আমি ব্যাক্তিগত ভাবে বলছি ট্রেড করার জন্য রাতই উপজুক্ত সময় কারন বেশির ভাগ ট্রেডার রা দিনে অন্য কাজ নিয়ে এবং পারিপার্শিক চাপে ব্যাস্ত থাকে তাই ব্যাস্ততা ও ঝামেলা মুক্ত ভাবে ট্রেড করার জন্য রাতই যোগ্য সময়। আমি মনে করি যে ফরেক্স ট্রেডার দের একএক জনের একএক কৌশলে ট্রেড করে থাকে । আমি সব সময় কম ডলার দিয়ে ট্রেড করে থাকি । কারন আমি জানি যে ফরেক্স মাকেট সম্পকে সঠিক জ্ঞান অজন করতে পারলে কম টাকা ট্রেড করেও বেশী টাকা লাভ করা যায় । এবং আমি সব সময় ধৈয্য ধারন করতে চেষ্টা করি এবং লোভ কম করে কাজ করে থাকি ।