-
আমি প্রথমে ফরেক্সে নতুন করে আসার জন্য সবাইকে নিরুৎসাহিত করবো। কারণ ফরেক্স একটা অত্যান্ত ঝুকিপূর্ণ ব্যবসা। এখানে ৯৫% ট্রেডারই লস করে। তবে যদি কেউ এসে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, কমপক্ষে ৬ মাস ধারাবাহিক ভাবে কম ক্যাপিটাল নিয়ে ডেমো প্রাক্টিস করা। পাশাপাশি ফরেক্স সম্পর্কে প্রপার জ্ঞান অর্জন করা। ক্যান্ডেলস্টিক চেনা, ট্রেন্ড লাইন চেনা, বিভিন্ন ধরনের এনালাইসিস গুলো শিখা। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বেশী করে ডেমো ট্রেডিং করে রিয়েল ট্রেডিং করা।ওভার ট্রেড করা থেকে বিরত থাকা।না বুঝে ট্রেড ওপেন করা থেকে বিরত থাকা।আপডেট নিউজগুলো ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেডিং করা
-
আপনি আকালেই ফরেক্স হতে ঝরে পরেযাবেন। আর যেকোন একটা মেথড নিযে পরে থাকতে চেষ্টা করবেন কারন বার বার মেথড পরিবর্তন করলে আপনি কোন্টাই ভাল করে বুঝতে পারবেন না। রিয়েল মার্কেটে আপনি যত এমাউন্ট নিয়ে ট্রেড করতে সক্ষম হবেন শুদু মাত্র সেই এমাউন্ট নিয়ে ডেমোতে ট্রেড করার চেষ্টা করবেন তাহলে মনে হয় কিছুটা হলেও শিখতে পারবেন।
-
সবার আগেতো বলব ভাই আপানি অভার ট্রেড কইরেন না। আর ভাই ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে আগে যেটা করতে হবে সেটা হল আপনার লোভ টা কে কন্ট্রোল করতে হবে। নাইলে আপনি আকালেই ফরেক্স হতে ঝরে পরেযাবেন। আর যেকোন একটা মেথড নিযে পরে থাকতে চেষ্টা করবেন কারন বার বার মেথড পরিবর্তন করলে আপনি কোন্টাই ভাল করে বুঝতে পারবেন না।ঠান্ড মাথায় বুঝে শুনে ট্রেড ওপেন করা এবং অবশ্যই স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা।
-
যারা নতুন ট্রেডার আছেন ফরেক্সে তাদের কাছে আমার কিছু টিপস । ফরেক্স কে আগে ভাল করে জানেন । তার পর ফরেক্স শুরু করেন । প্রথমে ট্রেড করার দরকার নাই । প্রথমে ডেমো ট্রেড করেন তার পরে ট্রেড ভাল করে জেনে ট্রেড করেন । মনে রাখবেন ট্রেড করার সময় কখনো লোভ করবেন না । ফরেক্সে লোভ করলেন তো মরলেন । তাই ফরেক্সে ট্রেড করার সময় কখনো লোভ করবেন না । এর থেকেও বড় কথা হল অনেকেই মনে করেন ফরেক্সে আসলে অনেক টাকা আয় করা যায় তাই না বুঝে ট্রেড করি। এই চিন্তাধারা বাদ দিয়ে মার্কেটে এনালাইসিস করা শিখতে হবে এবং বুঝে ট্রেড করতে হবে।
-
ফরেক্স এ যারা নতুন তাদের উচিত ডেমোতে ট্রেড করা এবং স্টাটিজি ফলো করা, লোভ ত্যাগ করা যথেষ্ট ধৈয অবলম্বন করা। মানিম্যানেজম্যান ফলো করা বেশী ঝুকি না নেওয়া। ঠান্ড মাথায় বুঝে শুনে ট্রেড ওপেন করা এবং অবশ্যই স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা।
-
ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট এটার মধ্যে নতুন অবস্থায় কাজ করলে অনেক কঠিন মনে হবে। তবে কাজ করতে করতে পরে অনেক সহজ মনে হবে। আমি মনে করি একজন নতুন ফরেক্স ট্রেডার মার্কেটে ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করা। আর মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড ওপেন করা। আমিও একজন নতুন ফরেক্স ট্রেডার আমি ফোরাম থেকে ধারনা নেওয়ার চেষ্টা করছি। আশা করি এখান থেকে অনেক সিনিয়র বড় ভাইদের পরামর্শে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো।
-
আপনার মূল্যবান টিপস এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমি মনে করি আপনি যদি ফরেক্স এ সফল হতে চান তাহলে আপনাকে এই সব নিয়ম মেনে চলতে হবে । আপনাকে ফরেক্স এ বেশি লোভ করা যাবে না । আপনি ডেমো ট্রেড করবেন বেশি বেশি । তার পর আপনি ফরেক্স বিষয়ে ভাল ভাবে জ্ঞান লাভ করে তার পর ফরেক্স এ কাজ করবেন । আশা করি
-
যদিও আমি এখনো নিজেকে একজন দক্ষ ট্রেডার মনে করি না তারপরেও যতটুক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তার থেকে নতুনদের জন্য কিছু উপদেশ হল, ফরেক্স মার্কেটে কাজ শুরু করার পূর্বে অবশ্যই নিজের মন মানসিকতাকে খুব দৃঢ় ভাবে গড়ে তুলতে হবে,ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি ফরেক্সের ডেমো একাউন্ট এ কমপক্ষে তিন থেকে ছয় মাস ট্রেডিং প্র্যাকটিস করতে হবে এবং যখন মনে হবে যে অধিকাংশ থেকে প্রফিট করা সম্ভব হচ্ছে ঠিক তখনই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করতে হবে।তবে ডেমো অ্যাকাউন্ট এ যে পরিমাণ ব্যালেন্স দিয়ে ট্রেডিং প্র্যাকটিস করা হয়েছে ঠিক সেই পরিমাণ ডিপোজিট রিয়েল অ্যাকাউন্টে করতে হবে।কোন ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করতে হবে, অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করতে হবে,যদি কখনো লস এর সম্মুখীন হও তাহলে আবেগের দ্বারা প্রভাবিত না হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে, পাশাপাশি কি কারনে লস হলো সেটা কে খুঁজে বের করে সেই বিষয়ে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তুলতে হবে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তা হল ধৈর্য ধারণ করে সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে হবে এবং সুযোগ পাওয়া মাত্র তার সদ্ব্যবহার করতে হবে।
-
যারা ফরেক্সে একদম নতুন তাদের উদ্দেশ্যে আমি বলবো ফরেক্স মার্কেট থেকে আয় করা যেমন সহজ না কঠিন। আর এজন্য আপনাকে ফরেক্স বিষয়ে প্রথমে দক্ষ অভিজ্ঞ হতে হবে। অভিজ্ঞতার ভিত্তিতে ফরেক্স মার্কেটে কারো অস্তিত্ব পাওয়া যায় না। তাই আমরা লক্ষ্য করি নতুন ফরেক্স ট্রেডাররা ফরেক্স মার্কেট থেকে বেশি ঝরে পড়ে এর মূল কারণ হলো তারা ধৈর্য সহকারে অনুশীলন করতে চায়না। ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করতে অনাগ্রহী। তাই প্রচুর ধৈর্য সহকারে ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে মার্কেট এনালাইসিস করা জানতে হবে। তাহলে একজন ফরেক্স ট্রেডার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন।
-
আমি নিজেও বর্তমানে একজন নতুন ডেমো ট্রেডার। লোভ অবশ্যই ক্ষতিকর। ফরেক্স বিজনেসে লোভ কোনভাবেই সফলতা বয়ে আনে না। অন্যাদিকে ডেমো অনুশীলন না করে রিয়েল ট্রেড করলে ধ্বংস অনিবার্য। তারপরও বলতে হয় আসলে ফরেক্স ট্রেবকে জতটা সহজ ভাবা হয় ততটা নয়। আপনার একটু ভূল আপনার অনেক ক্ষতির কারন হতে পারে।