি যত খুশি তত ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন। কারন আপনি যদি বেশি ডিপোজিট করেন তবে আপনি বেশি লটে ট্রেড করতে পারবে আর যদি কম থাকে তবে কম।
আমি বলবো এখানে কোন লিমিটেশন নেই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে আপনার নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করতে হবে আপনি আপনার এনালাইসিস এর মাধ্যমে যে কয়টা খুশী সে কয়টা ট্রেড ওপেন করতে পারবেন বলে আমি মনে করি তবে ওভার ট্রেড কখনই একাঊন্ট এর জন্য ভাল নয়।
ফরেক্স এ ট্রেড করার কোন ধরা বাধা নিয়ম নেই যে আপনি কয়টা ট্রেড করবেন। আপনি যত ইছা তত ট্রেড করতে পারেন। এটা আপনার ব্যক্তগত ব্যপার। ফরেক্স আপনি আপনার স্ট্র্যটিজি অনুযায়ী যা সিগ্নাল পান তাই ট্রেড নিতে পারেন।
আমি ঠিক জানি না তবে আমার মতে ৬-৭ টার বেশি ট্রেড নেওয়া উচিত না আপনে চাইলে অনেক গুলো ট্রেড করতে পারেন যদি আপনার মার্জিন অনেক বেশি থাকে আর আপনার একাউন্ট যদি অনেক বড় হয়।আমি বেশির ভাগ ক্ষেত্রে ৪-৫ টার বেশি ট্রেড করি না আর অনেক সময় ২ টার বেশি ট্রেড করতে পারি না আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করি যখন সিগনাল পাই তখন ট্রেড করি ওর আগে না।
ফরেক্স ফোরামে আপনি চাইলেও আপনার নিজের ইচ্ছা খুশি মত পোস্ট করতে পারবেন না প্রতিদিন এখানে পোস্টের একটি নিদিষ্ট লিমিটেশন রয়েছে অর্থাত আপনি একদিনে ফোরামের রুলস অনুযায়ী সব্বোচ্চ ৪৫ টি পোস্ট করতে পারবেন এর বেশি পোস্ট করলে ফোরাম কতৃপক্ষ আপনাকে বোনাস শিকারী ভেবে আপনার ফোরাম অ্যাকাউন্টটিকে ব্যান্ড করে দিতে পারে।
আমি ফরেক্স এ একদম নতুন তাই আমার এই সম্বন্ধে ধারণা খুবই কম। কিন্তু আমি যতটুকু জানি একদিনে সর্বচ্চ অ্যাকাউন্ট এর মার্জিন অনুযায়ী যতটুকু করা যায় তাই, এর বেশি আর করা যায়না।
আমার জানা মতে ফরেক্স ট্রেড করার কোন বাধা সীমা নাই । এটি নির্ভর করে অপনার ব্যালেন্স এর উপর অপনার ব্যালেন্স যদি বেশী হয় তবে আপনি বেশী ট্রেড ওপেন করতে পারবেন আর ব্যালেন্স যদি কম হয় তবে কম ট্রেড ওপেন করতে পারবেন । আপনি যদি কম ব্যলেন্স নিয়ে বেশী ট্রেড ওপেন করেন তবে আপনার ট্রেড র্মাজিনে টান পরবে এবং র্মাজিন জিরো হয়ে গেলে ব্যালেন্স ও জিরো হয়ে যাবে ।
আমার মতে এই পরিমাণটা আনলিমিটেড। সরবোচ্চ ট্রেড করার বিষয়টি ক্যাপিটাল এর উপর এর নির্ভর করে। মন চাইলে দিনে পাঁচটি ও করতেও পারেন, আবার দশটিও করতে ও পারেন। এতে কোন ধরাবাঁধা নিয়ম নেই।