-
মনে রাখতে হবে ফরেক্সে শুধু লাভ নয় লসও হয়।তাই লোভে পড়ে বেশী লাভের আশায় বেশী রিস্ক নিয়ে ট্রেড না করাই ভালো। বিশেষ করে যারা নতুন তাদের অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে তাহলে অনেকদিন টিকে থাকার সম্ভাবনা থাকবে। আর টিকে থাকতে পারলেই সার্থক। তাই অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভালে।বিশেষ করে যারা আমরা নতুন সকলেই চেস্টা করবো।
-
ফরেক্স এর প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে রিস্ক কম। কারন নতুন অবস্থা সঠিক সিগ্ন্যাল বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হয় এবং তাতে দেখা যায় যে, লস বাড়তে থাকে একসময় একাউন্ট জিরো হয়ে যায়। তাই আমাদের উচিত নতুন অবস্থায় ১% বা ২% রিস্ক নিয়ে ট্রেড করা উচিত। মানিম্যানেজমেন্ট হচ্ছে অন্যতম কৌশল যা দিয়ে ফরেক্স মার্কেট এ টিকে থাকবেন। আর টিকতে পারলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারবেন তাতে কোন সমস্যা হবে না। অর্থাত আমাদের লোভ আর অস্থিরতাকে যদি একটু কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ফরেক্স এর মার্কেট বেশ ভাল অবস্থানে যেতে পারবো।
-
আমিও তাই মনে করি। আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং এ মানিম্যনেজমেন্ট মেনে অল্প রিস্ক নিয়ে ট্রেড করা। আর এজন্য আমাদের করতে হবে লং টাইম ট্রেড তাহলে যেমন লসের ঝুঁকি কম থাকে তেমনি ভালো প্রফিটও পাওয়া সম্ভব। তাই আমি মনে করি প্রতিটি ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটে কম রিস্ক নিয়ে ট্রেড করা। তাহলে অবশ্যই সকলেই এখানে সফল হতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে টিকে থাকতে পারলে লাভ হবেই। আর টিকে থাকতে হলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে অনেক সময় একাউন্ট শুন্য হতে পারে।তাই আমি মনে করি অল্প রিস্ক নিয়ে ট্রেড করা সব থেকে উত্তম।
-
যেকোন ব্যবসার স্তাহেই রিস্ক ব্যপার টা জড়িত আছে। ব্যবসায়ে রিস্ক না নিলে এগিয়ে যাওয়া যাবে না। এগুলো হলো ব্যবসায়ের দুরদর্শীতা। একটি দূরদর্শী সিদ্ধান্তই আপনার ব্যবসায়ের চেহারা পালটে দেবে। তবে রিস্ক নিতে হলেও একটু ভেবে চিনতে নিতে হবে। ফরেক্সে প্রতি পদে পদে রিস্কের ব্যপার রয়েছে। এখানে ট্রেড করতে হলে আপনাকে সতর্কতার সাথে অল্প রিস্ক নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে সব সময় চেষ্টা করতে হবে ঝুঁকি কম নিয়ে ট্রেড করার। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী মূলধনের সর্বোচ্চ 10% থেকে 15% ঝুঁকি নিয়ে ট্রেড করা যাবে। অর্থাৎ আপনার ব্যালেন্স যদি 100 ডলার হয় তাহলে আপনি সর্বোচ্চ 10 থেকে 15 লট নিয়ে ট্রেড করতে পারেন। এই ক্ষেত্রে ঝুঁকিটাও কম থাকবে। কিন্তু আপনি যখনই ঝুঁকি বেশি নিয়ে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করবেন তখন মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে আপনার ব্যালেন্স 0 হয়েও যেতে পারে। তাই ঝুঁকি কম নিয়ে ট্রেড করাটা খুবই জরুরী।
-
আমি যখন ফরেক্স শিখেছি তো আমি একটি প্রতিষ্ঠান থেকে ফরেক্স সম্পর্কে শিখেছি তো সেখানে আমদের শিক্ষক আমদের যে পরি মান রিস্ক নিতে বলেছেন তার অনুপাত হলো ২.১ মানে আপনি যদি লাভ করেন তো আপনি যা লাভ করবেন তার থেকে অর্ধেক লস করবেন এটিই হলো সবচাইতে ভাল ।
-
ফরেক্সে টিকে থাকার একমাত্র উপায় হোল অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা অল্প রিস্ক নিয়ে আমরা যদি ট্রেড করি তাহলে লস কম হবে এমনকি ভালভাবেও ফরেক্স ট্রেডিং শেখা হবে আর আমরা প্রতি ট্রেডেই যদি লস করি তাহলেত ফরেক্স করা না করা সমান এজন্ন আমাদের ফরেক্স ট্রেডিং শম্মন্ধে অনেক দক্ষতা অরজন করতে হবে আমরা অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লসের চাইতে লাভের পরিমান বেশি হবে।
-
জী জ্যা ফরেক্স করতে হলে আপনাকে অল্প রিস্ক নিয়ে করতে হবে,আমি আমার ট্রেড এ ২% রিস্ক নিয়ে থাকি,বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে ব্যালেন্স শূন্য হওয়ার আশংকা থাকে,কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডার বেশিব রিস্ক নিয়ে ট্রেড করে লস স্বীকার হয়ে থাকে,তাই অল্প রিস্ক এ বিজিনেস করুন।
-
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। যেখানে লাভ এর চাইতে লোকসানের পরিমাণটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে ট্রেড করা যাবে না। ফরেক্স কি তা সম্পর্কে আগে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ আমি এটাও বিশ্বাস করি যে ঝুঁকি নিলে ভালো ফলাফল পাওয়া যায়।কিন্তু আমি যদি সেই বিষয়ে কোন কিছু না জানি তাহলে ঝুঁকি নিয়ে আমার লাভের চেয়ে লোকসানের পরিমাণটা বেশি হবে। কাজেই যতোটুকু রিস্ক নেয়া যায় ততটুকু নেয়াই উত্তম। মনে রাখবেন ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। এই মার্কেটে টিকে থাকলে আপনি আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন। কাজেই ফরেক্স থেকে প্রফিট নয় ফরেক্স মার্কেটে টিকে থাকার অনুশীলন করুন।