-
সবাই যেমন এক রকন না, তেমনি ফরেক্স সবার জন্য না। যাদের ধৈর্য আছে, ফরেক্স বিষয়ে অভিজ্ঞ তারা ফরেক্সে খুব ভাল করবে। যারা ধৈর্য ধরতে পারে না, যাদের আবেগ বেশি তারা খুব তারাতারি ফরেক্সে লস করবে। ধৈর্য আর অভিজ্ঞতা ফরেক্সে কাজ করার জন্য খুব বড় ভূমিকা পালন করে। সবাই ফরেক্স ট্রেড করতে পারবেন । কারন ফরেক্স একটি স্বাধীন ও মুক্ত পেশা । এই ফরেক্স ব্যাবসায় কোন প্রকার প্রাতিস্ঠানি ও শিক্ষাগত সার্টিফিকেট এর দরকার নেই, ধনী, গরীব, কৃষক, শ্রমিক, ছাত্র , শিক্ষক সবাই ফরেক্স ট্রেড করে অর্থ উপার্জন করতে পারেন ।
-
সবাই বিজনেস করতে পারে না কারণ বিজনেস করতে হলে তাকে আগে জানতে হবে সেই বিজনেস সম্পর্কে এবং ওই বিজনেস কিভাবে সে করবে সেই বিষয়ে তাকে ভালো-মন্দ ভাবে যাচাই বাছাই করতে হবে এবং সে হিসেবে তাকে বিজনেস করার পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে পদক্ষেপ নিলে তার বিজনেস সফলভাবে অর্জন করতে পারবে সেটাই হলো মূলত বিজনেস।
-
হ্যা, সবাই ফরেক্স ট্রেড করতে পারবেন । কারন ফরেক্স একটি স্বাধীন ও মুক্ত পেশা । এই ফরেক্স ব্যাবসায় কোন প্রকার প্রাতিস্ঠানি ও শিক্ষাগত সার্টিফিকেট এর দরকার নেই, ধনী, গরীব, কৃষক, শ্রমিক, ছাত্র , শিক্ষক সবাই ফরেক্স ট্রেড করে অর্থ উপার্জন করতে পারেন । এই ব্যবসাটা আসলে অনেক রুচিশীল ও উন্নত পর্যায়ের ব্যবসা। এখানে ব্যবসা করতে হলে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হয়, এ্যানালাইসিস করতে হয় কেননা এখানে দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে আপনার মুনাফা নির্ধারণ হয়ে থাকে, তবে এই ব্যবসাতে অনেক মজা আছে। তাই সবাই এই বিজনেজ করতে পারবেন।
-
আমার মতে, আসলে ফরেক্স হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ ফরেক্স মার্কেটে অনলাইনের সুবাদে আমরা অতি খুচরা দরে ফরেন কারেন্সী ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷ শিক্ষিত যে কেউই পারবেন৷শুধু প্রয়োজন আপনার দৃঢ়তা, মনোযোগ, ধৈর্য্য,নির্লোভ মন-মানষিকতা৷
-
আমার মতে, সবাই ফরেক্স ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবে তবে অনভিজ্ঞ দের অভিজ্ঞ হতে হবে। এ কাজ ঘরে বসে অনলিনে করা যায়।এজন্য দরকার একটি পিসি এবং ইন্টারনেট লাইন। এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি বা একটা সফল নির্ভরতা। দক্ষতার ওপর নিরভর করবে সবাই এই কাজ করতে পারবে কিনা।
-
আমার মতে ফরেক্স বিজনেস সবাই করতে পারবে এটা দিয়ে জীবনে উন্নতী করা সম্ভব।যদি এই বিজনেস এর পিছনে সময় ব্যায় করে এবং কঠোর পরিশ্রমী হতে হবে। ফরেক্স ব্যাবসা করতে গেলে অনভিজ্ঞদের অভিজ্ঞ হতে হবে তাহলে সফলতা লাভ করা সম্ভব।এই কাজে একটু চেষ্টা করে শেখা পরিশ্রমী ও ধৈয্যশীল হলে জীবনে উন্নতী করা সম্ভব হবে।
-
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস সবার জন্য উন্মুক্ত,সবাই এই বিজিনেস করতে পারবে কিন্তু সবাই এই বিজিনেস এ টিকে থাকতে পারবেনা,ফরেক্স বিজিনেস তাদের জন্য যারা ফরেক্স নিয়ে স্ট্যাডি করতে প্রস্তুত,আপনি যদি ফরেক্স নিয়ে স্ট্যাডি করতে পারেন তাহলে এই বিজিনেস আপনার জন্য প্রযোজ্য।
-
কারণ ফরেক্স ব্যবসা বুঝা অনেক কঠিন। এই ব্যবসায় সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই ফরেক্স ব্যবসা করতে হলে আগে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। তাই সবাই ফরেক্স ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবে। তবে অনভিজ্ঞ দের অভিজ্ঞ হতে হবে। কারণ ফরেক্স ব্যবসা বুঝা অনেক কঠিন। এই ব্যবসায় সামান্য কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে।
-
ফরেক্স বিজনেস সবার জন্য। সবাই ফরেক্স বিজনেস করতে পারবে, তবে এর জন্য ভালো করে 3/6 মাস কমপক্ষে শুধু ডেমো ট্রেডই করতে হবে। আগে forex বিষয়ে জানতে হবে তার পর কাজ করতে হবে তাহলে ভাল ট্রেড করা যাবে তাসারা ভাল ট্রেড করা যাবে না। আর ফরেক্স বিজনেস করতে হলে আগে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। আর এই বিজনেসে লোভ করা যাবে না।কিন্তু যারা নতুন ট্রেডার ফরেক্স এ এসে দ্রুত উন্নতি করতে চায় এবং ফরেক্স এর নিয়ম না মেনে এলমেলো ট্রেড করে তাদের জিন্য ফরেক্স ট্রেডিং নয়।
-
যে কেউ ফরেক্স ট্রেড করতে পারবে কিন্তু যে কেউ ফরেক্স ট্রেড করতে পারবে না। বুদ্ধিমানরা বিষয়টি ঠিকই বুঝতে পেরেছেন। ফরেক্স এমন একটা ট্রেড যেখানে শুধু অর্থ থাকলেই লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য মুদ্রাবাজার সম্পর্কে প্রচুর জ্ঞান থাকা প্রয়োজন আর তার পাশাপাশি প্রয়োজন প্রচুর ধৈর্যের। এ দুটির কোনোটির অভাব থাকলে ফরেক্সে তিনি ফরেক্সে টিকে থাকতে পারবেন না।