-
জীবনের গতি পালটানোর জন্ন আমি এই পেশা বেছে নিয়েছি। নিজেকে স্বাবলম্বী করার জন্য আর পরিবারকে হেল্প করার জন্ন আমি ফরেক্স করব। তার জন্ন আমি প্রচুর পড়াশুনা করতে রাজি আছি কারন আমি জানি একদিনে এটা শিখা জাবে না। আমি হয়ত কোটিপতি হব না কিন্তু স্বাবলম্বী হতে পারব।
-
আমি একজন ছাত্র। আমি বেকার ঘরে বসে না থেকে ফরেক্স করতেছি। ফলে আমার যে বাড়তি চাহিদা গুলো আছে সে গুলো আমি ফরেক্স থেকে আয় করে পুরন করতে পারতেছি। এতে আমার পড়াশোনার ও কোনো বেঘাত ঘটতেছে না। তাই মি ফরেক্স করতেছি।
-
এখন ফরেক্স দুনিয়ার সবচেয়ে বড় ক্যারিয়ার গড়ার আর্থিক মার্কেট । বেকার যুবকদের জন্য ফরেক্স খুব ভাল একটি মাধ্যম কারন এখানে মূলধন প্রয়োজন হয় না । আমরা চাইলে চাকরির পাশাপাশি ফরেক্স করতে পারি । এটা পৃথিবীর সবচেয়ে লাভজনক একটি ব্যবসা তাই আমরা ফরেক্স করবো ।
-
ফরেক্স এমন একটা মার্কেট প্লেস যা যে কারো জিবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে তার জন্য দরকার অনুশীলন আর পর্যাপ্ত শ্রম দেওয়া। তবে সফল হতে হলে ধৈর্য ধরে যুদ্ধ করে যেতে হবে। যদি ঠিকে থাকতে পারেন তবে আজ না হোক কাল সফল হবেনই।
-
ফরেক্স হল ঘরে বসে ইনকাম করার এক সুন্দর ব্যাবসা। এই ব্যাবসা আমরা ঘরে বসে করতে পারি আমাদের যারা বেকার তারা এই ব্যাবসা করে বেকারত্ব দুর করতে পারে,এই ব্যাবসা করে অর্থ উপার্জন করে আমরা নিজের,পরিবারের,ও দেশ এবং সমাজের উন্নতি করতে পারি।
-
ফরেক্স একটি অনলাইন কারেন্সী মার্কেট বেসড বিসনেস.ফরেক্স যেহেতু একটি বিসনেস তাই এইখানে লাভ/লস দুটি এঅছে তা জেনেও মানুষ ফরেক্স করছে কারণ ফরেক্স অনলাইন বেসড বিসনেস যার ফলে কোনো কায়িক শক্তি দরকার হয়না.ফরেক্স ফুল্ল্তিমে/পার্ত্তিমে দুইভাবেই করাযায়.স্বল্প পুজি দিয়েই এই বিসনেস শুরু করা যায়.স্টুডেন্ট এবং গৃহিনীদের ও এইটি একটি নির্ভরযোগ্য পার্ত্তিমে বিসনেস. এইসব কারণে মানুষ ফরেক্স করবে.
-
আসলে ফরেক্স কেন করব এটা যার যার একটি ব্যক্তিগত ব্যাপার । সাধারনত ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করব অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়ার জন্য । ফরেক্স মার্কেট যাতে আমাদের অর্থনৈতিক চাহিদা মেটাতে পারে সেইভাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে ।
-
এক কথাই সহজেই কেরিয়ার গরের জন্য আমরা ফরেক্স করব।ফরেক্স হল দুনিয়ার সব চায়ে বড়
মার্কেট
-
ফরেক্স কেন করবেন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার উপর । আমি মনে করি ফরেক্স মার্কেটে সবাই আসে মার্কেটে ট্রেড করার মাধ্যমে তাদের অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য । ফরেক্স মার্কেটে আমি আমি ট্রেড করি আমি আমার অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য । আমি আশা করি ফরেক্স মার্কেট আমার সেই চাহিদা মেটাতে পারবে ।
-
আমি মনেকরি ফরেক্স মার্কেটে এসে সবাই ট্রেড করে তাদের অর্থনৈতিক ভিত উন্নত করার জন্য । মুলত আমিও এই মার্কেটে এসেছি টাকা ইনকাম করার জন্যই । তবে আপনি কেন করবেন সেটা আমি সঠিকভাবে বলতে পারব না । শুধু এটুকুই বলতে পারব যে, আপনি এই মার্কেটে দক্ষ হতে পারলে অনেল টাকা ইনকাম করতে পারবেন ।