ফরেক্স মার্কেট এ অনেক ইন্ডিকেটর আছে,আপনি মার্কেট ট্রেন্ড বোঝার জন্য অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন কিন্তু সম্পূর্ণ এর উপর ডিপেন্ড করবেন না,কারণ ইন্ডিকেটর সব সময় সঠিক ইনফরমেশন দেই না,তাই ইন্ডিকেটর এর উপর নির্ভর না করাই ভালো।
Printable View
ফরেক্স মার্কেট এ অনেক ইন্ডিকেটর আছে,আপনি মার্কেট ট্রেন্ড বোঝার জন্য অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন কিন্তু সম্পূর্ণ এর উপর ডিপেন্ড করবেন না,কারণ ইন্ডিকেটর সব সময় সঠিক ইনফরমেশন দেই না,তাই ইন্ডিকেটর এর উপর নির্ভর না করাই ভালো।
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করাকে আমি মোটেও সাপোর্ট করি না। কারণ ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করলে একজন ট্রেডারের আত্মবিশ্বাস কমে যায়। একটা সময় একজন ট্রেডার পুরোপুরি ওই ইন্ডিকেটর নির্ভর হয়ে পড়েন। আর আমি যতদূর জানি ফরেক্স মার্কেটের কোন ইন্ডিকেটরই শতভাগ সঠিক ফলাফল প্রকাশ করতে পারে না। যার কারণে কোন এক সময় নিশ্চিতই লসে পড়তে হয়। সেজন্য আমি বলব নিজের স্ট্রাটেজি ঐসকল ইন্ডিকেটরের সাথে মিলিয়ে ট্রেড করলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যাবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচাইতে ভালো হয় আপনি নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে সঠিক এনালাইসিস করে কাজ করুন। ফরেক্স মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাবে এটা বোঝানোর জন্য অনেক ইন্ডিকেটর পাওয়া যায় কিন্তু এই ইন্ডিকেটরগুলো সব সময় সঠিক নয়।হ্যাপি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন তবে সেটা যেন আপনার এনালাইসিস এর সাপেক্ষে হয়।
[attach=config]9123[/attach]
ফরেক্স মার্কেটে টিকে থাকাটা খুব জরুরী, তাই- অন্যের সিগন্যালের ভিতিতেই ট্রেড নিবেন না, নিজে এন্যালাইস করুন তবেই পেশাদার হয়ে উঠবেন। আর ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হবেন না। কেননা- ইন্ডিকেটর ভবিষ্যৎ বলতে পারে না, পূর্বে ঘটমান বিষয়ে আলোকপাত করে মাত্র। নিচের চার্টটি মার্ক করেছি, দেখলেই বুঝবেন, যখন - ডাউন্ট্রেন্ড শেষে রেঞ্জ মার্কেট শুরু তখন - rsi এবং cci দুটি ইন্ডিকেটরই বাই সিগন্যাল দিচ্ছে, তাতেই বুঝা যায়- ইন্ডিকেটর আসলে কি রকম কাজ করে? তাই - টেকনিক্যাল এন্যালাইসের প্রতি গুরুত্ব দেওয়া উচিৎ
অনেকের ধারনা ইন্ডিকেটর প্রাইস আপ-ডাউনের সিগন্যাল মানেই দিয়েছে তার মানেই হল এখন বাই করতে বলছে বা সেল করতে বলছে। কিন্তু ইন্ডিকেটর যদি বলে এখন আপট্রেন্ড হতে পারে, তার মানে হল ইন্ডিকেটরের হিসাব অনুসারে এখন মার্কেট আপট্রেন্ডে যেতে পারে। অথবা ডাউনট্রেন্ড মনে হচ্ছে শেষের দিকে, বা মার্কেট ওভারসোল্ড। নির্ভর করে ইন্ডিকেটরের ওপর। তাই আপনি যদি ভালো বিভিন্ন ধরনের কয়েকটি ইন্দিকেটর ব্যাবহার করেন তবে আপনি মার্কেট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। সেটা আপনার অন্য এনালাইসিসের সাথে যুক্ত করে ট্রেড করুন।সেই ক্ষেত্রে সঠিক ট্রেড করার সুযোগ অনেক বাড়বে। ইন্ডিকেটরকে কখনও অন্ধভাবে অনুসরন করবেন না। আইডিয়া নিন, আর কাজে লাগান।
ইন্ডিকেটর সাধারণত ব্যবহার করা হয় মার্কেট এনালাইসিস এর জন্য। আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করেন শুধুমাত্র মার্কেটে প্রবেশ এর জন্য সেক্ষেত্রে আমি বলবো ইন্ডিকেটর ব্যবহার করা আপনার জন্য ঠিক হবে না। কারণ শুধুমাত্র ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটে প্রবেশ করে আপনি কখনই সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন না। কারণ ইন্ডিকেটর সবসময় সঠিক তথ্য দেয় না। তাই ইন্ডিকেটর মার্কেটে প্রবেশের জন্য ব্যবহার না করে এনালাইসিস এর জন্য ব্যবহার করেন এতে আপনি অনেক উপকার পাবেন।
ইন্ডিকেটর কে সবসময় একজন সহকারী হিসেবেই নেওয়া উচিত হবে এর বেশি নয়। পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে গেলে তা আমাদের জন্যই ক্ষতিকর। কারন ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দিবে না আর ইন্ডিকেটর এর মাধ্যমে টেকনিক্যালি ট্রেড করা যায় তবে অবশ্যই এর পাশাপাশি ফান্ডামেন্টালি দেখতে হবে।
বিবৃতি দিয়ে আমি যা বুঝলাম তার সাথে আমি এটি একটি স্বাগত সিদ্ধান্ত হিসাবে দেখছি এবং এটি অবশ্যই ফোরামকে বুদ্ধিমান ও শালীন করে তুলবে এবং এটি মনিটরিংকে আরও কার্যকর করতে সক্ষম করবে এবং এমটি 5 থেকে আমরা সর্বোত্তম পরিষেবা পেতে সক্ষম হয়েছি এই জায়গাটি স্প্যাম মুক্ত এবং মানসম্পন্ন পোস্টের সাহায্যে সদস্যদের কাছে আবেদন করার জন্য এই মাধ্যমটি ব্যবহার করতে।
আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে ইন্ডিগেটার এর উপর নির্ভর করে ট্রেডিং করা আমার কাছে ভালো মনে হয় না। কেননা ইন্ডিকেটর কখোনই আমাদের নির্দিষ্ট করে কোন সিদ্ধান্ত দিতে পারেনা আমাদের শুধুমাত্র সামান্য ধারণা প্রদান করে থাকে।তবে অনেক ট্রেডার আছে যারা ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেডিং করে থাকে এবং মোটামুটি ভালো প্রফিট করে কিন্তু মাঝে মাঝে খুব বড় ধরনের সম্মুখীন হয়।মূলত এই কারণেই ইন্ডিকেটরের উপর নির্ভর করাটা আমার কাছে পছন্দনীয় নয়।বরং নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করাকেই আমি বেশি যুক্তিসম্মত ও লাভজনক বলে মনে করি। এতে করে যেমন আমার নিজের দক্ষতা যাচাই করা হয় তেমনি প্রফিট করলে একটা আত্মতৃপ্তি লাভ করা যায়।
ইনডিকেটর আপনাকে মার্কেট এর গতিবিধি বুঝতে সহায়তা করে। কিন্তু হাই নিউজ টাইম ট্রেডিং এর সময় মার্কেটের গতিবিধি যেকোনো দিকে জেতে পারে। সে ক্ষেত্রে ইনডিকেটর তেমন সাহায্য করতে পারে না। তাই সবসময় ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করা বোকামি। তবে ইনডিকেটর দিয়ে ট্রেড করলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় যদি আপনি একটি ভালো ইনডিকেটর বাবহারে সক্ষম হন।