-
ভুল থেকে শিখে নেয়া। ভুল থেকে শিখে নেয়া প্রতিটা মানুষের উচিত। কেননা ভুল থেকে শিখেই নিজেকে সঠিক করে গড়ে তুলতে হবে। যে মানুষ ভুল থেকে কিছুই না শিখল সে মানুষের ভবিষ্যৎ অন্ধকারের ঘনঘটায় নিমর্জিত হবে নিশ্চত। তাই আমরা ভুল শিক্ষা বর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হই।
-
ভুল থেকে শিখে নেয়া প্রতিটা মানুষের উচিত। কেননা ভুল
থেকে শিখেই নিজেকে সঠিক করে গড়ে তুলতে হবে।
যে মানুষ ভুল থেকে কিছুই না শিখল সে মানুষের ভবিষ্যৎ
অন্ধকারের ঘনঘটায় নিমর্জিত হবে নিশ্চত। তাই
আমরা ভুল শিক্ষা বর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হবে।
-
ফরেক্স মার্কেটে কম বেশি ভুল সবাই করে থাকি। নতুনদের ক্ষেত্রে ভুলটা একটু বেশি হয়। তাই ভুলগেলে হতাশ না হয়ে ভুলের কারন গুলো খুজে বের করি এবং এর থেকে শিক্ষা নিই যাতে পরবর্তীতে একই ভুল না হয়।
-
আমি মনে করি যেখানে হারিয়েছে সেখানেই খুজে যেমন হারানো সম্পদ উদ্ধার করা যায় তেমনি যেখানে ভুল করব সেখান থেকেই শিক্ষা নিয়ে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে।আর ফরেক্স যেহেতু একটি বিশাল ক্ষেত্র সেহেতু এখান থেকে ভুল খুবই স্বাভাবিক ব্যাপার।এইসব ভুলগুলো তাই ভুলে না গিয়ে সেখান থেকে শিক্ষা নিলে হয়ত সফলতা আসতে পারে।তাই ফরেক্স মার্কেটে ভুল থেকে শিক্ষা নেওয়ার ভূমিকা অপরিসীম।
-
্মানুষ মাত্রই ভুল। আর ফরেক্স ট্রেডিং করতে এসে মানুষ একটু বেশিই ভুল করে বসে। ভুল করা দোষের কিছু নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে সেটা পুষে রাখা দোষের। ফরেক্স ট্রেডিংব করতে এলে প্রতিটা পদে পদে হয়তো ভুল হবে। আমাদের ধরার চেষ্টা করতে হবে কোন জায়গায় ভুল হচ্ছে, তারপর ভুল শুধরানোর চেষ্টা করতে হবে।
-
ফরেক্স ট্রেডিংয়ের সময় আমাদের সবা্রই কম বেশি ভুল হয়ে থাকে তবে আমাদের উচিত এই ভুলথেকে শিক্ষা গ্রহন করা এবং কি কারনে ঠিক এই ধারনের ভুল হল তা মুল্যায়ন করা যাতে এরকম ভুল আর না হয়। ধন্যবাদ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার। এখানে ব্যবসা করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক জানতে হবে। ফরেক্স করতে গেলে আপনি অনেক ভুল করবেন। আপনি ভুলের কারনে অনেক লসও করবেন। আপনাকে এই ভুলের থেকেই শিক্ষা নিতে হবে। তাহলে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।
-
মানুষকে জীবনে অনেক বড় হতে হলে অনেক বাধা পেরোতে হয় । অনেক বড় বড় ভুলের মধ্যে পতিত হতে হয় । আর এই সব ভুল থেকে মানুষকে শিক্ষা নিতে হয় । যদি কেউ ভুল করার পর তা থেকে শিক্ষা না নেয় তাহলে সে কখনো জীবনে বড় হতে পারবেনা । বড় হতে হলে তাকে অবশ্যই ভুল থেকে শিক্কা নিতে হবে । জীবনে সব প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করে নিজের জিবনের সফলতা বয়ে নিয়ে আসতে হবে । আর এই সব কিছু সম্ভব মানুষকে ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে ।
-
ভুল ছাড়া জীবনে সঠিক কিছু পাওয়া কোন ক্রমে সম্ভব না। ফরেক্স এর বেলায় তা একি রকম। ফরেক্স আমরা ভাল কিছু এত তারাতারি পেতে পারি না। আমাদের কে মাজে মাজে ভুল করতে হবে সেটা স্বাভাবিক। আর এই ভুল করলে ই আমরা নিজেদেরকে সংসুধনে আনতে পারব। তাই আমি মন করি ভুল থেকে আমাদের সব শিখে নিতে হবে।
-
ফরেক্স এ ভুল করেন নি বা করেন না এই কথা বিসশাশজজ্ঞ না । এই মার্কেট কার কথায় ছলে না । তাই এই কাহ্নে ভুল হবে এবং আমাদের কে এই ভুল থেকে শিখতে হবে । ভুল আমাদের বড় শিখক যদি আমরা এই ভুল থেকে শিখতে পারি । আমদের কৌশল জাই হক ভুল থেকে আমদের শিক্তে হবে তবেই আমরা এই খান থেকে ভাল আয় করতে পারব ।