আমার প্রথম ট্রেডিং শুরু হয় প্রায় 2010 এর দিকে লাইট ফরেক্স ব্রোকারের মাধ্যমে কিন্তু তখন আমি এই ব্রোকারটা সবে মাত্র সন্ধ্যান পাইছি। এই ব্রোকারে প্রথম অবস্থায় আমি 10 ডলার বিনিয়োগ করি পরিক্ষামূলকভাবে যদিও কিছুটা লাভ হয়েছিল কিন্তু ব্রোকার থেকে তেমন এটা ভাল সাড়া না পাওয়া আমি ব্রোকার থেকে টাকা উত্তোলন করে নেই। কিছুদিন যদিও বসে ছিলাম ফরেক্স মার্কেটে কোন ট্রেড করিনি, আর যখন আমি ইন্সটাফরেক্স এর সন্ধ্যান পাই তখন এই ব্রোকার সম্পর্কে খোজ খবর নিয়ে 40 ডলার বিনিয়োগ করি। এবং এই ব্রোকার ব্যবহার করে আমি খুব সচ্ছল এদের কোন রিপোর্ট খারাপ নেই। এজন্য এই ব্রোকার আমার কাছে সবচেয়ে ভাল ব্রোকার মনে হয়। এখনও আমি এই ব্রোকারে কাজ করছি ভাল মুনাফা অর্জন করতে পারছি।