আমি আমার কথা বলছি লস এর পর আমি ইমোশনাল হব না। মাথা ঠান্ডা রাখব। আর বেশি বড় ধরনের লস হলে সেই দিন আর ট্রেড করব না। তার পর মাকেট এনালাইসিস করব। এবং সিউর হয়ে ট্রেড করব।
Printable View
আমি আমার কথা বলছি লস এর পর আমি ইমোশনাল হব না। মাথা ঠান্ডা রাখব। আর বেশি বড় ধরনের লস হলে সেই দিন আর ট্রেড করব না। তার পর মাকেট এনালাইসিস করব। এবং সিউর হয়ে ট্রেড করব।
আমি ফরেক্স এ এখনো রিয়েল ট্রেড করিনি । তাই কখনো লস এর ধাপে পরিনি । তবে আমার ধারণা অনুযায়ী বলতে পারি যে ফরেক্স এ লস খেয়ে অনেক মানুষ নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারেন না ।
আমরা সবাই জানি লাভ/লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। কিন্তু লস এর কথা নিয়ে দিন কাটালে থো কপালে ভাত জুতবেনা... তাই লস হলা আমি আবার পুর দমে কাজ শুরু করি যেই ভুল গুলো ছিল থা ঠিক করে লস এর পরিমান কমিয়া আনার চেষ্টা করি এবং পরিশেষে লক্ষ অর্জন করি।
ভাই আমি ফরেক্স করি আয় করার জন্য আমি দেখি যখন ফরেক্স লস হছে তখন দেখি মাকেট কন দিকে জাবার সম্ভবনা আছে তাই অনুশেয়ার ফরেক্স ধরয ধারন করে থাকি | আমি বিস্বাস করি ফরেক্স ধরয ফসল ধরয থাকলে লাভ হতে পারে|
আসলে অনেকেই আছেন যে লস করার সাথে সাথে ধর্যৈ ধারন না কোরেই আবার ট্রেড দিয়ে বসেন সাথে সাথে মাার্কেটে রিভেন্জ নিবে বরে ফলে ট্রেডারগন আবেগ বশত অধিক লট ট্রেড দিয়ে বসেন। এবং পুনারায় লসে সম্মুক্ষিন হোতে হয়। খিন্তু আমি লস করলে নিজেকে সামলে নিতে শিখেছি। আমি জানি ব্যবসায় লাভ থাকলে লস তো থাকবেই আর কোন ব্যবসাতেই একাধারে প্রফিট হয়না।
আমি বলবো ফরেক্স মার্কেটে আমরা সবাই লাভের আশায় ট্রেড করি। যখন আমরা ট্রেড করি তখন লসের কথা না ভেভে তাড়া তাড়ি ট্রেড দিয়ে বসি। তাতে দেখা যায় লাভ না হয়ে লসের স্বীকার হতে হয়। আমি নিজেও অনেকবার লসের স্বীকার হয়েছি। আমি যখন লস করেছি তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করেছি। তাতে দেখা যায় আস্তে আস্তে আর লসের স্বীকার হতে হয় না। তাই উচিৎ লসের কারন নির্নয় করে তার সমাধান করা।
প্রথম প্রথম লস এর পর আমি হতাশ হয়ে যেতাম । কিন্তু এখন আর আমি হতাশ হই না । আমি মাঝে মাঝে লস করি । কিন্তু আমি লস করলে এখন আমি আগে খুজে বের করার চেষ্টা করি যে কেন লস হল । আমি কোন এনালাইসিস করা ভুল হল । অনেকে লস করার পর আবার ফরেক্স ছেড়ে চলে যায় । কিন্তু আমি ফরেক্স ছেড়ে যাবার মত ট্রেডার নই ।
লসের পর মানুষ নাচা নচি করে আমিও তাই করি তা ছাড়া কি করব যে প্রশ্নটা করেছে সে আসলে গাধা তার পরও বলি ধর্যধারন করি আগামী দিনের সফলতার পাওয়ার জন্য
লসের পর আমি প্রাকটিস করি যে যেখান থেকে আমার লস হযেছে সেখানটা আমি আরো ভাল করে দেখি যে আমার কী কারনে লস হয়েছে এবং কীভাবে লস হল তা খুতিয়ে দেখি। আর এই খুতিয়ে দেখে আমি শিখছি যাতে করে আমার পরবর্তীতে যেন এই ধরনের লস না হয়।
প্রত্যেক ব্যবসায়ে লস আছে , লস ছাড়া কোন ব্যবসায়ে মজা আসে না । আমার কোন কাজে লস হলে আমার মাথা টিক থাকে না , তখন আমি ঠান্ডা মাথাই আমার ভুল গুলা সমাধান করার চেষ্টা করি , যাতে এই ভুল গুলা পরবর্তিতে আর না হয় । ফরেক্স মার্কেট এ লস হলে তখন অনেক ক্ষতি হয় । তখন আমি মানি ম্যানেজমেন্ট ও এনালাইসিস আরো বেশি করে অনুশীলন করি ।