বারবার লস করার প্রধান কারন লোভ। স্টপ লস টেক প্রফিট ব্যাবহার না করা। এনালাইসিস না করে মার্কেট উপরে থাকলে বাই আর নিচে থাকলে সেল দেওয়া। নিজে না বুঝে অন্যের পরামর্শে ট্রেড করা।
Printable View
বারবার লস করার প্রধান কারন লোভ। স্টপ লস টেক প্রফিট ব্যাবহার না করা। এনালাইসিস না করে মার্কেট উপরে থাকলে বাই আর নিচে থাকলে সেল দেওয়া। নিজে না বুঝে অন্যের পরামর্শে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে আমি নতুন হওয়ায় অনেক লস করেছি। আর লসের কারন হিসেবে দেখেছি ব্যক্তিগত ধৈর্যের অভাব। মার্কেটের সঠিক মুভমেন্ট নির্নয়ে ব্যর্থতা,সঠিক মানি ম্যানেজমেন্টে ব্যর্থতা, সঠিক অ্যানালাইসিস করতে না পারা ইত্যাদি। সর্বোপরি ফরেক্স সম্পর্কে সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করতে পারিনি বলে বার বার লস করে ফেলি। তবে ভবিষ্যতে আশা করছি ভালো করতে পারবো।
ফরেক্সে শুরুর দিকে সবাই খুব বেশি লস করে। বারবার সে লসের সম্মুখীন হয়। এর পেছনে মূল কারন হল ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা না থাকায় বেশির ভাগ সময়েই ভুল ট্রেড নেয়া হয়ে পড়ে। আর ভুল ট্রেড মানেই লসের পাহাড়। মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান নাথাকায় ভুল ট্রেড নেয়ার ফলেই একজন বারবার লস করেন।
মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে আপনি বার বার লস করবেন । সেক্ষেত্রে ভাল করে মার্কেট এনালাইসিস করতে হবে। ডেমো দিয়ে প্রকটিস করে নিলে লসের পরিমান কমে যাবে , আপনি পাবেন সফলতা।
বার বার কেন লস হচ্ছে এর কারণ উদ্ধার করতে হবে। আমার একটি ট্রেড লস হওয়ার সাথে সাথে তা লিখে রাখতে হবে কেন ট্রেডটিতে আমি লস করলাম। লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। আমরা ভালোভোবে ডেমো অনুশীল না করেই রিয়েল ট্রেড শুরু করি। এছাড়াও টেকনিক্যাল ও ফান্ডম্যান্টাল এনালাইসিস না বুঝা এবং অতিরিক্ত লোভ লস করার কারণগুলোর মধ্যে অন্যতম।
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। তবে ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।
ফরেক্স এ বার বার লস করার জন্য আমেদের যে ভুল গুলো আমার কাছে দায়ী মনে হয় তা হচ্ছে বেশি লট দিয়ে ট্রেড করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি লাভ করতে চাওয়া । ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের সব সময় অল্প লট এ ট্রেড ওপেন করে অল্প অল্প করে প্রফিট অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদের কাংখিত লক্ষ্যে পৌছাতে হবে । অল্প লট এ ট্রেড ওপেন করলেও আমাদের একাউন্ট জিরো হরার সম্ভাবনা কমে যায় এবং আমরা আমাদের সে অল্প লস টা পরব্ররতীতে পুষিয়ে নিতে পারি।
ফরেক্স এ বার বার লস এর পিছনে যে অনেক গুলো কারন আছে তার মধ্যে একটি হচ্ছে কোন মানিমেনেজমেন্ট না মেনে লাগামহীন ট্রেড করা । আমাদের এলোপাথারি ভাবে ট্রেড না করে মানি মেনেজমেন্ট অনুসরন করেই ট্রেড করা উচিৎ । এতে আমরা মার্কেট এ টিকে থাকতেও পারব আবার লসের হাত থেকেও মুক্তি পাব এবং দীর্ঘদিন ধরে ট্রেড করার ফলে আমাদের নানা ধরনের অভিজ্ঞতা ও অর্জন হবে যা পরবর্তীতে আমাদের জন্য অনেক বেশি সফলতা বয়ে নিয়ে আসবে ।
একই সাথে বেশি বেশি ট্রেড করা ফরেক্স লসের একটি অন্যতম বড় কারন । অনেক সময় দেখা যায় অনেকে লস পুরন করতে গিয়ে অনেক বেশি ট্রেড একই সাথে ওপেন করে থাকে এবং পরবর্তীতে এর ভয়াবহ পরিনাম ভোগ করতে হয় । কারন অতিরিক্ত ট্রেড করে যদি ট্রেড গুলো লস এ পরে তাহলে খুব তারাতারি ইকুইটি জিরো হয়ে গিয়ে আমদের একাউন্ট জিরো হয়ে যায় এবং আমরা তখন আর কোন ট্রেড ওপেন করতে পারি না ।
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন।নির্দিস্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত কারন অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা বেশ কষ্টসাধ্য আর এটা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ভুল লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।