-
একটা ব্যবসার মূল চালিকাশক্তি হলো তার মূলধন। আর যে ব্যবসায়ের মূলধন যত বেশি তার পরিসরও তত বেশি। আবার বেশি মূলধন নিয়ে ব্যবসা করলে তার হিসাব নিকাশ, পরিচালনাও জটিল হয়। তবে ফরেক্সের ক্ষেত্রে ব্যপারটা ভিন্ন। কেননা ফরেক্স এ ভলো করতে হলে অবশ্যই সাম্যক জ্ঞান থাকার পাশাপাশি মূলধনও প্রয়োজন হয়। ফরেক্সে ভালো করতে হলে নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে নিজের লোভ কে সংযত করে এগিয়ে যেতে হবে। তবে মূলধন বেশি হলে ট্রেড করতে অনেক সুবিধা হয়। তাই ফরেক্সে ট্রেড করতে মূলধন একটু বেশি হলে ভালো হয়।
-
ফরেক্সে টিকে থাকতে হলে আগে আপনাকে যে বিষয়ের উপর নজর দিতে হবে সেট হল অভিজ্ঞতা । যে ব্যক্তির অভিজ্ঞতা যত বেশী হবে তার তত আয় বেশী হবে । বড় মূলধন আর ছোট মূলধন সেটায় কিছু আসে যায় না আমল কারণ হল দক্ষতা । দক্ষতা থাকলে ছোট মূলধন দিয়ে আস্তে আস্তে বড় হওয়া সম্ভব । সুতরাং আমি বলব আগে সেখা তারপর কাজ করা ।
-
ফরেক্স যে আপনাকে বড় অঙ্কের মুল্ধন দিয়ে শুরু করতে হবে তেমন কোন বাধ্যবাধকতা নাই, আপনি অল্প মুলধন ধন দিয়েও ফরেক্স শুরু করতে পারেন। যেমন আমি মাত্র ৩০ ডলার দিয়ে শুরু করেছিলাম। তবে হাঁ আপনি যদি বড় মুলধন নিয়ে ফরেক্স শুরু করেন তাহলে অবশ্যই আপনাকে মনে সাহস যোগাবে।
-
আমার অভিমত বড় মূলধন তখনি ব্যবসাকে টিকিয়ে রাখবে যখন আপনি ফরেক্স দক্ষতা অর্জন করবেন । এ দক্ষতা অর্জন করতে সবচেয়ে জানার বিষয় মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা থাকা । মানি ম্যানেজমেন্ট দক্ষতা না থাকলে বড় মূলধন কোন আসে না বরং বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন করে ।। তাই ফরেক্সে মানি ম্যানেজমেন্ট বিষয় জানা থাকা হল বড় মূলধন এর পরিপূরক ।
-
ভাই ফরেক্স মার্কেটে আপনার বড় মূলধন এটা বড় কথা নয়, এখানে বড় কথা হলো আপনি কিসের ভিত্তিতে, কিসের জোরে এবং কোন পদ্ধতিতে ট্রেড করছেন। তাই আপনার সিস্টেম যদি ভাল না হয় তাহলে আপনি যতই ইনভেস্ট করেন না কেন সেটা এখানে কোন কাজে আসবে না। তবে এটা কখনই অস্বীকার করবো না, কারন এখানে ভাল ইনকাম করতে হলে ভাল স্ট্রাটিজির সঙ্গে বড় মূলধণও প্রয়োজন, তানাহলে ভাল উপর্জন/ বেশি ইনকাম করা সম্ভব নয়, এবং সাথে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট থাকতে হবে।
-
আসলে যত বড় মূলধনই হোক না কেন যদি প্রপার পড়াশুনা, মানি ম্যানেজমেন্ট না ফলো করতে পারেন তাহলে আপনি হাজার বড় একাউন্ট নিয়েও কিন্তু সেফ থাকতে পারবেন না। চোখের সামনে হাজার হাজার ডলারের একাউন্ট কয়েক ঘন্টায় জিরো হতে দেখেছি। যদি ঠিকঠাক স্টাডি করে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে অল্প ব্যালেন্স নিয়েও কিন্তু ধীরে ধীরে আপনার একাউন্টটিকে অনেক বড় অবস্থানে নিয়ে যেতে পারবেন। আর যদি তা থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক আপনার একাউন্টে লিংক করিয়ে দিলেও আপনি একাউন্ট জিরো করবেনই।
-
ফরেক্সে ছোট বড় মুলধন কোন ব্যাপার না। যদি আপনি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি ছোট মুলধন দিয়েও ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং লাভবান হবেন। কিন্তু আপনি না বুঝে ট্রেড করলে বড় মুলধন নিয়েও টিকে খাকতে পারবেন না।
-
ভাই আপনি ফরেক্স মার্কেটে যে কোন মূলধন নিয়ে আসেন না কেন এখানে মূলধনের বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেটা হলো আপনার মার্কেট সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা কতটুকু। আপনি যদি এই মার্কেট সম্পর্কে ভাল মানের অভিজ্ঞ ও টেকনিক্যাল এনালাইসিস করার মত দক্ষ হতে পারেন তাহলে আপনি অল্প মূলধন দিয়েও এই মার্কেট হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর এই মার্কেটে ভাল ভাবে টিকে থাকতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো লিভারেজ, মানি ম্যনেজমেন্ট, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ও সেন্টিমেন্টাল এবং ইন্ডিকেটর ব্যবহার ইত্যাদি জ্ঞান দক্ষ হতে হবে। তাহলে আপনি অবশ্যই যে কোন মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করতে পারবেন।
-
শুধু মূলধন বেশি হলে যে আপনে ফরেক্স এ টিকে থাকবেন তা নয় ।টিকে থাকতে হলে আপনার সে বিষয় এর উপর ধারণা থাকতে হবে তা না হলে আপনি ট্রেড করেন কিভাবে ।তাই বলি ফরেক্স এ আপনার প্রয়োজন এর উপর ধারণা এবং মুলধন তাহলে আপনে ফরেক্স এ টিকে তাকতে পারবেন ।
-
ফরেক্স থেকে লাভের সর্বপ্রথম শর্ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা। এটা না মেনে এখানে যে যত বেশি ইনভেস্ট করুকনা কেন লাভের মুখ কেউ ই দেখবেনা। তবে হ্যাঁ বেশি ইনভেস্ট করতে পারলে আমরা লং টাইম ট্রেড করতে পারবো। আর লং টাইম ট্রেড করতে পারলে আমরা নিশ্চিন্ত মনে ট্রেড করতে পারবো। তখন আমাদের বেশি রিস্ক নেয়ার দরকার পরবেনা। তবে মানি মযানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার।