মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন এবং তার জন্য প্রয়োজন ভালো করে ফরেক্স শেখা।
Printable View
মানুষের কাছে কোন কিছুই কঠিন নয়।মানুষ ইচ্ছে করলেই সব কিছু খুব সহজেই করতে পারেন।আপনি যদি মনযোগ দিয়ে এটা শিখে আয়ত্ত করতে পারেন তাহলে অনেক সহজেই এখান থেকে আয় করতে পারবেন এবং তার জন্য প্রয়োজন ভালো করে ফরেক্স শেখা।
ফরেক্স ব্যাবসা অনেক কঠিন কিন্তু স্মার্ট, তাই আমাদের ফরেক্স মার্কেটের ব্যাবসা ভাল করে শিখতে হবে যাতে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি,ফরেক্স মার্কেট থেকে আমরস ভাল ইনকামের জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার সাথে সাথে ফরেক্স মার্কেটের নিউজ দেখে ফরেক্স ট্রেডিং কতে আসছি।
ফরেক্স একটি ব্যবসা এবং এতে লাভ লস আছে । এই মার্কেটে ট্রেড করতে গেসে প্রথমে সবাই লস করে থাকে । তাই বলা যায় ফরেক্স কিছুটা কঠিন তবে স্মার্ট ব্যবসা । এ জন্য শিখার কোন বিকপ্ল নেই ।আপনাকে শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । এরপর আপনাকে ডেমোতে ট্রেড করতে হবে । এখান থেকে আপনাকে মার্কেট এনালাইসিস করা শিখে মানি ম্যানেজমেন্ট করতে হবে । এভাবে সব বিষয় গুলো আয়ত্বে চলে আসলে ফরেক্স কঠিন হবে না ।
ফরেক্স হল একটি স্মার্ট বেবসা আমাদের কে এই বেবসা দিয়ে এই মার্কেট হতে ভাল করে লাভ করতে হবে তবেই আমরা পারব ফরেক্স করে আমাদের জীবন কে সুন্দর ভাবে তৈরি করতে আমি চাই সব সময় এই ফরেক্স মার্কেট এর সাথে কাজ করতে ট্যাব আমি এখানে সফল হতে পারব ।
ফরেক্স মার্কেটে পরিকল্পনা ও মানিম্যানেজমেন্ট সঠিক করে ট্রেড করলে বেশি করে ডেমো ট্রেড করলে এবং নিয়মিত এনালাইসিস করলে ফরেক্স কঠিন মনে হবে না। ফরেক্স এ প্রফিট করা খুব সহজ নয় আবার খুব কঠিন ও নয়।প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিলে আশা ছেড়ে না দিলে ফরেক্স কঠিন মনে হবে না ফরেক্স থেকে প্রফিট আয় করে লাভবান হোয়া যাবে।
প্রাথমিক অবস্থায় ফরেক্স কে অনেক কঠিন মনে হলেও আসলে ফরেক্স ততটা কঠিন নয়। আপনি যদি ঠিক মত মার্কেট এ্যানালাইসিস করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য কঠিন কিছু নয়। তাই আগে এ্যানালাইসিস শিখুন। বিশেষ করে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এ্যানালাইসিস যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে ফরেক্স আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে।
ফরেক্স একটা স্মার্ট ব্যবসা সাথে সাথে কিছুটা কঠিনও ব্যবসায় । বর্তমান বিশ্বে অনেক বেশি পরিমাণে ব্যবসায় । কিন্ত তার মধ্য থেকে স্মার্ট ব্যবসায় হিসেবে ফরেক্স স্বিকৃতি পেয়েছে । কেননা ফরেক্স থেকে আমরা অনেক কিছু ব্যবসাযের সুবিধা পায় । ফরেক্স এর মধ্য আমরা কিছু বিষয়ে নজর দিতে হবে । যেমন ফরেক্সে দিন রাত চব্বিশ ঘন্টা স্মার্ট ব্যবসা করা যায় ঘরে বসেই স্বাধীনভাবে ।
আমি এই কথাটির সাথে একমত ফরেক্স ব্যবসা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যবসা সবার জন্য নয়। এখানে যারা স্মার্ট , সময় ব্যয় করে মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ধৈর্যের সহিত পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই।আমি মনে করি ফরেক্স কঠিন ধৈর্যের ও একটি স্মার্ট ব্যবসা।
ফরেক্স ব্যাবসা সবার জন্য উন্মুক্ত হলেও ফরেক্স ব্যাবসা সবার জন্য নয়, যারা নিজের মেধা খাটিয়ে পরিশ্রম করতে পারে ফরেক্স তাদের জন্যই, ফরেক্স করতে হলে আপনাকে অবশই মেধাবী এবং প্রস্রমি হতে হবে আর এর জন্যই ফরেক্স কঠিন একটি ব্যাবসা আর এটি একটি স্মার্ট ব্যাবসা।
ফরেক্স মার্কেট কঠিন এই কথাকে আমারা না বলি। আপনি যদি ফরেক্স ভাল করে শিখতে চান আজকের আধুনিক যুগে নিজে নিজে ফরেক্স শিখতে পারবেন। আপনার শিখার সকল ইপকরণ আপনার চোখের সামনেই, আপনি শুধু কষ্ট করে গুগুলে গিয়ে চার্স দেন, আপনি কি চান সব কিছু এখানে বলা আছে এক কথায় আপনি যে ভাবে চান সে ভাই আছে।আর যখনই ফরেক্সের জ্ঞান অর্জন করে এটাকে সহজ করে নিবেন তখনই আপনার কাছে এই ব্যবসা খুবই স্মাট মনে হবে। আর যদি ভাল ভাবে না বুঝে ফরেক্স করেন তা আপনার জন্য কষ্টের কারণ হবে।