-
ভাল ট্রেডার বলতে আমরা বুঝি যে ফরেক্সের যাবতীয় নিয়ম মেনে ট্রেড করে । আর নিয়ম মেনে ট্রেড করে বলেই একজন ভাল ট্রেডার ফরেক্স থেকে প্রফিট লাভ করে থাকে । সে ফরেক্স মার্কেট সম্পর্কে যাবতীয় জ্ঞান নিয়ে, বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে দক্ষতা অর্জন করে থাকে এবং সঠিকভাবে মার্কেট আনালাইসিস করে তারপর ট্রেড দিয়ে থাকে । তাই একজন ভাল ট্রেডার ফরেক্স মার্কেট থেকে সহজেই অনেক বেশি প্রফিট লাভ করে থাকে ।
-
ভাল ট্রেডাররা কিভাবে প্রফিট করে ? আমি তো প্রাই প্রফিট করি তাহলে কি আমি একজন ভালো ট্রেডার। আপনারা কি মনে করেন। আপনারা কামন
প্রফিট করেন। ভালো কোন প্রফিট করার পদ্ধতি আছে। আপনারা কোন পদ্ধতিতে ট্রেড করেন। আমি কোন পদ্ধতি ব্যবহার করি না।
-
ফরেক্স মারকেটে একজন ভাল ফরেক্স ট্রেডার ফরক্স মারকেটে ট্রেড করে অনেক কিছু জেনে সুনে অনেক কিছু দেখে সুনে একটি ট্রেড করে ফরেক্স মারকেটে ভাল ফরেক্স ট্রেডার প্রফিট করতে পারে তাদের ভাল অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স মারকেটে ট্রেড করে প্রফিট করে ।
-
ভাল ট্রেডাররা প্রফিট করা জন্য বিভিন্ন কিছু করে থাকেন এবং সারা দিন ফরেক্স এর সাথে লেগে থাকেন। তারা প্রফিট করা জন্য বেশি বেশি ফরেক্স সম্পর্কে জাতে চেস্টা করে ফরেক্স সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করে ভুর ট্রেড কম দেয় যে ট্রেডটা দেয় সেটা ভাল ভাবে দেখে শুনে তারপর ট্রেড দেয়। টেক প্রফিত এগুলো সম্পুন্ন ক্লিয়ার ভাবে জেনে তারপর ট্রেড করে।
-
ভালো ট্রেডারদের নির্দিষ্ট কোন স্ট্রাটেজি অবশ্যই থাকে, এবং শুধুমাত্র নির্দিষ্ট কোনস্ট্রটেজি ও সঠিক সময় এলে টিপি ও এস এল ব্যবহার করে তার পর ট্রেড অন করে। ফলে মার্কেটে কোন প্রভাব পড়লেও তা লস হয় না বা হলেও তা সহজে পুষিয়ে নেয়া যায়। একজন ভালো ট্রেডার ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জেনে ট্রেড ধরে ভালো ট্রেডাররা যখনই কোন ট্রেড করে তখনই ভেবে চিন্তে তারপর করে।তারা সসব সময় ট্র্রেড ও করে না।কিন্তু সব সময় মার্কেট এ্যানালাইসিস করে।কখন কোন ট্রেড কিভাবে মুভমেন্ট করে সেটা তারা লক্ষ্য করে।
-
আমি মনে করি ভাল ট্রেডাররা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে এবং লোভকে যথাসম্ভব কন্ট্রোলে রেখে ফরেক্সের সমস্ত নিয়ম কানুন যথাসম্ভব মেনে নিয়মিত ট্রেড করেন। মার্কেট যেমনই হোক না কেন ,ট্রেন্ড বুঝে এ্যান্ট্রি দেয়ার চেষ্টা করেন। মার্কেট যত খারাপই যাক না কেন নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ,নির্দিষ্ট টার্গেট বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত সময় তারা ট্রেড করেন, এজন্য মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট অনুসরণসহ টেক প্রফিট-স্টপ লস ব্যবহার করেন। ঐদিনের লক্ষ্য অর্জিত হলে তারা মার্কেট থেকে বের হয়ে যান এবং ট্রেড ক্লোজ করে দেন। এভাবেই তারা নির্দিষ্ট ছকে সামনে এগিয়ে চলেন। কোন ফাদে পা দেন না।
-
প্রফিট করা জন্য বেশি বেশি ফরেক্স সম্পর্কে জাতে চেস্টা করে ফরেক্স সম্পর্কে বেশি বেশি অভিজ্ঞতা অর্জন করে ভুর ট্রেড কম দেয় যে ট্রেডটা দেয় সেটা ভাল ভাবে দেখে শুনে তারপর ট্রেড দেয়। কোন ট্রেডে ব্যর্থ হলে অর্থাৎ লস করলে শুরুতেই মনে একটা হতাশা কাজ করে। তারপর আমি খোজার চেষ্টা করি ভুল টা কোথায় হলো। আমার মনে হয় কোন ট্রেডে ব্যর্থ হলে প্রথমেই ভুল খুজে বের করা উচিত।
-
দক্ষ হওয়ার জন্য তারা অনেক পরিমানে ডেমো ট্রেড করে থাকে তারা এই ডেমো করে অনেক টাকা আয় করে এবং ভাল করে অবিজ্ঞতা অর্জন করে অনেক টাকা উপার্জন করে । আর এইবভাবে বাল ট্রেডাররা অনেক প্রফিট করে থাকে।যখন তারা মার্কেটের মুভমেন্ট ধরতে পারে তখনই তারা ট্রেড করে থাকে। ভাল ট্রেডাররা কখনোই লোভ করে না। অন্যকে অনুসরন করে না। তারা নিজেস্ব কৌশল অবলম্বন করে।
-
ভালো ট্রেডার বলতে তাদেরই বোঝায় যারা নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজী মেনে চলে। তারা মানি ম্যানেজমেন্ট অবলম্বন করে। মার্কেট যাচাই বাছাই করে ট্রেড নেয় অর্থাৎ প্রতিটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করে। ভালো ট্রেডাররা প্রফিট করে কারন তারা অভিজ্ঞ। ভাল ট্রেডার হতে হলে আপনাকে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয় । আর যারা এই নির্দিষ্ট নিয়ম মেনে চলে তারাই ফরেক্সে ভাল করতে পারে ।
-
আমার তো মনে হয় ভাল ট্রেডাররা আন্দাজে কোন ট্রেড করে না। পরিকল্পনাভিত্তিক ফরেক্স সম্পর্কিত প্রতিটি বিষয় এ্যানালাইসিস করে, ট্রেন্ড লাইন বুঝে , নিয়মনীতি মেনে ট্রেড করে। অত্যন্ত ধৈর্য্যের পরিচয় দিয়ে দীর্ঘ্যদিন এখানে টিকে আছে, চেষ্টা চালিয়ে যায় অনবরত। রাতারাতি ধনী হওয়ার চিন্তা না করে ধীর গতিতে এগিয়ে যায় সফলতার দিকে।