ফরেক্স কে আমি পেশা হিসেবে নিব , যেহেতু ফরেক্স থেকে টাকা আয় করা যায় তাই ফরেক্স পেশা হিসেবে বেছে নিব। ফরেক্স সব শ্রেণীর মানুস কাজ করতে পারে। আপনি ছাইলে ফরেক্স কে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে নিতে পারেন ।
Printable View
ফরেক্স কে আমি পেশা হিসেবে নিব , যেহেতু ফরেক্স থেকে টাকা আয় করা যায় তাই ফরেক্স পেশা হিসেবে বেছে নিব। ফরেক্স সব শ্রেণীর মানুস কাজ করতে পারে। আপনি ছাইলে ফরেক্স কে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে নিতে পারেন ।
ফরেক্স আমার নেশাও না পেশাও না। ফরেক্স আমার আয়ের একটা মাধ্যম । আমি ফরেক্সে আসছি যাতে করে আমি ছাত্র থাকা অবস্থাতেই নিজে কিছু করতে পারি। নিজের হাত খরচের টাকাটা যেনো আমি নিজে ম্যানেজ করতে পারি। যদি আমি ফ্যামেলিকে কিছু না দিতে পারি তাতে কোণ আফসোস নাই কিন্তু আমার যাতে ফ্যামেলির কাছে চাইতে না হয়
কোন কিছুতে সফল বা কোন কিছুতে লাভবান হতে হলে প্রয়োজন প্ররিশ্রম এইটা আমরা সবাই জানি। এই পরিশ্রমটিকে সাধারনত বলা হয় পেশা। এক এক জনের এক এক রকম হতে পারে। এই পেশাকে দীর্ঘস্থায়ী করার জন্য অবশ্যই এটিকে নেশাতে রুপান্তরিত করতে হবে। তবেই তার সঠিক লক্ষে পৌঁছানো সম্ভব। ফরেক্স কে প্রেসেন্ট টাইমে মেক্সিমাম পেশা হিসাবে নিচ্ছে আর এই পেশাকে দীর্ঘস্থায়ী করার জন্য অবশ্যই নেশা হিসাবে নিতেই হবে। কাজেই আমি বলব ফরেক্স পেশা এবং নেশা ২ টাই
হ্যাঁ, অবশ্যই, ফরেক্স বিশ্বের সবচেয়ে লাভজনক তবে ঝুঁকিপূর্ণ এবং কঠিন ব্যবসা যদি ব্যবসায়ীরা সঠিকভাবে ট্রেডিং দক্ষতা এবং বৈদেশিক মুদ্রার বিষয়ে কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে তবে। তবে যদি ব্যবসায়ীরা যথাযথ জ্ঞান ছাড়াই তাদের ব্যবসা শুরু করে তবে তাদের হারাতে হবে এবং তারা ফরেক্সে থাকতে পারে না সুতরাং, ব্যবসায়ীদের যোগদানের আগে অবশ্যই সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রথমে শিখতে হবে।
প্রতিটি কাজ করতে গেলে ইচ্ছা বা শখ দুটি থাকতে হবে।ফরেক্স আমরা অনেকে পেশা হিসাবে নিয়েছি। আবার অনেকে আবসর সময় কাটানোর মাধ্যমে কিছু অর্থ আয়ের উৎস হিসাবে নিয়েছে।তাই আমরা ফরেক্সে পেশা ও শখ দুটিই বলতে পারি।
আমি ফরেক্স ট্রেডিং শুরু করি পারটাইম আয় করার উদ্দেশ্যে। দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে এটাকে পারটাইম না করে ফূল টাইম করার। আমার প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা পরিপূর্ণ হলে আমি ফরেক্সকে পেশা হিসেবেই গ্রহণ করে নিবো ইনশাআল্লাহ।
ভাই জন ফরেক্স ট্রেডিং উত্সাহী নয় । আমরা জোর করে কাজ করতে বাধ্য হচ্ছি কারণ আমাদের কাছে টাকা নেই, তাই আমাদের ক্যারিয়ার ভালো করার জন্য কঠোর পরিশ্রম করে এবং কাটাচামচ নিয়ে কাজ করার জন্য কারো শখ নেই । আর কেউ এর মধ্যে কাজ করে তাদের চাহিদা পূরণ করে সবার জন্য নিজের বাড়ি চালায় ।
ফরেক্স আমার শখ নয় বরং যদি পেশা বলা যায় সেটাই ভালো হবে। কারন এখানে আমি শখের বসে আসি নি আমি এসেছি এখান থেকে আয় করতে এবং তা জেনো নিয়মিত করতে পারি। শখের বসে ফরেক্স করার কোনো মানে হয় না কারন এটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট এখানে আপনাকে অর্থ ডিপোজিট করে ট্রেড করতে হবে তাই এখানে শখের কিছু নেই বলেই আমি মনে করি।
ফরেক্সকে পেশা হিসেবে বেছে নেওয়াই ভালো।এতে আপনার আগ্রহ,হচ্ছা , মনোবল বাড়বে। আমাদের মহা মূল্যবান সময়,শ্রম, অর্থ এর পেছনে বিনিয়োগ করা হবে তাই ফরেক্সকে পেশা হিসেবে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
কাজ করে এমন ভাল সম্ভাবনা তৈরি করেছি যা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করা ছাড়া আর কিছুই করার নেই all জেনে থাকুন যে আমরা পার্থক্যটিকে আরও বড় সুযোগকে সমীকরণ করতে বলেছি এবং আমরা সকলেই বুঝতে পারি যে আমাদের কাছে ব্যবসায়ের সর্বোত্তম স্তর রয়েছে যা অন্য কেউ কাজ করবে না এবং আমরা যে স্তরগুলি ব্যবহার করব