তবে শুধু ইন্ডিকেটর নিয়ে বসে থাকলে হবে না ট্রেডিং বা ভালোভাবে সিদ্ধ হবে কি কি ট্রেনিং ঠিকমতো না শিখলে ইন্ডিকেটর কোন কাজে লাগবে না অনেকে মনে করে ফ্রি ট্রেডিং করতে এসে ইন্ডিকেটর ইউজ করে আমরা রেডিং শিখে ফেলবো কিন্তু সেটা ভুল
Printable View
তবে শুধু ইন্ডিকেটর নিয়ে বসে থাকলে হবে না ট্রেডিং বা ভালোভাবে সিদ্ধ হবে কি কি ট্রেনিং ঠিকমতো না শিখলে ইন্ডিকেটর কোন কাজে লাগবে না অনেকে মনে করে ফ্রি ট্রেডিং করতে এসে ইন্ডিকেটর ইউজ করে আমরা রেডিং শিখে ফেলবো কিন্তু সেটা ভুল
ক্রিকেটের সব সময় সঠিক সিদ্ধান্ত দিবে না ঠিক তেমনি ইন 2018 অনেক সময় ইন্ডিকেটর এমন কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছিল যার কারণে অনেক মানুষ হয়ে পড়েছিল তারপর থেকে ইন্ডিকেট এর উপর মানুষ গুলো আমরাও কোন ভরসা করি না
ইনডিকেটর হল কোন ট্রেড কখন ওপেন বা কখন শেষ করা যায় তার নির্দেশিকা। ইনডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারি বাজারের ভবিষ্যৎ যাত্রা। আবার অনেক ইনডিকেটর অন্য কাজ ও করে।তবে ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা যায় না। কারন ইনডিকেটর একটি মানুষের দেওয়া দিক নিদের্শশনা যা পূর্বের গতিবিধি থেকে ভবিষ্যৎ চিন্তা করেতে সাহায্য করে। এর দেখে ভবিষ্যৎ চিন্তা করলে বিপদ ঘটবেই।
ইন্ডিকেটর, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফরেক্সে এর জন্য, মুলত এটা ট্রেড করার ক্ষেত্রে খুবই জরুরি একটি বিষয়, ইন্ডিকেটর হল মুলত ট্রেড করার জন্য মার্কেটের এনালাইসিস করা। এটা থেকে বোঝা যায় পূর্বে মার্কেটের অবস্থা কি ছিল বা সামনের অবস্থা কি হতে পারে এর এক পূর্ব ধারনা বা নির্দেশনা, এইসব নির্দেশনার ওপর ভিত্তি করেই ট্রেড করতে হয়।অন্যথায় আপনি লসের সম্মুখীন হতে পারেন। এর জন্য ইন্ডিকেটর জরুরি।
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে সেই সিস্টেমকেই বোঝায় মার্কেটের মুভমেন্ট বা গতিপ্রকৃতি নির্দেশ করে থাকে। ফরেক্স মার্কেট এ এমন অনেক ইন্ডিকেটর আছে যা ফরেক্স মার্কেট এর সম্ভাব্য গতিপথ, আপ ট্রেন্ড নাকি ডাউনট্রেন্ড, মার্কেট ওভার সোল্ড নাকি ওভারবট, ট্রেন্ডলাইন শক্তিশালী নাকি দুর্বল তা নির্দেশ করে থাকে। অর্থাৎ একেকটি ইন্ডিকেটর একেক বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। তবে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডিং না করাই নিরাপদ। কারণ ইন্ডিকেটর কখনো শতভাগ সঠিক ফলাফল নির্দেশ করতে পারেনা। তাই যেকোনো সময় ভুল ইনফরমেশন এর কারণে লসে পড়া লাগতে পারে। তবে ইন্ডিকেটর থেকে প্রাপ্ত ইনফরমেশনের সাথে নিজের ট্রেডিং স্ট্রাটেজি মিলিয়ে ট্রেডিং করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব।
আমার মতে , ইন্ডিকেটর এর মাধ্যমে মার্কেট এর গতি বিধি/ মুভমেনট সম্পর্কে জানা যায়। বিগত দিনে মার্কেট কোথায় ছিল,কত উপরে চিল,কত নিচে নামছিল এ সব সম্পর্কে নির্দেশিকা দেয়। আর এই নির্দেশিকা এর মাধ্যমে ট্রেড করা হয়।
আমার জানা মতে ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটের কিছু দিক নির্দেশক রেখা, যে রেখা গুলো আপনাকে ফরেক্স মার্কেটের মুভমেন্টের ব্যাপারে সাহায্য করতে পারে। আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তাদের জন্য ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ, তবে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিকেটর সব সময় সঠিক দিক নিরদেশনা দিতে পারেনা।
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেট এর নির্দেশিকা । আপনে ইন্ডিকেটর এর মাধমে মার্কেট এ কবে আপনে মুভমেন্ট করেছিলেন তা জানতে পারেন । মার্কেট এ এখন কোন অবস্তাই আছে তা আপনে জানতে পারেন ।
ইন্ডিকেটর হলো ট্রেডের কোন পজিশনে ওপেন, ক্লোজ ইত্যাদির সম্ভাবতা নির্নয়ের অটোমেটিক একটা ইঙ্গিত।সাধারন ভাবে ইন্ডিকেটর মানে নির্দেশিকা।ট্রেড বিষয়ে বিভিন্ন রকমের নির্দেশনা পাওয়া যায়।বলিনজার ব্যান্ড,ইচিমকু ইত্যাদি হাজারো ইন্ডিকেটর রয়েছে
ফরেক্সে ইন্ডিকেটর হচ্ছে ট্রেডিং এর নির্দেশিকা । আপনি ইন্ডিকেটর এর মাধমে মার্কেট এর পূর্বের মুভমেন্ট জানতে পারেন । মার্কেট এ এখন কোন অবস্তাই আছে তা আপনে জানতে পারেন । ইন্ডিকেটর এর মাধমে মার্কেট এর গতি বিতি সম্পর্কে জানা যাই । ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর খুবই গুরুত্ব পূর্ণ একটা বিষয় ।