-
আমি ওআপনার সাথে একমত যে দক্ষতা এবং পরিশ্রম এই দুই এক সাথে নিয়ে অগ্রসর হলে অবশ্যই সফলতা আসবে তবে এর সাথে আমি আরো দুই একটি বিষয় সংযুক্ত করব আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে সফলতা মানেই ভাল প্রফিট আর এই ভাল প্রফিট আয় করতে হলে আপনাকে অবশ্যই নিলোভি হতে হবে,অতিরিক্ত আবেগ এবং উত্তেজনা পরিহার করতে হবে,নিজেস্ব ট্রেডিং কেৌশল গড়ে তুলতে হবে।
-
ভাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা বা ফরেক্স মার্কেট এ শ্রম দেয়ার ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন।হ্যাঁ ভাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ বা দক্ষ হতে হবে।এর পাশাপাশি আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের শ্রম ব্যেই করতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করা অত সহজ নই যত সহজ আমরা মনেকরি।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করি।
-
জি আসলে দক্ষতা তো আর নতুন ত্রেদার হিসেবে আপনি যোগার করতে পারবেন না, আপনি পরিশ্রমের সাথে ট্রেড করলে অথবা যেকোনো কাজ করলে করতে করতে আপনি সেই কাজে অথবা ট্রেডিং এ দক্ষ হয়ে উঠবেন, একাগ্রতা নিস্তা এবং আবেগে নিতন্ত্রন এবং ধৈর্য অনেক গুরুত্ব ট্রেড করার ক্ষেত্রে. সুতরাং আপনাকে এই সবুগ্লো যদি মেনে চলতে পারেন, আপনি সফল হবেন ই.
-
যেকোন ব্যবসা করতে হলে দক্ষতা ও পরিশ্রম অতি গুরুত্তপুর্ন । দক্ষতা ও পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব । আর সফলতার মূলেই রয়েছে এই দুইটি বিষয় । ফরেক্স মার্কেট এ কাজ করার জন্য দক্ষতা ও পরিশ্রম করতে পারলে ফরেক্স এর মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব । দক্ষতা না থাকলে আর ফরেক্স এর পেছনে পরিশ্রম না করলে কোনদিনেই সফলতা অর্জন করা যাবে না । তাই বলা যায় দক্ষতা ও পরিশ্রম = সফলতা । দক্ষতা ও পরিশ্রম করতে পারলে যেকেউ সফলতা অর্জন করা সম্ভব ।
-
যে কোন কাজের সফলতার জন্য দক্ষতা ও পরিশ্রম প্রয়োজন।ফরেক্স এমন একটি প্রতিষ্ঠান যেখানে দক্ষতার সাথে পরিশ্রম করলে প্রচুর সফলতা পাওয়া সম্ভব।ফরেক্স এর অনেক দক্ষ ট্রেডার রয়েছে যারা প্রচুর দক্ষতার সাথে পরিশ্রম করে সফলতা অর্জন করেছে।
-
যদি কোনো মানুষ একটি কাজ করে আর সে ব্যক্তির ঐ কাজের দখতা না থাকে এবং সে ব্যক্তি পরিশ্রম না করে তাহলে কখনই সফলতা অরজন করতে পারবে না।তাই কোনো কাজ করার আগে সে কাজের প্রতি দখতা ওপরিশ্রম থাকতে হবে তাহলে সফলতা আসবে।
-
পরিশ্রম সৌভাগ্যের চাবি কাঠি এই কথাটার ফল তখনই পাওয়া যাবে । যখন আমাদের দক্ষতা , ধৈর্য আর একাগ্রতা এই সবগুলো একসাথে প্রয়োগ করতে পারবো তখনই সফলতা আমাদের হাতের কাছে ধরা দিবে ।
-
ফরেক্সে সফল হওয়ার পেছনে অনেক কিছু কাজ করে:
১। ফরেক্স জ্ঞান।
২। এনালাইসিসে দক্ষতা।
৩। সঠিক সিদ্ধান্তের ক্ষমতা।
৪। সাহস।
৫। ধৈর্য্য।
৬। ইমোশন নিয়ন্ত্রণ।
৭। সময়, মনোযোগ দেওয়া।
-
দক্ষতা ও পরিশ্রমের ফলোশ্রুতিতে সফলতা অর্জন সুনিশ্চিত। আত্মবিশ্বাসের সহিত বলা যায় জিনি দক্ষ ও পরিশ্রমী তিনি জীবনে অনেক উনতি করতে পারবেন।দক্ষ ও পরিশ্রমী ছাড়া ফরেক্স মার্কেটে নিজেকে সাভলম্বী করা যায়না।তাই আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে কঠোর পরিশ্রম এবং অনেক ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।ধন্যবাদ
-
পরিশ্রম সভাজ্ঞের প্রশতি। দক্ষ ও প্ররিশমী ছারা যেমন সফলতা অর্জন সম্ভাভ নয়। কোন কাজ করতে গেলে তাকে অবশয় কাজের প্রতি দক্ষ ও পরিশ্রমী হতে হবে। তা না হলে সে কাজে সফলতা আশা করা সম্ভব নই। তাই সফলতা আনতে হলে তাকে অবশ্যই দক্ষ এবং পরিশমী হতে হবে। নতুবা সফলাতা আশা করা যাই না।