-
খুবই ভাল একটা প্রশ্ন করেছেন আপনি প্রশ্নের জবাবে আপনি যে সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন আমিও তার সাথে একমত কারন আমি মনে করি নতুন ট্রেডারা ফরেক্সের রিয়াল ট্রেডে যদি নিয়মনুযায়ী ছোট ছোট লটে ব্যালেন্স এবং মার্জিন লেভেলের দিকে খেয়াল করে ট্রেড ওপেন করে তাহলে একদিকে যেমন ব্যালেন্স হঠাত শেষ হয়ে যাওয়ার ঝুকি অনেকাংশে হ্রাস পায় সাথে সাথে প্রফিটের ব্যাপারেও অনেকটা নিশ্টয়তা পাওয়া যায়।
-
নতুনরা যদি ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করে তাহলে তারা যদি প্রথম অবস্তাই ডিপোজিট কম নেই তাহলে ভালো হবে। কারন নতুনরা যদি বেসি ডিপোজিট নিয়ে ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট এ বেসি বেসি ট্রেড করবে এবং হইত লসও করবে। নতুনরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় যেন বেসি ভলিওম না দেই। তাই নতুনরা যেন প্রথম অবস্তাই কম ডিপোজিট নেই ।
-
ফরেক্স মার্কেট ছোট ডিপোজিট বড় ডিপোজিট বলে কোন কথা আছে কিনা তা আমার জানা নেই । তবে এটা জানি ফরেক্স মার্কেট এখন পর্যন্ত সবচেয়ে বড় মার্কেট তাই এখানে কত বড় ডিপোজিট করতে পারবেন আপনি একবার ভেবে দেখুন । ছোট ডিপজিট বলতে ব্রোকার আপনাকে সর্বনিম্ন কত টাকায় ডিপোজিট করতে দিচ্ছে । এবার আসুন কেন আপনি প্রাথমিক অবস্থায় কেন ছোট ডিপোজিট করবেন কারন প্রথম অবস্থায় সবার ই একটু না একটু ভুল করে থাকে তাই যদি আপনি বেশি ডিপওজিট করেন তাহলে ভুলের পরিমান বিশাল হবে।
-
ফরেক্স মার্কেট এ নতুনরা যদি ট্রেড করে তাহলে তারা যেন প্রথম অবস্থাই কম ডপজিট নিয়ে ট্রেড করে। কারন কম ডিপোজিট করে যদি ট্রেড করা হই তাহলে বেসি ট্রেড দিয়া জাইনা। তাই আমরা অল্প ট্রেড দিলে ট্রেড টাকে এনালাইইসিস কোরতে পারবো ।এতে আমাদের লস হওয়ার আশংকা তেমন একটা থাকেনা। তাই নতুনরা যেন কম ডিপোজিট নিয়ে ট্রেড করে। এতে তারা খুব সহজে প্রপিট কোরতে পারবে এবং ফরেক্স মার্কেট এ সফল হবে।
-
হা নতুনদের জন্য ছোট ডিপোজিট ভাল। আর আমি মনে করি ফরেক্স মার্কেট এ আপনি যে কোন ডিপোজিট নিয়ে লাভবান হতে পারবেন যদি আপনি রিস্ক কমিয়ে মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করে থাকেন ।
-
আমার সব সময় মনে হয় নতুন ত্রেদার দেরকে অল্প অল্প ইনভেস্ট করার মাধমে এগিয়ে যাবতি ভালো. অল্প অল্প করে ট্রেড নিতে হবে, তা থেকে অপলো অল্প লাভে ট্রেড ক্লাসে করে দিতে হবে এবং তা থেকেই আপনি নতুন ত্রেদার থেকে ধীরে ধীরে অভিজ্ঞ ত্রেদার অ পরিনত হবেন, তাহলে আপনি আসতে আসতে ট্রেড এবং অল্প দেপসিত করেই আসতে আসতে লাভের অংকের পরিমান বাড়াতে পারেন.
-
একজন নতুন ট্রেডারদের জন্য কম ডিপোজিট ভাল আমার মনে হয় কারন নতুন অবস্থায় কোন নিয়ন্ত্রণ বঝে না জেকন সময় একাউন্ট জিরো হয়ে জেতে পারে তাই কম ডিপোজিট নিয়ে করা ভাল জত দিন ভাল অভিজ্ঞতা না হয়।
-
আসলে একশত দুই শত কিছুই না , আসল বিষয় হল ট্রেডিং জানা। একজন ভালো ট্রেডার ১০ ডলার দিয়ে ১০০ ডলার করতে পারেন। তবে তার জন্য প্রথমে আপনাকে ট্রেডিং শিখতে হবে তার পরে ডিপোজিট। তবে সব ট্রেডারকেই একাউন্ট জিরো করতে হয় ট্রেডিং শিখার জন্য। আর আসল টাকা না লস করলে টাকার মর্ম বোঝা যায় না। তাই সাহস নিয়ে এগিয়ে যান।
-
যে কোন অবস্তায় ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টে এর গুরুত্ব অপরিসীম আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে , ডিপোজিট আসলেই কোন ব্যাপার নয় ! কারণ সবাই সমান অর্থ দ্বারা এখানে ট্রেড শুরু করতে পারেনা যে যা ডিপোজিট দিয়েই শুুরু করুক না কেন , এখানে মূল বিষয় হল কম রিস্ক নিয়ে মানিম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করা পাশাপাশি ভালো দক্ষতা থাকলে এখান থেকে ভালো আয় করা সম্ভব
-
ফরেক্স ট্রেডিং এ নতুনদের ডিপোজিট না করাই ভাল ।প্রথমে ডেমো ট্রেড করতে হবে । তারপর ফোরাম পোষ্টিং করে ডিপোজিট করে রিয়েল একাউন্টের সাথে পরিচিত হতে হবে । এভাবেই ধীরে ধীরে ট্রেডিং শিখতে হবে ।