-
আমি ফরেক্স ট্রেডিং সর্বপ্রথম ২০ ডলার দিয়ে শুরু করেছিলাম। কারণ, আমি ২ মাসের মত ডেমোতে প্র্যাকটিস করার পর রিয়াল শুরু করেছিলাম আর আমি যার কাস থেকে ফরেক্স শিখি সে আমাকে কম ডলার দিয়েই শুরু করার জন্য অবহিত করে। তাই আমি তার কথা মত ২০ ডলার দিয়েই ফরেক্স ট্রেডিং শুরু করি।
-
aএ আমি যখন আসি তখন আমার প্রথম ডিপোজিট ছিল শুধু মাত্র ১০০ ডলার এই এমাউন্ট দিয়ে আমি আমার প্রথম ট্রেড শুরু করে দেই । আমি মনে করেছিলাম এই ১০০ দিয়েই আমি হয়ত ১০০০ ডলার বানিয়ে ফেলব । কিন্তু আমার তখন ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন একটা অবিজ্ঞতা ছিল না । যার কারনে আমি ঝুঁকি নিয়ে ট্রেড করতে করতে আমার ১০০ ডলার সম্পূর্ণ হারিয়ে ফে
-
ফরেক্স রিয়াল ট্রেডিং শুরু করার প্রথম ডিপোজিট ছিল ৫০ ডলার। আমি প্রথমে ৫০ ডলার অর্থাৎ ছোট এমাউন্ট নিয়েই ফরেক্সের যাত্রা শুরু করেছিলাম। আমি কিছু দিনে খুব ভাল প্রফিট করতে সক্ষম হয়েছিলাম। ধন্যবাদ
-
আমি ৬ মাস হয়েগেছে যে আমি ট্রেডিং শুরু করেছি। এরমদ্ধে আমার সর্বপ্রথম ডিপোজিট ছিল ৫০ ডলার। এই ৫০ ডলার দিয়ে আমি অনেক প্রফিট করে ছিলাম। আমি এতেই বুঝে গেছি যে, আসলেই ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম থেকে আসলেই কিছু শেখার আছে এমনকি অনেক কিছুই পাওয়ার আছে। ধন্যবাদ
-
আমি যখন ফরেক্স রিয়াল ট্রেড শুরু করলাম তখন আমি ৫০ ডলার দিয়ে রিয়াল ট্রেড আরম্ভ করেছি। কারণ, প্রথম দিকে এত টাকা আমার কাছে ছিল না বলে আমি এর বেশি ইনভেস্ট করতে পারি নি। কিন্ত আপনাদের দোয়ায় এই ৫০ ডলার দিয়ে আমি অনেক টাকা প্রফিট করে ছিলাম। ধন্যবাদ
-
আমি প্রায় দেড় বছর যাবত ফরেক্সের সাথে জরিত আছি। আমি এখানে লাইভ ট্রেড করার আগে খুব ভালো ভাবে ডেমো করেছিলাম। তার পর লাইভ একাউন্টে ৫০ ডলার ডিপোজিট করে আমি লাইভ ট্রেড শুরু করি।
-
আমার প্রথম ডিপোজিট $২৫ এর। আমি একজন begginer হিসেবে মোটামুটি ভালই আয় করেছি। প্রায় ডাবল এর কাছাকাছি।
-
আমি ফরেক্স মার্কেট এ সম্পূর্ণ ভাবে নতুন আমি এখন পর্যন্ত কোন টাকা ইনভেস্ট করি নাই।তবে আমি ডেমোতে ট্রেড করি।আমি ফরেক্স মার্কেট আসছি মাত্র ২ মাস হয়েছে আমি ফরেক্স মার্কেট ভাল অবিজ্ঞতা নেওয়ার চেস্টা করতেছি আমি যদি ভাল অবিজ্ঞতা অর্জন করতে পারি তারপর আমি ফরেক্স মার্কেট ইনভেস্ট করব এবং রিয়েল ট্রেড করে অনেক টাকা আয় করতে পারব বলে আমি আসা করি।
-
আমর ফরেক্স এ আসা পর্যন্ত আমি অনেক বার ফরেক্স এ নতুন একাউন্ট ওপেন করেছি । কিন্তু সবার মতই আমার ফরেক্স এর প্রথম একাউন্টএর কথা মনে আছে আমার ফরেক্স এর প্রথম ডিপোসিট ছিল মাত্র ৫০ ডলার আর এখন আমি আমার অনেক অর্থ এই মার্কেটে ব্যয় করেছি এবং ভাল মুনাফা করছি।
-
মইনুদ্দিন আহ্মেদ
আমি ফরেক্স সম্পরকে গত ৬ / ৭ মাস ধরে শিখছি এবং ডেমো তেরেদ করছি। এর মধ্যে আমি গত মাসে ৫০ ডলার ইনভেস্ত করে রিএল তেরেদ সুরু করি। এখন ও লাভ করতে না পারলে ও লস হই নাই। তবে রিএল তেরেদ শুরু করে আমার মনে হচ্ছে আরও বেশী করে ডেমো তেরেদ করে শিখলে ভাল হবে। কারন এখানে ভাল করতে হলে অভিজ্ঞতাটা আসল।