লস আমাদের নিজেদের কারনেই হয়। লস হওয়ার অনেক রকম কারন থাকতে পারে। যখনই আমরা ইমোশনাল হয়ে ট্রেড করি, তখনই আমাদের বেশির ভাগ লস হয়ে থাকে। ট্রেডে কখনোই ইমোশনাল হওয়া চলবে না। একজন ট্রেডার যদি পরিপূর্ন ভাবে মার্কেট এ্যানালাইসিস করে, ইমোশনাল না হয়ে, লোভ না করে, অতিরিক্ত ঝুকি না নিয়ে ট্রেড করে তাহলে লসের সম্ভাবনা খুবই কমে যায়।আদক্ষতা থাকে অবস্থায় ফরেক্স মাকেটে ট্রেড করলে লস হতে পারে| ফরেক্স মাকেট থেকে অনেকে আয় করছে আবার অনেকে লস করছে যদি ফরেক্স মাকেটে দক্ষতা থাকে তবে লস হবে কম |