- 
	
	
	
	
		আমাদের শহরে কোথাও কোনো ট্রেইনিং সেন্টার এখোনোও চোখে পড়েনি৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷youtube,অনলাইন ভিত্তিক কয়েকটা টিউটোরিয়াল সাইট,বাংলা ও ইংলিশ ই-বুক, বিডিপিপস,বেবীপিপস,আরো বিদেশী কয়েকটা ফোরাম থেকে ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স ট্রেইনার আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও নিয়মিত আমিও লিখছি যা অতীতে শিখেছি৷ 
 
- 
	
	
	
	
		আমরা গরে বসাই ফরেক্স সম্পরকে জান্তে পারি অ্যান্ড গরে বসাই ফরেক্স বিজনেস করতে পারি। ফোরাম পোস্ট আর মাদ্দমা আমরা ফরেক্স সম্পরকে লারনিং করতা পারে অ্যান্ড সাতে সাতে আমাদের আয় হচ্চা , যা দিয়া আমরা ট্রাডি করে অনেক লাভ অরজন করতা পারি। 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে এমন কোন জায়গা নেই যে ফরেক্স এ ট্রেনিং করা হয়। তবে আপনি ইচ্ছা করলে ডেমো ট্রেড এর মাধ্যমে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিতে পারেন। এমনকি Youtube, Forex Economic Calendar, Daily FX ইত্যাদির মা্ধ্যমেও আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে আপনি নতুন নতুন ধারনাও নিতে পারবেন এবং কৌশল, পদ্ধতি, মার্কেট এনালাইসিস ইত্যাদির বিষয়ে জ্ঞান অর্জন করেও আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		ভাই এ ব্যাপারে আমি সঠিক ভাবে কিছু বলতে পারছিনা। তবে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক ভাবে অনেক জায়গায় তাদের প্রচার কাজ এবং বিভিন্ন ভাবে ফরেক্সের কোর্স শেখানোর পদক্ষেপ নিয়েছেন বলা যায়, বিধায় আপনি তাদের কাছ থেকে অথবা ইউ টিউবের মাধ্যমে খোঁজ করতে পারলে বেশি ভাল হয়। আর এটা ছাড়াও আপনি এখানে ফোরামের বিভিন্ন সিনিয়র বড়ভাইদের যুক্তি সম্মত পোস্টগুলোর মাধ্যমে আশা করা যায় আপনি আরও বেশি ভাল শিখতে পারবেন । 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে ফরেক্স সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। তবে হ্যা আপনি যদি চেষ্টা করেন তাহলে ইন্টারনেট থেকেই অনেক কিছু শিখতে পারবেন। আমিও তাই করতাছি এবং এখন পর্যন্ত আমি অনেক কিছু শিখতে পেরেছি যা আমার ট্রেডিং এর অনেক কাজে আসতাছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারবো যা আমাকে অনেক অভিজ্ঞ করে তুলবে। 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে ফরেক্স সম্পর্কে ট্রেনিং করার জন্য কোথাও জায়গা নেই। তবে ইন্টারনেটের মাধ্যমে ফরেক্স সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের অভিজ্ঞ ও দক্ষ গুণগত মান সম্পূর্ণ ট্রেডারদের কাছ থেকে ফরেক্স সম্পর্কে পরামর্শ নিতে পারেন। আর যদি আপনার আশে পাশে ভাই বা বন্ধু কোন দক্ষ ও অভিজ্ঞ মানের ট্রেডার থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে আমাদের দেশের মধ্যে ফরেক্স এর ট্রেনিং সেন্টার একনও গড়ে ওঠেনি,তবে আমাদের দেশের মধ্যে অনেক দক্ষ ট্রেডার আছে যারা অনেক সময় প্রশিক্ষন দিয়ে থাকে,সুযোগ থাকলে উনাদের কাছে ভাল করে শিখা যায়।আর সেই সুযোগ যদি পাওয়া না যায় তাহলে চাইলে অনলাইন এর মাধ্যমে প্রশিক্ষন নেওয়া যায়।তবে হাতেনাতে ফরেক্স এর কাজ শিখা ভাল। 
 
- 
	
	
	
	
		আপনি নতুন ট্রেডার হিসাবে আপনাকে ডিমোতে ৬থেকে ৮মাস আগে প্রাক্সিস করুন। আপনি যখন আপনার ট্রেড করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কোন ভুলের জন্য আপনি লস করেছেন । এইভাবে আগে ভুলগুলি নির্বাচন করে ভুলের সমাধান করতে শিখুন। আনলাইনে বাংলা বই পাওয়া যায় সেখান থেকে বই ডাউন লোড করে নিয়ে পড়ুন। আপনি যেহেতু খুলনার কোন জায়গায় থাকেন তা লেখেন নি তাই আনপাকে প্রাক্টিক্যালি সহযোগীতা করতে পারলাম বলে দুখিত। আমি দেখেছি বয়রাতে সম্ভবত ট্রেনিং এর ব্যবস্থা আছে আপনি সেখানে যোগাযোগ করুন। তবে আপনার উচিত হবে আপনার পরিচিতি যারা ফরেক্স ভালজানে তাদের সাথে সব সময় যোগাযোগ রাখা। 
 
- 
	
	
	
	
		ভাই আপনি ফরেক্স ট্রেনিং সেন্টার আর না খুজে আজই লেগে পড়ুন ।নিজের চেষ্টায় শিখতে থাকুন ইন্টারনেটের মাধ্যমে।কারন বাংলাদেশে ফরেক্সের যে সব ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনার টাকা খরচ ছাড়া আর কিছুই হবে না। 
 
- 
	
	
	
	
		আপনি  যদি কোন ট্রেনিং সেন্টারকে টাকা দিতে চান, তাহলে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে ফরেক্স ট্রেডিং আপনি ইন্সটাফরেক্স এর ওয়েবসাইট ভান্ডার থেকে আপনি শিখে নিন। আপনি শুধু শুধু কেন ট্রেনিং সেন্টারকে ৮-১০হাজার টাকা দিবেন? কেননা আপনাকে যারা ট্রেনিং দিবে তারা হয়তো নিজেরাও ঠিকমতো ফরেক্স ট্রেডিং জানে না। যদি ট্রেডিং ভালভাবে জানত তবে তারা ট্রেডিং নিয়েই ব্যস্ত থাকতো এবং আপনাকে ৮-১০ হাজার টাকায় ট্রেনিং করাত না। ঐ ফরেক্স ট্রেডিয়ে এই ট্রেনিং পিরিয়ডটা সময়ে ব্যবহার করে সে আরো বেশি টাকা কামাতে পারত। আপনি এই ফোরাম, ইন্সটাফরেক্স ওয়েবসাইট এবং ইন্টারনেটে থেকে ফরেক্স শেখার জন্য বিভিন্নভাবে সাহায্য পাবেন।
 আপনি যদি ফরেক্স ট্রেডিং শুরু করতে চান তবে আপনাকে বলবো প্বথিবীতে টাকা সহজে আয় করা যায় না, আর সব ব্যবসার মত ফরেক্স ট্রেডিংও একটা ব্যবসা যেখানে প্ল্যান লাগে, পুজি লাগে, ধৈর্য্য লাগে, পরিশ্রম লাগবে।