-
ফরেক্স ব্যাবসায় নতুন এবং ফরেক্স সম্পর্কে ভাল ধারনা লাভ করতে চান তারা এই ফোরাম ব্যাবহার করতে পারেন। কারন এই ফোরামে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কার হয়। যা ফরেক্স শিখার ক্ষেত্রে খুবই কার্যকর । ফোরাম পোস্টিং করে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে ফরেক্স ট্রেডিং ও করা যায় । যদি কেউ সত্যিকার অর্থে আমরা ফরেক্স মাকেটে যারা নতুন তাদের জন্য ফরেক্স অনেজ গুরুত্ব পূন অবদান রেখে থাকে । যেমন :
* ফরেক্স এর নতুন কৌশল সম্পকে জানা যায় ।
* কেন সম্যাসা হলে এখান তেকে সম্যাসার সমাধান জানা যায় ।
* কিভাবে ট্রেড করলে আমরা লাভবান হতে পারব তা শিখতে পারি ।ফরেক্স শিখতে চায় তাহলে ফোরাম তাকে ব্যাবহার করতেই হবে ।
-
নতুন পুরাতন সবার জন্য বাংলা ফরেক্স ফোরাম এর গুরুত্ব অনেক,এই ফোরাম আমাদের অনেক সুবিধা প্রদান করে থাকে,আমরা যারা ফরেক্স এ নতুন তারা এই ফোরাম এ কাজ করে বোনাস ডলার দিয়ে ট্রেডিং করে এই বিজিনেস পরিচালনা করতে পারি,আমাদের মতো অনেক ট্রেডার আছে যাদের ফরেক্স এ নিজস্ব অর্থ ডিপোজিট করার সার্মথ্য নেই,তাই আমরা এই খানে প্রতেক দিন ৫ টি পোস্ট করে মাস শেষ এ ভালো বোনাস পাইতে পারি আর সেই বোনাস দিয়ে ট্রেডিং করে প্রফিট করে সুন্দর ভাবে আমাদের পারিবারিক এবং সাংসারিক লাইফ পরিচালনা করতে পারি,বাংলা ফরেক্স ফোরাম আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ।
-
ফরেক্স মার্কেট শিখার জন্য ফোরাম আমাদের পিছনে একজন শিক্খক হিসেবে কাজ করে।আমরা সাধারণত ফরেক্স মার্কেট সম্পর্কে ফরেক্স ফোরাম এর মাদ্ধমে অনেক কিছুই যানতে পারি।তাচারা ফোরাম এর মাধ্যমে আমরা যে বোনাস পেয়েথাকি তা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারি। তাই আমাদের আর নিজএর পকেট থেকে টাকা দিয়ে ফরেক্স মারকেট এ ট্রেড করতে হই ণা।তাই আমরা ফরেক্স মারকেট এ নতুন অবস্তাই বেসি কস্ট হই না।ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কার হয় যা ফরেক্স শিখার ক্ষেত্রে খুবই কার্যকর তাছাড়া ফোরাম ব্যাবহার করে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে ফরেক্স ট্রেডিং ও করা যায় । ফো্রাম ব্যবহার এক্তি ভাল বিশয় কারনে ফো্রাম ব্যবহার করলে ফরেক্স সম্পরকে বেশ ধারনা হয় ওফরেক্স সম্পরকে অনেক জ্ঞান অরজন হয় ।এ ছাড়া ও ফো্রাম ব্যবহারের ফলে একটা বনাস ডলার পাওয়া যায় যা দিয়ে আসল একাউন্টে ট্রেড করা যায়।
-
ফোরামে একেবারে নতুন এসেছেন তদেরকে আমি মনে করি অবশ্যই ফোরামে পোস্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিটি পোস্ট যেন শিক্ষামূলক হয় এবং মানসম্মত হয় সেই দিকে বিশেষ ভাবে লক্ষ রাখাটা একান্ত প্রয়োজন। অন্যদিকে দিনে সবোচ্চ ৪০ টির বেশি পোস্ট কোন অবস্থায়ই যেন না হয় সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে।ফরম ব্যবহার নতুনদের জন্য খুবই প্রয়োজনীয়। যারা ফরেক্সে নতুন তারা প্রথমে ফরেক্স সম্পর্কে ভালো কিছু বুঝতে পারে না। তাই নতুন ফরেক্স ট্রেডাররা ফরম ব্যবহার করে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারে। ফরেক্সে ফরম পূরণ করলে ফরেক্স সম্পর্কে কম বেশি অনেক ধারণা পাওয়া যাই।
-
আমি মনে করি যারা ফরেক্স ব্যাবসায় নতুন এবং ফরেক্স সম্পর্কে ভাল ধারনা লাভ করতে চান তাদের একান্ত ই ফোরাম ব্যাবহার করা উচিৎ কারন ফোরামে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কার হয় যা ফরেক্স শিখার ক্ষেত্রে খুবই কার্যকর তাছাড়া ফোরাম ব্যাবহার করে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে ফরেক্স ট্রেডিং ও করা যায় । সর্বশেষে আমি বলবো যদি কেউ সত্যিকার অর্থে ফরেক্স শিখতে চায় তাহলে ফোরাম তাকে ব্যাবহার করতেই হবে
-
রিয়াল ট্রেড করার আগে অবসই ডেমো ট্রেড করতে হবে। তানাহলে অভিগত্তা আসবে না। আর এই ফরাম আপনাকে অনেক সাহায্য করবে। আখানে প[রস্ন করলে উত্তর জানতে পেরবেন। আর সমসসা হলে শাহজ করবে। তাই নতুন দের উছিত এই ফরেম অবসই অবশই বেবহার করা। অভিগতার জন্য।যারা ফোরামে নতুন যোগ দিয়েছি তেদের অবশ্যিই ফোরাম সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । ফরেক্স সম্পর্কে ভাল ধারনা লাভ করতে চাইলে ফোরাম এর ব্যাবহার ভাল ভাবে জানতে হবে । অনলাইনে ফোরাম ফোরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায় । আবার পুরাতন যারা আছেন তেদের কাছ থেকে ও জানা যেতে পারে ।
-
ফোরাম এর কিছু নিয়ম আছে যা আমাদের মেনে চলবে, ফোরাম কে সুন্দর রাখার দায়িত্ব কেবল শুধু মদারেতর এর নয় আমাদেরও।আমরা যারা ফোরাম এ নতুন যোগ দিয়েছি তাদের জন্য ফোরামের ব্যাবহার সম্পর্কে আপনারা যারা পুরাতন আছেন তারা নির্দেশনা দিন। তাছাড়া এ ফোরাম এ পোস্ট করলে যেহেতু একটা গিফট আছে তাই বলবেন কি করে এ গিফট আমরা কাজে লাগাতে পারি।