আমার মতে ১০০-২০০ ডলার ডেমোতে দিলে ভালো শিখতে পারবেন। ডেমো একাউন্টে যত বেশি ট্রেড করবেন ততো বেশি লাভ লস সম্পর্কে বুঝতে পারবেন। কম ট্রেড করলে মার্কেটের অবস্থা বুঝতে অসুবিধা হতে পারে।
Printable View
আমার মতে ১০০-২০০ ডলার ডেমোতে দিলে ভালো শিখতে পারবেন। ডেমো একাউন্টে যত বেশি ট্রেড করবেন ততো বেশি লাভ লস সম্পর্কে বুঝতে পারবেন। কম ট্রেড করলে মার্কেটের অবস্থা বুঝতে অসুবিধা হতে পারে।
যতকম এমাউন্ট নেওয়া যায় ততই ভাল কেননা আমাদের ডিপোজিটও কিন্তু কম। যাই হোক চেষ্টা করবেন একেবারে মিনিমাম এমাউন্ট নিয়ে ট্রেড করে টিকে থাকতে। আর ট্রেড করবেন ছোট ছোট লটে। টিপি এবং স্টপও ব্যবহার করুন। আর ভাল ভাবে শিখুন কেননা আপনাকে যেতে হবে অনেক দূর।
ডেমোতে আপনি আপনার ইচ্ছা মত ডলার নিয়ে ট্রেড করনতে পারবেন না ব্রোকার হাউজ আপনাকে ৫০০০ হাজার ডলার দিবে যা দিয়ে আপনাকে ফরেক্সে ডেমো ট্রেড করতে হবে আপনি ঐ ডলার দিয়ে কেবল মাত্র ডেমোতে ট্রেড করতে পারবেন। আমি বলবো আপনি ডিমুতে ১০০ ডলার দিয়ে ট্রেড করেন। কারন ১০০ ডলার দিয়ে ট্রেড করলে আপনি রিয়েল একাউন্ট এর মত ট্রেড কোরতে পারবেন।
ফরেক্স মার্কেট এর ডিমু একাউন্ট এ আমরা বেসি টাকা ইনবেস্ট না করে অল্প টাকা ইনবেস্ট করি তাহলে ভালো হবে। আমরা যদি ডীমু একাউন্ট এ ট্রেড এর সময় ১০০ ডলার বা তার ছেয়ে কম দিয়ে ট্রেড করি। মাস শেষে আমি কত লাভ করতে পারবো। ডেমো একাউন্ডে আপনি যত বেশি ট্রেডিং করবেন তত বেশি আপনার অবিজ্ঞতা অর্জিত হবে।
ফরেক্স মার্কেট এ আমরা ফরেক্স ট্রেডিং শিখার জন্য ডেমো ট্রেড করি,সেই ডেমো একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার দারা ট্রেডিং করে ট্রেড শিখতে পারেন,এই ডলার দারা মনোযোগ সহকারে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে ভাল ট্রেডিং শিখা যায়।ডেমোতে য়াসলে আপনি যে টাকা দিয়ে শুরু করুন তা হিসাব করে ট্রেড না করলে কোন লাভ হবে না। কারন আপনি যদি হিসাব নিকাশ না করে ট্রেড করেন তাহলে অনেক লসে পরে যেতে পারেন। আপনার আকাউন্ট এ যে ব্যলেন্স থাক না কেনো তাতে আপনার ২-৫% এর বেশি রিস্ক নেয়া ঠিক না।
ফরেক্সের ডেমো ট্রেডে কত ডলার নিয়ে ট্রেড শুরু করা ভাল আসলে এটি নির্ভর করছে আপনার নিজের পছন্দের উপর নয় এটি ব্রোকার হাউজের উপর নির্ভর করছে। মাস শেষে আমি কত লাভ করতে পারবো। ডেমো একাউন্ডে আপনি যত বেশি ট্রেডিং করবেন তত বেশি আপনার অবিজ্ঞতা অর্জিত হবে।
আসলে আমার মনে হয় ফরেক্সে আপনি মনে হয় নতুন আপনি বলেছেন ফরেক্সের ডেমো ট্রেডে কত ডলার নিয়ে ট্রেড শুরু করা ভাল আসলে এটি নির্ভর করছে আপনার নিজের পছন্দের উপর নয় এটি ব্রোকার হাউজের উপর নির্ভর করছে। যেমন জনপ্রিয় ব্রোকার হাউজ ইন্সটাফরেক্স তাদের ডেমো ট্রেডারদেরকে ট্রেড করার জন্য সবোচ্চ ৫,০০০ ভাচুয়াল ডলার দিয়ে থাকে।
আমার মতে ডেমোতে অল্প টাকা নিয়েই ট্রেড করা ভাল। কারণ আপনি যখন রিয়েল ট্রেড করবেন তখন কিন্তু অল্প টাকা দিয়েই শুরু করবেন অতএব সে হিসাবের উপর বিবেচনা করেই ভার্চুয়াল টাকা নেওয়া উচিত। কারণ যত অল্প টাকা দিয়ে ট্রেডিং কৌশল পরিচালনা করতে শিখবেন তত বেশি আপনার জ্ঞান অভিজ্ঞতা অর্জনে বৃদ্ধি পাবে। এছাড়া খুব সহজেই নিজের লোভকে ও ওভার ট্রেডিং সম্পর্কে ধারণাকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যা আপনার রিয়েল ট্রেডের জন্য খুব সহায়ক হবে। এজন্য আমি মনে করি ডেমো ট্রেডে অল্প টাকা নিয়ে ট্রেড করা খুবই ভাল একটা কাজ হবে।
সত্য বলে দেওয়া, আমার ধারণা আপনি ফরেক্সে নতুন। আপনি বলেছেন যে একটি ফরেক্স ডেমো এক্সচেঞ্জের সাথে বিনিময় শুরু করা আরও স্মার্ট। বিখ্যাত ফিনান্সিয়র হাউস ইন্সটাফরেক্স উদাহরণস্বরূপ, তাদের ডেমো বণিকদের বিনিময় করতে ভার্চুয়াল ডলারে 5000 ডলার সীমা সরবরাহ করে।
যখন ডেমো তে ট্রেড করে শিখতে চাইবেন তখন মনে করবেন ঐ টাই আপনার রিয়েল একাউন্ট৷ভার্চুয়া ডিপোজিট করবেন কম করে যেমন ১০০ বা ২০০ ডলার ৷ মনে করবেন এই পুজিঁটাও আপনার পকেটের টাকা ৷ এই টাকা দিয়ে কষ্ট করে প্রফিট তৈরি করতে হবে ৷ তাই এই ভার্টুয়াল ডিপোজিটকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ৷ এ ভাবে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে অভ্যস তৈরি করুন৷প্রথমে ডেমোতেই নিজেকে দক্ষ করে তুলুন৷পরে রিয়েল ট্রেডিং সহজ লাগবে৷