অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে
পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই
থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ
আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে
নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।
Printable View
অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে
পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই
থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ
আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে
নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।
ব্যবসার ক্ষেত্রে লাভ এবং লস দুই থাকবে।লাভ লস ছাড়া ব্যবসা কল্পনা করা যায় না। ফরেক্স ব্যবসায় এর ব্যতিক্রম নয়। ফরেক্স ব্যবসায় লাভের পাশাপাশি লস ও হয়ে থাকে। অনেক আছে যারা ফরেক্স ব্যবসায় শুধু লাভের আশায় কাজ করে।লসকে তারা মনে নিতে পারে না। তাই লাভ এবং লস দুই মাথায় রেখে কাজ করতে হবে।
লসও কি ট্রেডের অংশ?
অনেক ট্রেডার আছেন যারা লস করাকে মোটেই মেনে নিতে পারেন না। তারা তাদের ট্রেডিং কে লস শূন্য ভাবে পেতে চান। কিন্তু একটি কথা মাথায় রাখা উচিত ঐ লসও কিন্তু লাভের মত ট্রেডের অংশ। শুধুমাত্র লাভ দিয়েই যদি ফরেক্স গঠিত হত তাহলে তো এটা নিয়ে এত আলাপ আলোচনা কিংবা জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল না। লাভের মত লসকেও ট্রেডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জানা উচিত। কেননা লসই আপনাকে ভালো ট্রেডার হওয়ার সুযোগ বা আকাঙ্খার সৃষ্টি করে। কি বলেন?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
অবশ্যই লস ফরেক্স মার্কেটে ট্রেড এর একটি অংশ। কারণ আমরা জানি ফরেক্স মার্কেট হইল একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা যেখানে লাভ হয় আবার লসও না হয়। লস ফরেক্স ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। ফরেক্স মার্কেটে লস করা থেকে সবাইকে নিরাপদ থাকতে কিন্তু তারপরও বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে লস করে থাকেন। ফরেক্স মার্কেটে আমরা লস তখনই প্রতিরোধ করতে পারব যখন ফরেক্সের সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারব ও অনুশীলনের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারবো।
প্রতেক ব্যবসায় লাভ লস আছে তাই লস কে মেনে নিতেই হবে । আপনি ফরেক্স ভালো করে না শিখে ট্রেড করলে আপনার লস মেনে নিতেই হবে । লস ট্রেড না করার জন্য আপনাকে আগে ফরেক্স ভালো ভাবে শিকতে হবে । সব সময় মার্কেট আপনার আয়ত্তে নাও থাকতে পারে এই সময় আপনার লস হতে পারে তাই এই লস টাকে মেনে নিতেই হবে । তাই ব্যবসায় লাভ লস থাকবেই এবং মেনে নিতে হবে ।
একদম ঠিক কথা বলছেন। ব্যাবসার ক্ষেত্রে ২ টি দিক হল লস এবং লাভ। ব্যাবসা করতে গেলে যেমন লাভ হয় তেমনি মাঝে মাঝে লসও হয়। কিন্তু আমাদেরকে লসের থেকে লাভের পরিমান বাড়াতে হবে।তাহলেই আমরা ভাল ট্রেডার হতে পারব। আসলে যারা ফরেক্স ট্রেড করেন তাদের তো আর আলাদা কোন খরচ থাকে না লাভ ছাড়া তাই লসকে ব্যবসার একটি খরচ হিসাবে দেখা হয়। এবং বিশ্বব্যপী যত ভাল এবং অভিজ্ঞ ট্রেডার গন আছেন সবাই লস করেন কিন্ত লসকে তারা মনে করেন এটি একটি ব্যবসার অংশ যা প্রতিনিয়ত দিতে হয়। আসলে লস যদি না হয় তাহলে সেটা কোন ব্যবসা নয় অন্য কিছু হবে তাই লস হওয়াটাই স্বাভাবিক তাতে আপনি সহজভাবে নিতে পারবেন লসের অংশটুকু।
অবশ্যই লস ট্রেডের একটি অংশ,ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে শুধু লাভের আশা করা যাবে না লসের দিকটাও মাথায় রাখতে হবে। প্রতেক বিজিনেস এর অংশ হয়ছে লাভ এবং লস,তাই লাভ এর সাথে লস ও একটি এই বিজিনেস এর অংশ,একটানা লাভ কেও ফরেক্স দিয়ে করতে পারেনা,তাই লস ও স্বীকার করতে হয়,তাই লস করলে মন খারাপ না করে লস থেকে শিক্ষা গ্রহন করে,লস রিকোভার করুন এবং সামনের দিক এগিয়ে চলুন,তাহলেই সফলতা পাবেন।
অবশ্যই লসও ট্রেডের অংশ।আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে। আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে।
সব ব্যাবসায় লাভ লস থাকে । লাভ লস ছাড়া কোন ব্যাবসাই নেই তাই ফরেক্স এ ও যেমন লাভ আছে তেমন লস ও আছে । ফরেক্স মার্কেট থেকে যেমন আপনি লাভ করবেন তেমন সময়তে আপনাকে লস ও পোহাতে হবে । তাই লস পোহানোর আগে আপনাকে মার্কেট এনালাইস করে ট্রেট ওপেন করতে হবে একমাএ তাহলেই লস কারার সম্ভবনা কম থাকবে । ধণ্যবাদ
ফরেক্স মার্কেটে অবশ্যয় লস এবং লাভ উভয়ই ফরেক্স ট্রেডের অংশ কারন এটা একটা ব্যবসা তাই প্রতিটা ব্যবসায়ই লস এবং লাভ ব্যবসায়ের সাথে ওতোপ্রোতো জড়িত তাই আপনি কোন ভাবেই ফরেক্স ব্যবসায়ে এসে বিনা লসে ব্যবসাকে কল্পনা করতে পারবেন না কারন আপনি যেখানে লাভের দেখা পাবেন সেখানে লস দেখাটাও স্বাভাবিক। আমি আজকে ফরেক্স ফোরামে পোস্ট করা শুরু করলাম । আস্তে আস্তে আমি ফরেক্স কে ভাল করে জানতে চাই । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই । আমি অনেক আশা নিয়া ফরেক্স ফোরামে জয়েন করলাম । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই ।