-
এ্যাকাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ হলো মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে মেনে না চলা। ব্যালেন্স জিরো হবার কারণ আমরা হয়ত একেক জন এক একটি বললে পারি তবে সব কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় একটিই মাত্র কারণ। তাহলো ক্যাপিটাল অনুযায়ী মানি ম্যানেজমেন্টের সঠিক ব্যবহার না করা। ক্যাপিটাল হিসাবে কত লটে ট্রেড নেয়া উচিত, সর্বোচ্চ কতটা এ্যান্ট্রি নেয়া উচিত,কত রিক্সে স্টপ লস সেট করা উচিত,সর্বোচ্চ কত টার্গেট হওয়া উচিত,টার্গেট অর্জিত হওয়ার পরে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া ইত্যাদি নিয়মগুলো মেনে চললে এ্যাকাউন্ট জিরো হওয়ার কোন কারণ নেই।
-
আমার মনে হয় এ্যাকাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ মানি ম্যানেজমেন্টের কোন তোয়াক্কা না করা। নিজের আবেগ মত ট্রেড করার কারণেই ব্যালেন্স জিরো হয়। ফরেক্স যেহেতু একটি নিয়মতান্ত্রিক ব্যবসা,নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলে তাহলে আপনাকে ফরেক্স থেকে কিছু পেতে হলে নিয়ম মেনেই ট্রেডিং করতে হবে। বিশেষ করে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যালেন্স ঠিক রাখার জন্য। কেউ যদি শুধু মানি ম্যানেজমেন্টটাই ফলো করে তাহলেও সে কমপক্ষে সহজে ক্যাপিটাল হারাবেনা। ইনশা আল্লাহ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় একাউন্ট জিরো হওয়ার জন্য অনেক কারণ রয়েছে বলে আমার ধারণা। ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন না করে ট্রেডিং করা এটি একটি মুল কারন হতে পারে। তাছাড়া চোট কাটো আরো অনেক কারণ রয়েছে।
-
একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন কোনটা ?:writer:
আমরা সকলেই জানি যে কোন কাজ থেকে আমাদের নরমালি লাভ হয়ে থাকে কিন্তু অনেক সময় আমার দেখি আমাদের একাউন্ট জিরো হয়ে য়ার কিরন দুইটি হতে পারে যথা।
১/ভুল টেডিং ২/লোভে পড়ে অতিরিক্ত টেডিং করা।:wod:
-
আমার মনে হয় একাউন্ট জিরো করার ক্ষেত্রে অনেক কারণ বিদ্যমান তবে তার মধ্য কিছু কারণ আছে যার কারণেই মূলত আমাদের একাউন্ট জিরো হয়ে থাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় ট্রেডিং প্লান এবং একটা নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি সৃষ্টি করার মাধ্যমে কিন্ত বেশিরভাগ ট্রেডারই লোভের কারণে তাদের একাউন্ট লস করে ওভার ট্রেড করার কারেণ হল অদক্ষতা তাই যত বেশি দক্ষ হওয়া যাবে তত বেশি লাভবান হওয়া যাবে*
-
একাউন্ট জিরো হবার অন্যতম কারন হিসেবে মনে করি ভেবে চিনতে না ট্রেড নিয়ে উল্টাপাল্টা ট্রেড নেয়া, একাধিক ট্রেড নেয়া, ওভার ট্রেড করা। ভেবে চিনতে ট্রেড না নিলে মার্কেট থেকে অনেক লস হতে পারে।অ্যাকাউন্ট জিরো করে তার কারণ হলো ভলিয়াম সেট করতে ভুলে যায়। আর যারা ভিভিন্ন কারণে ভিভিন্ন চিন্তা নিয়ে ট্রেড করে ভুল ট্রেডের কারণে অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করার সবচেয়ে বড়ো কারন হলো লোভ এবং ওভার ট্রেড করা । আমরা যারা নতুন অবস্থায় ট্রেড করা শুরু করি তাদের মধ্যে অনেক লাভ করতে হবে নামক লোভ বাসা বেধে থাকে এবং ঠিক তেমনিভাবে লট সাইজ বড়ো নিয়ে ডিপোজিট ব্যালেন্সের সমপরিমাণ ট্রেড ওপেন করে এবং একপর্যায়ে কোনো ট্রেড তার বিপরীতে সামান্য পিপস নেমে গেলেই সেটা আপনা আপনি লচে ক্লোজ হয়ে যায়৷। এভাবে একটি একটি করে প্রায় সব ট্রেডের সাথেই ওই ঘটনা ঘটে থাকে এবং ব্যালেন্স জিরো হয়ে যায় । তাই আমাদের সকলের উচিত মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা এবং ওভার ট্রেড করা থেকে বিরত থাকা,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স এ একাউন্ট জিরো হওয়ার অনেক ই কারন থাকে। তবে কিছু কিছু জনপ্রিয় কারনে ফরেক্স এ একাউন্ট জিরো হয়ে থাকে। সব থেকে যে কারনে ফরেক্স এ একাউন্ট জিরো হয়ে থাকে মানি ম্যানেজমেন্ট না মেনে বেশী লটে ট্রেড করা। এই কারনে বেশীই ভাগ একাউন্ট জিরো হয়ে থাকে। এছাড়া আর অনেক কারনেই একাউন্ট জিরো করে থাকেন।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে
জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে
অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী।
-
ওভার ট্রেড আমাদের একটি মারাত্মক বদ অভ্যাস। এটি আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে নিঃশ্বেস করে দিতে পারে। তাই আমাদের ওভার ট্রেড থেকে সব সময় বিরত থাকা উচিত। একজন সফল ট্রেডার সব সময় তার ওপেন ট্রেড ক্লোজ না হওয়া পর্যন্ত অন্য ট্রেড ওপেন করতে চান না।