-
আমরা সবাই ফরেক্স কে ভালবাসি বলেই এই ফোরামে এসে লিখতে ছি। নতুবা কেন আমরা এখানে লিখব। আমার মতে যেকোন ব্যবসার প্রতি যদি আপনার ভালবাসা না থাকে তাহলে আপনি ঐ ব্যবসায় সফল হতে পারবেন না। যে ব্যবসাই করবেন সে ব্যবসাকে অবশ্যই আপনাকে ভালবাসতে হবে। শুধু ভালবাসলেই ব্যবসা থেকে লাভ করা যাবে না এর জন্য আপনাকে ঐ ব্যবসা সম্পর্কে ভালবাবে পড়ালেখা বা অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমি সম্পূর্ণরূপে একমত কারণ ফরেক্স আমার জন্য ছুটির দিনেও এবং বিশ্রামের সময়ও যে কোনও জায়গায় ফরেক্স ট্রেডিং চালিয়ে যাওয়ার জন্য স্বাচ্ছন্দ্য এবং সুযোগের প্রস্তাব দিয়েছিল কারণ শনি ও রবিবার ছাড়া ফরেক্স মার্কেট বা ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে। আমি যে কোনও জায়গায় নিতে পারি এমন ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম চালাতে পারি। এটি ব্যবসায়ের স্বাচ্ছন্দ্যের মধ্যে একটি যা বহু লোক চায় এবং বৈদেশিক মুদ্রার ব্যবসার সাথে সাথে আমি তখন মালিক বা তার বস bo
-
ফরেক্স আমার জীবনের স্বপ্ন। আমি ফরেক্স ব্যবসাকে মনে প্রাণে ভালোবাসি। ফরেক্স কে আমি আমার জীবনের পেশা হিসেবে নিতে চাই। ফরেক্স এমন একটি ব্যবসা যা নিমিশেই মানুষের জীবনকে ঘুরিয়ে দিতে পারে। তাই আমি ফরেক্স ব্যবসাকে ভালবাসি।
-
ফরেক্স আমার খুব ভাল লাগে আমি ফরেক্স কে খুব ভালবাসি।আমি একজন ছাএ তারপর ও আমি দিন এর মদ্ধে যত টুকু সময় পাই ফরেক্স এ কাজ করি আমি আমার সময় গুল কে কখন ও নষ্ট করি না তাছাড়া আমি ছুটির দিন প্রায় সারা দিন ফরেক্স এ কাজ করি ছুটীর দিন ফরেক্স এ কাজ করা ছাড়া আমার তেমন কোন কাজ থাকে না তাই প্রায় সারা দিন এ ফরেক্স এ থাকি আর এটা আমার কাছে খুব ভাল লাগে।
-
ফরেক্স কে কত ভালবাসি জানি না কারন ফরেক্স ট্রেডিং করে আমি ইনকাম করতে পারি তাই আমি গুরুত্ত দেই ফরেক্স ট্রেডিং কে এটা ভাল বাসা না এটা শুধু কাজ কে সম্মান করা আর কিছু না। আমি কাজ কে সম্মান করি কিন্তু ভাল বাসি না। তাই আমি ফরেক্স কে সম্মান করি কিন্তু ভালবাসি না।
-
নিঃসন্দেহে ফরেক্স একটি ভাললাগার মত ব্যাবসা যদি আপনি এটাকে ঠিকমত আয়ত্তে আনতে পারে। আর যদি ঠিকমত আয়ত্তে আনতে না পারেন তাহলে এর চেয়ে বিরক্তিকর ব্যাবসা পৃথিবীতে দ্বিতীয় কোনটি আছে কিনা আমার জানানাই। তাই শুধু ফরেক্সকে ভালোবেশে সহজ ভাবে দেখলে সেই ভালোবাসা বেশী দিন দির্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয়না। এটাকে চ্যালেন্জ হিসেবে গ্রহন করতে হবে। আর একবার দক্ষতা অর্জন করতে পরলে এখানে ভালোবাসার অভাব হবে বলে আমার মনে হয়না।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাকে আমি অনেক ভালোবাসি।কারণ ফরেক্স ব্যবসা করতে শুধুু একটা মোবাইল হলেই করা যায়।আপনি চাইলে ফরেক্স ফোরামে পোষ্ট করে পোষ্ট বোনাস দিয়েও লাভ করতে পারেন।কোন ডিপজিট ছাড়াও ফরেক্স ব্যবসা করা যায় তাই আমি ফরেক্স ব্যবসাকে অনেক বেশি ভালোবাসি।
-
সোনা আসলে পুড়েই খাটি হয়। আমার মত অনেক ফরেক্সার আছেন যারা কিনা দিনের পর দিন লস করে যাচ্ছে তবুও ফরেক্সে পরে আছে শুধুমাত্র ভালোভাবে শিখার জন্য। আমি কয়েক দিন আগেও এক লটেই ১২ ডলার লস করেছি। এখন আমি লস রিকভার করে -৬ ডলারে এনেছি। আমি ভুল থেকে শিখতে চাই। আমি যদি সব সময় লাভ ই করে যাই তাহলে আমি আসলে কিছুই বুঝবো না। লস করার ও দরকার আছে। লস করলে সতর্ক থাকা যায় যে না এর পর আর ভুল করলে চলবে না। এটাই আসলে ভালোবাসা।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেটকে আমি অনেক ভালোবাসি । আমি একটা চাকরির পাশাপাশি এই ফরেক্স মার্কেটে কাজ করে থাকি,,, তাই এই ফরেক্স মার্কেটকে আমি আমার দৈনন্দিন কাজ বলে মনে করি ,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স কে অনেক ভালবাসি।কারন আমি ফরেক্স থেকে টাকা ইনকাম করতে পারি।সবাই ফরেক্স কে ভালবাসে কিন্থু সবাই ফরেক্স থেকে টাকা ইনকাম করতে পারে না ।ফলে ফরেক্স কে আর ভালবাসতে পারে না