-
নারীদের জন্য ফরেক্স একটি আদর্শ ব্যবসা ফরেক্স যেহেতু ঘরে বসেই করা যায় এ কারনে এটি নারীরা খুব সহজেই এ ব্যবসায় অংশনিতে পারেন উন্নত বিশ্বের অনেক দেশে মেয়েরা আজকাল সফলতার সাথে ফরেক্স করছে আমি মনে করি আমাদের দেশের মেয়েরা চাইলে এই ব্যাবসায় সফল হতে পারে কারন ফরেক্স ব্যবসা সম্পুর্ন অনলানভিত্তিক হওয়ায় ঘরে বসেই করা যায় বলে ফরেক্সে নারী পুরুষ ভেদাভেদ নেই বরং নারীরা প্রাকৃতিক ভাবে ধৈর্য্যশীল হওয়ায় ফরেক্সের জন্য সহায়ক সর্বোপরি নারীদের জন্যও ফরেক্স বেশ সহায়ক ।
-
প্রযুক্তি যে ভাবে সামনের দিকে আগচ্ছে সে ক্ষেত্রে নারীরা ফরেক্স করতে পারে , আমার মতে অনকে নারী আছে ফরেক্স এ তারা কাজ করছে এবং সংসারে পাশা-পাশি তারা ফরেক্স শিখছে । ফরেক্স নারাীদের জন্য অনকে গুরুপ্তপূর্ণ ভুতিকা রাখতে পারে ।
-
প্রযুক্তি যে ভাবে সামনের দিকে আগচ্ছে
সে ক্ষেত্রে নারীরা ফরেক্স করতে পারে ,
আমার মতে অনকে নারী আছে ফরেক্স এ
তারা কাজ করছে এবং সংসারে পাশা-
পাশি তারা ফরেক্স শিখছে । ফরেক্স
নারাীদের জন্য অনকে গুরুপ্তপূর্ণ ভুতিকা
রাখতে পারে ।
-
আমার মনে হয় আমাদের দেশর মহিলাদের জন্য এই ফরেক্স ব্যবসা অত্যান্ত আবশ্যকিয় কারন আমাদের দেশের মহিলারা বেশির ভাগ সময়ই ঘরের ভিতর কাটিয়ে থাকেন এবং এই ব্যবসা নিশ্চিন্তে ঘরে বসেই পরিচালনা করা সম্ভব এবং আমার আরও মনে হয় যে মহিলারা ফরেক্স ট্রেড করার মধ্য দিয়ে তারা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে।
-
হা,ফরেক্স নারীদের জন্য অনেক সহায়ক,নারীরা ফরেক্স করে অনেক উন্নিতি করতে পারে।নারীরা ফরেক্স করার মাধম্মে নিজের ও পরিবারের চেহারা পরিবরতন করে দিতে পারে ।তাছারা এখন প্রায় অনেক নারী ফরেক্স করতেছে,এবং অনেক উন্নিতি করতেছে।আশা করি নারীরা আরও উন্নিতি করতে পারি।
-
বর্তমান বয়স ওয়েব এবং ওয়েবে সময়। বর্তমানে একটি দুর্দান্ত কাজ বাড়িতে বসে থাকা সম্ভব should বৈদেশিক মুদ্রার একইভাবে ক্ষেত্র এবং ঘরে বসে বসে অনলাইনে আয় করা যায় সাধারণভাবে বেতন salary আরও কি, আমি মনে করি এটি মহিলাদের জন্য একটি দরকারী ব্যবসা। সকলেই আদান-প্রদান করতে পারে যাতে মহিলারা তাদের প্রয়োজনমুক্ত সুযোগটি ফরেক্স এক্সচেঞ্জের মাধ্যমে নিজেকে স্বাধীন করতে পারেন।
-
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা ও ধারণা হলো নারীরাই ফরেক্স মার্কেটে ভালো আয় করতে পারবে৷নারীদের কিছু বিশেষ গুণের কারণে এটা সম্ভব৷পুরুষের তুলনায় নারীদের ডলারের/টাকার প্রতি গুরুত্ব বা যত্ন বেশি থাকে,তাদের মাথা অনক ঠান্ডা ধীর স্হির থাকে,তারা অনেক ধৈর্য্যশীল৷তারা অল্প প্রফিটেই খুশি থাকে৷ নারীদের জন্য ফরেক্স খুবই সহায়ক কারণ ফরেক্স মার্কেট এ নারীরা ঘরে বসেই, সকল কাজের পাশাপাশি অর্থাৎ ঘরের সকল কাজ করার সাথে সাথে একটু সময় করে ফরেক্স এর ব্যবসা খুব সহজেই করতে পারেন। কারণ ফরেক্স ট্রেডিং এমন কাজ না যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাজ করতে হবে। আর ফরেক্স হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ।
-
বর্তমান সময়ে নারীরাও কিন্তু পুরুষের পাশাপাশি ঘরের বাইরে কাজ করছে। এবং তারা শিক্ষার দিক দিয়েও এগিয়ে আছে। তাই নারীরা যদি চায় তাহলে তারা এটা ঘরের বাইরে না গিয়ে নিজের বাসায় বসেই করতে পারেন। ফরেক্স একটা উন্মুক্ত ব্যাবসা। এখানে সবাই ট্রেড করতে পারে। নারীরা এখন সব দিক থেকেই অনেক এগিয়ে গেছে। তথ্যপ্রযুক্তির যুগে সবার হাতেই একটা স্মার্টফোন আর ইন্টারনেট আছেই। নারীরা যারা বাসায় সময় কাটায় তারা ইচ্ছা করলেই ফরেক্সে সময় দিতে পারে। এটাকে তাদের আয়ের একটা সোর্স হিসেবে নিতে পারে। এতে করে তারা নিজেদের স্বাবলম্বি করতে পারবে ।
-
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস করতে শুদুমাত্র মোবাইল এবং ইন্টারনেট প্রয়োজন,তাই ফরেক্স বিজিনেস সবার জন্য সহায়ক,নারীদের জন্য ফরেক্স একটি ভালো ইনকাম এর পথ,এই বিজিনেস করে তারা তাদের অবসর সময় ভালো ইনকাম করতে পারে,যা তাদের পারিবারিক উপকার হতে পারে,ফরেক্স নারী দের জন্য বেশি সহায়ক আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক মানের অনলাইন ব্যবসা এবং স্বাধীন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে নারী অথবা পুরুষ এদের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ নাই । যেকোনো পেশার মানুষ এবং যেকোনো শ্রেণীর মানুষ একাউন্ট খুলে কাজ করতে পারবে । নারীদের কথা বলতে গেলে তারা তাদের সাংসারিক সকল কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করলে তারা একটা ভালো অর্থ উপার্জনের মাধ্যম খুঁজে পাবে । তাই নারীদের জন্য এই ফরেক্স মার্কেট একটা সম্ভাবনাময় ব্যবসা,,,, ধন্যবাদ ।