-
ফরেক্স মার্কেট কাজ করে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন এটা এক বারে উডিয়ে দেওয়া যাবে না । কারণ আমি এই জন্য বলতেচি এটা একটা উন্মুক্ত পেশা আপনি যে কোন সময় এই খানে কাজ করতে পারেন । তবে আমি যে ভাবে বললাম এই ভাবে কাজ করা অসম্ভব এর আগে আপনি অবশ্যই এটা সম্পর্কে ধারণা অর্জন করতে হবে । এরপর আপনি এক্সপার্ট হলে এই খানে ট্রেড করে কাজ করতে পারেন । আপনি পোস্ট করে বোনাস দিয়ে কাজ করতে পারেন।
-
ফরেক্স কারও ভাগ্য পরিবর্তন করে না বরং এটা বলতে পারেন যে ফরেক্স ভাগ্য পরিবর্তন করার যন্ত্র, ফরেক্স এর মধ্যে নিজের ভাগ্যকে নিজে থেকেই পরিবর্তন করে নিতে হবে ,কারন আমরা যদি ফরেক্স সম্পর্কে না জানি অথবা না বুঝি তাহলে বলেন ফরেক্স কি কখনও আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারত ,যদি এ রকম হত তাহলে আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হত না ,আপনা আপনি ভাবে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত ,অতএব যারা মনে করেন ফরেক্স ভাগ্য পরিবর্তন করে তারা কিন্ত ভুল করবেন ,ফরেক্স এর মধ্যে নিজের ভাগ্যকে নিজে থেকেই পরিবর্তন করে নিতে হয়।
-
অবশ্যই আমি মনে করি ফরেক্স আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে কারন ফরেক্স বেবশা এমন একটা বেবশা শেখান থেকে অনেক ইনকাম করা শম্ভাব হবে আর এর জন্য শুধু দরকার হল অভিজ্ঞতা, ধৈর্য এবং অনেক দক্ষতা আপনি যদি ফরেক্স মার্কেটে ভালো ফেবার করে তাহলে এই মার্কেট থেকে অনেক ভালো টাকা ইনকাম করা যাবে।
-
অামি মনে করি ফরেক্স করে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারব। কারণ ফরেক্স করে অনেক টাকা অায় করার সুযোগ রয়েছে। তার জন্য শুধু দরকার অভিজ্ঞাতা। অভিজ্ঞাতা অর্জন করে ফরেক্স মার্কেট থেকে আয় করে নিজে স্বাবলম্বী হবে এবং তার দেশের উন্নায়নে অবদান রাখতে পারবে।
-
আমার মনে হয় কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারেনা নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হয় তবে ভাগ্য পরিবর্তন করতে হলে কোন না কোন মাধ্যমের প্রয়োজন হয় আর নিজের কঠোর পরিশ্রম করতে হয় তাহলেই নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। আমার কাছে মনে হয় ফরেক্স ভাগ্য পরিবর্তন করার সহজ একটা মাধ্যম শুধু সঠিক প্রোয়োগ করতে হবে।
-
ফরেক্সের জগতটা আসলে সত্যিই অনেক বড় এখানে প্রতিনিয়ত টাকা উড়তে থাকে আর এই টাকা ধরতে কেবলমাত্র চাই একটি শক্তিশালি ট্রেডিং কেৌশল,দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পান্য একটি হাত।আর যে এই সকল বিষয়গুলো পুরোপুরি ভাবে আয়েত্ব করতে পারবে সে অবশ্যই এই মার্কেটের মাধ্যমে তার অর্থনৈত্তিক অবস্থার বিরাট পরিবর্তন করতে পারবে অর্থাত সে তার ভাগ্যের সফল পরিবর্তন করতে সক্ষম হবে।
-
আমরা সবাই রােজগার করতে চাই।আর তা যদি হয় ফরেক্স বিজনেস দিয়ে।আপনি যদি প্রচুর আয়করতে চান তাহলে তো কথাই নাই।আমরা মুসলমান আমরা ভাজ্ঞকে বিশ্বাস করি। তবে ভাজ্ঞকে কর্ম ওক্ষতা এবং পরিশ্রম দিয়ে পরির্বতন করতে হবে।ফরেক্স কে কাজে লাগিয়ে যদি কেহ ভাজ্ঞকে পরিবর্তন করতে চায় তাহলে ভালাে কথা।তাই আমার মনে হয় অভিজ্ঞতা, একাগ্রতা এবং ধৈর্য সহকারে ট্রেড করলে ভাগ্যে থাকলে প্রফিট আসতে পারে। তাই আমাদেরকে ভালো করে ফরেক্স শিখতে হবে তাহলেই আমরা আমাদের ভাজ্ঞ পরিবর্তন করতে পারবো।ধন্যবাদ
-
যদের ফরেক্স এর ঞান আছে তারা অবস্যয় তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে এই মার্কেট থেকে । ফরেক্স নিজে কারও ভাগ্য পরিবর্তন করবে না নিজে ফরেক্স মার্কেটে এসে ভাগ্যকে পরিবর্তন করে নিতে হবে আমাদের । ফরেক্স মার্কেট থেকে অনেকের ভাগ্য পরিবর্তন করা সম্ভব তবে আমাদের ফরেক্স স্পর্কে ভালোভাবে জানতে হবে ।
-
হ্যা এর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। এর জন্য প্রয়োজন ধৈর্য আর জ্ঞান। ফরেক্স করতে হলে আপনাকে এ বিষয়ে প্রচুর জানতে হবে। আর কখনও লোভ করা যাবে না। তাহলে আপনি সফল হতে পারবেন।
-
ফরেক্স করে অনেকে তার ভাগ্য পরিবরতন করছে বা ফরেক্স করে ভাগ্য পরিবরতন করা জায় ফরেক্স করে যেহেতু অনেক টাকা আয় করা জায় তাই সেই কাজ করে অবশ্যই ভাগ্য পরিবরতন করা সম্ভব তাই ফরেক্স করে নিজের ভাগ্য কে পরিবরতন করে নেয়া জায় এটা সত্য কথা ।