-
এখানে মূল বিষয়ে হচ্ছে যে কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট পাওয়া যাবে তার উপর নির্ভর করে ট্রেড করা। তাছাড়া আর একটি বিষয় হচ্ছে যে ফরেক্স ব্যবসা হচ্ছে ইন্টারনেট এর উপর নির্ভরশীল তাই এখানে নেটের বিষয়টাও লক্ষণীয়।আমি বেশিরভাগ সময় আমি রাতের বেলা ট্রেড করে থাকি। এবং মাঝে মাঝে সকাল এর সময়ও ট্রেড করে থাকি। মোট কথা আমি যে টুকু সময় পাই তার বেশীরভাগ সময়ই ফরেক্স এ কাজে লাগাই। রাতে নেটর গতি ভাল থাকে।
-
আমি দিনের বেলা কাজের ফাকে ট্রেড করি। মাঝে মাঝে রাতের বেলাও ট্রেড করি।
-
আমি ফরেক্স মার্কেটে তখন ট্রেড করি আমি দেখি যখন মার্কেট আমার অনুকুলে বা মার্কেট পজিশন ভাল আছে ফরেক্স মার্কেট আমার ট্রেডের অনুকুলে আছে আমি তখন ফরেক্স মারকেটে টড়েড করি এর আগে আমি কখন ফরেক্স মার্কেটে ট্রেড করি না ।
-
এখানে মূল বিষয়ে হচ্ছে যে কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট পাওয়া যাবে তার উপর নির্ভর করে ট্রেড করা। তাছাড়া আর একটি বিষয় হচ্ছে যে ফরেক্স ব্যবসা হচ্ছে ইন্টারনেট এর উপর নির্ভরশীল তাই এখানে নেটের বিষয়টাও লক্ষণীয়।আমি বেশিরভাগ সময় আমি রাতের বেলা ট্রেড করে থাকি। এবং মাঝে মাঝে সকাল এর সময়ও ট্রেড করে থাকি। মোট কথা আমি যে টুকু সময় পাই তার বেশীরভাগ সময়ই ফরেক্স এ কাজে লাগাই। রাতে নেটর গতি ভাল থাকে।
-
আমি সাধারণত দিনে ট্রেড করে থাকি কারন রাতে কারেন্সির মুভমেন্ট অনেক কম থাকে আর ট্রেন্ডও বোঝা যায় না,আমি দিনে একবার কি দুইবার চার্ট দেখে এন্ট্রি নেই।১ টার দিকে একবার ৪ টার দিকে একবার।
-
রাতেই বেশীরভাগ ট্রেড করি । এছাড়া অবসর সময় যখন পাই তখনই ট্রেড করি । আসলে আমি আমার পড়াশুনার পাশাপাশি যখনই সময় সময় পাই তখনি ফরেক্স এ ট্রেড করি, হোক সেটা দিনে বা রাতে, তবে আমি রাতের বেলাতেই একটু বেশি ট্রেড করে থাকি। বিশেষ করে রাত ১১ঃ৩০ এর পর। কারন এই সময়টা খুব নিরিবিলি থাকে আর ফরেক্স টা নিরিবিলি করতেই আমার ভালো লাগে।
-
ফরেক্স এ ট্রেড এর কোন সময় নেই শুধু শনিবার ও রবিবার বাদে সব সময় ফরেক্স এ ট্রেড করা যায় আমি যখন ই সময় পাই ট্রেড করি তার পর ও ফরেক্স এ কিছু কিছু সময় আসে যে টাইম ই ট্রেড করলে আপনি অন্য সব সময় থেকে অনেক বেশি লাভ করা যায় আমি সেই সময় অবশ্যই ট্রেড করি এই সময় বের করতে হলে আপনাকে ফরেক্স কে অনেক সময় দিতে হবে তবেই আপনি এমন কিছু সময় বের করতে পারবেন
-
নিজের ট্রেডিং মেথড অনুসারে মার্কেট মুভমেন্টের জন্য অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতে পারে । তাই ধৈর্য ধরে থাকতে হবে । ট্রেড করার পূর্বে অবশ্যই জানতে হবে কেন ট্রেড নিব । ট্রেড থেকে কতটুকু আশা করতে পারি ।
-
আমি ফরেক্স মার্কেটে সবসময় ফরেক্স মার্কেটে ট্রেড করি না কারন ফরেক্স মার্কেটে সবসময় ট্রেড করলে লাভ করা বা প্রফিট করা জায় না তাই দরকার ফরেক্স ট্রেড করার জন্য ভালো একটি সময় বেছে নিতে হবে তাহলে ফরেক্স করা যাবে ।
-
আমি কখন ট্রেড করি বা কখন ট্রেড করব তার কোন ধরাবাধা সময় নেই । আমি মার্কেট এনালাইসিস করি আর যতটা সম্ভব মার্কেট এর মুভমেন্ট এর দিকে চোখ রাখি আর যখন সুযোগ আসে তখন মার্কেট এ ট্রেড করি । তবে হ্যাঁ আমি আগে নিউজ ক্যালেন্ডার দেখে নিই যে সামনে কোন নিউজ আছে কিনা । যদি নিউজ থাকে তাহলে নিউজ পাবলিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি । বিশেষ করে হাই ইম্প্যাক্ট নিউজ গুলো মার্কেটে অনেক বড় প্রভাব ফেলে তাই আমি এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রেড করতে চাই ।