লাভ লস নিয়ে আমাদের ফরেক্স মার্কেট তাই আমাদের কে বেশী করে সব সময় এই মার্কেট এ ভাল করে ট্রেড করতে হবে এবং ধৈর্য নিয়ে বস্তে হবে কারন হতাশ হয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না তাই এখান হতাশ নাহয়ে আমাদের কে ট্রেড করতে হবে ।
Printable View
লাভ লস নিয়ে আমাদের ফরেক্স মার্কেট তাই আমাদের কে বেশী করে সব সময় এই মার্কেট এ ভাল করে ট্রেড করতে হবে এবং ধৈর্য নিয়ে বস্তে হবে কারন হতাশ হয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না তাই এখান হতাশ নাহয়ে আমাদের কে ট্রেড করতে হবে ।
লাভ লস সব মিলিয়েই হচ্ছে ফরেক্স বিজনেস আমি মনে করি ফরেক্স করার জন্য আমাদের সব সময় লাভ বা সব সময় লস এ রকম ধারনা থেকে দূরে থাকতে হবে আমি মনে করি আমরা চেষ্টা করলে আমাদের অবিজ্ঞতা কে বৃদ্ধি করে আমরা এই ফরেক্স মার্কেট থেকে ভাল ভাবে সফলতা লাভ করতে পারি ।
আমি মনে করি না যারা আজ লস করছেন তারা ভবিষ্যতে লাভ করতে পারবেন। ফরেক্স সম্পরকে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলে,সঠিক পথ না মানলে এখানে কোন দিন লাভ করতে পারবে না।এটি সবচেয়ে উঁচু ও সম্ভবনাময়ী পেশার মধ্যে অন্যতম। আজ লস করলে সে লস থেকে যদি শিক্ষা নিয়ে আবার ট্রেডে জাই তবেই আয় হবে।তাই সঠিক পথে এগুনো খুব গুরুত্বপূর্ণ।
আপনি ব্যবসা কেরতে যখন নামলেন তাইলে আপনাকে আগে লস এর কথাটা চিন্তা করতে হবে, কারণ আপনি লাভ এর আশা করে যদি বসে তাকেন, তাইলে আপনি আর ব্যবসা করতে পারবেনা। তাই দুইটাই মানা উচিত।
ব্যবসা করতে হলে লস কে মেনে নিতে হবে, তাছাড়া ব্যবসা সম্ভব না । তবে লস হয়ে গেলে কি কারনে লস হলো সে গুলো খুজে বের করতে হবে । পরবর্তিতে যেন একই ভুল না হয় সে দিকে খেয়াল রাখতে হবে ।
ঠিক বলেছেন ভাই কিন্তু যে ট্রেড করবে সে যদি তার টেড এর বেপারে সজাগ না থাকে তাহলে আপনি যতই বক বক করেন না কেন কোন কাজেই আসবে না। ফরেক্স এ ভুল সবাই করে এবং লস খাই আর ওইসব ভুল থেকেই সবাই শিক্ষা নেই। এই চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে তাহলেই ফরেক্স এ আপনি লাভ করতে পারবেন।
লাভ লস কে ঘিরে রয়েছে আমাদের এই ফরেক্স তাই আমি মনে করি ফরেক্স এ সর্ব প্রথম একজন ট্রেডার কে নিজেকে শক্ত ভাবে গড়ে তোলতে হবে তবেই এই মার্কেট এ আমরা সফল হতে পারব । ফরেক্স করার জন্য আমি মনে করি আমাদের কে বেশী করে এখানে অবিজ্ঞতা অর্জন করতে হবে ।
আজকে যারা লস করছে পরে তাঁরা সে লাভ করবে এমন কোন কথা নেই। তবে যারা লস করার পরে নিজে সতর্ক হয়েছে এবং কি কারনে লস হল তা মেনে নেওয়ার চেষ্টা করেছে। তারাই সফলতা অর্জন করতে পারবে। আর যারা লস হওয়ার পরে হতাশ হয়ে পরে এবং চেষ্টা সেরে দেয় তাঁরা কখনই সফলতা অর্জন করতে পারবে না।
আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। তিনি কি খতিয়ে দেখছেন কিনা কেন এবং কি কি কারনে লস করলেন। এবং এর থেকে শিক্ষা নিয়ে ভুল গুলো সংশোধন করে সামনে আর ভুল না করলেই লাভ করার পথ সুগম হবে।
ফরেক্স এ আজকে লস করবেন আর কালকে লাভ করতে পারবেন এটা পুরাটাই ঠিক না। আপনি আজকে লস করলেন কেন সেটা আগে আপনাকে বের করতে হবে। মন ভেগ্ঙে পড়ে লাভ নেই। কেন এই লস এর কারন তা খুজে বের করতে হবে । আর ভবিস্যতে যেন এই ভূল আর না হয় । পুরাতন ভূল থেকে শিক্ষা নিতে হবে। তাহলেই আপনি লস করার পরেও লাভ করতে পারবেন নতুবা আজীবন শূদূ লস করতেই হবে।