-
হ্যা, ফরেক্স হলো একটি মজার ও ব্যাতিক ক্যবসা।ফরেক্স ব্যবসা করতে আমার অনেক মজা লাগে।আমি প্রায় তিন মাস ধরে ফরেক্স ব্যবসা করছি তাতে আমার মনে হচ্ছে যে ফরেক্স ব্যবসা করলে মজার সাথে করা যায় এবং লাভও করা যায়।ফরেক্স ব্যবসা অনেক মজার ব্যবসা তাই আমি ফরেক্স ব্যবসাকে পেশা হিসেবে নিতে চাই।
-
হাঁ ভাই ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম ও মজার ব্যবসা। এর কারন হচ্ছে অন্যান্য ব্যবসাতে যেমন আপনাকে অনেক মোটা অংকের একটা অর্থ আপনাকে ইনভেস্ট করতে হয়, কিন্তু ফরেক্স ব্যবসায় আপনাকে এতটা করতে হচ্ছেনা। তাছাড়া আপনাকে ফরেক্স এ ব্যবসা করতে এদিক সেদিক যাওয়া লাগতেছেনা। আপনি ঘরে বশেই ট্রেডিং করতে পারতেছেন এবং আপনার পরিশ্রমও খুব কম হচ্ছে। এখানে অবচয় হওয়ার কোন কিছু নাই। তবে ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
-
হ্যাঁ ভাই,,, ফরেক্স ব্যবসা একটা ব্যতিক্রম এবং আলাদা মজার ব্যবসা । এই ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । অন্যান্য অনলাইন ব্যবসা থেকে ফরেক্স মার্কেট সম্পুর্ন আলাদা একটা ব্যবসা । এই ফরেক্স মার্কেটে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী দুই ভাবেই ট্রেড করে প্রফিট করা যায় । তারপর এই ফরেক্স ব্যবসা করতে চাইলে নগদ অর্থ ইনভেস্ট করে আবার ফরেক্স বাংলা ফোরামে কাজ করে যে পোস্টিং বোনাস পাওয়া যায় সেই অর্থ ডিপোজিট করে ও ট্রেড ওপেন করা যায় । এছাড়া ও আরো অনেক ধরনের সুবিধা এই ফরেক্স মার্কেট থেকে পাওয়া যায়,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স ব্যবসা মজার এর অনেক গুলা কারন আছে তা হলো আপনি অল্প সময়ে করতে পারছেন,বিনিয়োগ অল্প হলোও চলে,ঘরে বসে করতে পারবেন.এ কাজে আপনাকে তেমন পরিশ্রম করা লাগে না.এটি অন্য গুলার চেয়েও ব্যতিক্রম .
-
ফরেক্স এর কাজ এমনই একটি কাজ সেখানে আপনাকে হুকুম দিয়ে কেউ কোন কাজ করে না। ফলে এখানে আপনার নিজের ঘরে যে কাজ করতে হয়। এখানে যে কাজে নিজে খরচ তাকে অবশ্যই সেটা মজা হয়।এখানে কারোর বস কেউ নয় সে তো নিজের বাঁশ নিজেই যার জন্য এটা করতে সবথেকে বেশি মজা হয়।
-
ফরেক্স ট্রেডিংয়ে ব্যবসায়ীদের পক্ষে এটি গুরুত্বপূর্ণ, তারা বাজার বিশ্লেষণ করতে শিখেন। কারণ বিশ্লেষণই সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। তাদের বাজারের প্রবণতা বুঝতে হবে। মৌলিক বিশ্লেষণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ আছে। মৌলিক বিশ্লেষণকে বলা হয় সংবাদ বিশ্লেষণ। সংবাদ বিশ্লেষণগুলি সঠিকভাবে বাজারের প্রবণতা বোঝার বিষয়টি নিশ্চিত করে।
-
আসলে ফরেক্স ব্যাবসার আসল মজা হচ্ছে এখানে ট্রেড করা অনেক সহজ এবং যে কোন জায়গা থেকে একটিমাত্র ক্লিকে ট্রেড ওপেন করা যায়।তাছাড়া যে কোন কাজের পাশাপাশি করা যায় বলে এটাকে আমরা পার্ট টাইম জব হিসেবে বেছে নিতে পারি।
-
হ্যাঁ, কেবল সমাপ্তি একটি খুব ভাল এবং খুব উচ্চতর ব্যবসা, তাই আমাদের এটিতে কাজ চালিয়ে যেতে হবে এবং আমাদের এটির সাথে খুব ভালভাবে কাজ করা দরকার যাতে আমরা ভাল অর্থ এবং ফরেক্স ট্রেডিং করতে পারি। বিদেশী আদর্শ নয় তবে এটি একটি মজাদার ব্যবসা যা অনেক লোক কাজ করে
-
হ্যাঁ ফরেক্স ব্যাতিক্রম একটি ব্যাবসা যেখানে মজা,টাকা সব কিছুই পাওয়া যায়।ফরেক্সে ঠিক মতো ট্রেড করতে পারলে টাকা তো আসবেই সাথে ট্রেড করে অনেক মজা ও পাওয়া যায়।যেমন নতুন নতুন ট্রেড সম্পরকে জানা যায়।নতুন কাজ সম্পরকে জানা যায়।আমি মনে করি ফরেক্স অবস্যই বাতিক্রম অ মাজাদার ব্যাবসা।ফরেক্সে সঠিক ভাবে কাজ করতে পারলে আপনি কনো ভাবেই হারবেন না।তাই ফরেক্সের মজা থেকে কেউ দূরে যাবেন না।তাহএল আপনি অনেক কিছু হারাবেন যা কস্ট করেও খুজে পাবেন না।
-
হাঁ ভাই ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম ও মজার ব্যবস এর কারন হচ্ছে অন্যান্য ব্যবসাতে যেমন আপনাকে অনেক মোটা অংকের একটা অর্থ আপনাকে ইনভেস্ট করতে হয় কিন্তু আখানে আপনাকে এতটা করতে হচ্ছেনা। তাছাড়া আপনাকে ফরেক্স এ বিজনেস করতে এদিক সেদিক যাওয়া লাগতেছেনা আপনি ঘরে বশেই ট্রেডিং করতে পারতেছেন এবং আপনার পরিশ্রমও খুব কম হচ্ছে।