হ্যা আমিও আপনার সাথে একমত যারা ফরেক্সকে পার্টাইম হিসাবে নিয়েছে তারা ফুলটাইম ট্রেডারদের থেকে একটু কম লাভবান হয়। কারন ফুলটাইম ট্রেডাররা সারাক্ষণ মার্কেটে থাকে তাই তারা মার্কেটের গতিবিধি সম্পর্কে ভাল অভিজ্ঞ আর নিজের সুবিধামমত যেকোন সময় ট্রেড করতে পারে আর পক্ষান্তরে পার্টটাইম ট্রেডাররা তাদের অন্য পেশায় সময় দিতে গিয়ে অনেক সময়ে সঠিক সময়ে তাদের ট্রেড করতে পারেনা।