-
ফরেক্স মার্কেটে আপনার এ্যাকাউন্ট নিরাপদ রাখবে যে জিনিসটি তা হলো স্টপলস।এই স্টপলস ছাড়া ট্রেডিং আপনার জন্য বিপদ ডেকে আনবে।সুতরাং আপনি এ্যাকাউন্ট সুরক্ষিত রেখে ট্রেড করতে চাইলে অবশ্যই স্টপলস সেট করে ট্রেড করতে হবে।তা না হলে আপনার ব্যালেন্স কখন শেষ হবে বুঝতে পারবেন না।
-
স্টপ লস ইউজ করা আমাদের প্রতেক ট্রেডার এর বাধ্যতামূলক,স্টপ লস ছাড়া ট্রেড করা ঝুঁকিপূর্ণ,প্রতেক এন্ট্রি নেওয়ার সাথে সাথে স্টপ লস সেট করতে হবে,ফরেক্স এ অনেক ট্রেডার তাদের ব্যালেন্স শূন্য করে ফেলে তার কারণ তারা মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে করে এবং স্টপ লস না ইউজ করে,তাই স্টপ লস ছাড়া ট্রেড কখনো নিরাপদ নয়।
-
ভাই আমার জানা মতে স্টপ লস ছাড়া ট্রেড কখনই নিরাপদ বলে মনে হয় না, কেননা আমি আগে যখন ফরেক্স মার্কেটে স্টপ লস ছাড়া ট্রেড করতাম তখন লাভের বিনিময়ে লসটাই বেশি করতাম, এমনকি আমাকে মার্কেটে টিকে থাকাই কষ্ট সাধ্য হয়ে দাড়াঁই তো। আর যখন আমি এই মার্কেটে প্রতিটি ট্রেডেই স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে ট্রেড শুরু করেছি তখন হতেই আমার লসের পরিমাণটা অনেক বেশি কমে গেছে। তাই আমি মনে করি স্টপ লস বিহীন ট্রেড করতে চাইলে আপনাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট এর পদ্ধতিটি অবলম্বন করতে হবে। তাহলে আপনি অবশ্যই প্রতিটি ট্রেডে নিরাপদ বোধ করবেন বলে আমার বিশ্বাস।
-
কখনই না।কারন এই মার্কেটে কখন কি হয় সেটা কেউ বলতে পারবে না। আমরা শুধু মার্কেটের গতিবিধির উপর সাধারণ একটা ধারনা নিয়ে মার্কেটে অবস্থান করে থাকি। এবং আমাদের ট্রেডিং এ অনেক ঘাটতিও রয়েছে বলা যায়। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে স্টপ লস ছাড়া ট্রেড করা কখনই উচিত নয়। কারন আপনার মূলধন হটাৎ* নিঃশেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।
-
স্টপ লস ছাড়া ট্রেড অনেক সময় অনিরাপদ আবার বলা হয়ে থাকে স্টপ লচ হলো ট্রেড করার একটা কৌশল মাত্র কারণ স্টপ লস দেওয়ার মাধ্যমে ট্রেড বেশি লচ হওয়ার সম্ভাবনা থাকে না আর তাই আমরা অনেকে স্টপ লস ব্যবহার করে থাকি । আমার মনে হয় স্টপ লচ ছাড়া কোন ট্রেড ই নিরাপদ না। ধন্যবাদ।
-
স্টপ লস ছাড়া ট্রেড করলে আপনি যে কোন মুহূর্তে আপনি আপনার পুজি হারাতে পারেন।যারা দক্ষ ট্রেডার তারা স্টপ লস ছাড়া কখনও ট্রেড করেন না।তাই আপনি ফরেক্স মার্কেটে নিরাপদ থাকতে চাইলে অবশ্যই আপনাকে স্টপ লস ব্যাবহার করে ট্রেড করতে হবে।
-
স্টপ লস ছাড়া ট্রেডিং মোটেই নিরাপদ নয় বলে আমি মনে করি । প্রত্যেক ট্রেডার তাদের ট্রেডিং এ স্টপলস ব্যবহার করা উচিত । তবে স্টপ লস ব্যবহার করার সাথে সাথে একটি বিষয় মনে রাখতে হবে যে স্টপ লস অবশ্যই যুক্তিসংগত হতে হবে না হলে স্টপ লস ব্যবহার করে কোন লাভ হবে না । এটাই স্বাভাবিক ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে স্টপ লস ছাড়া ট্রেড কখনই আমি নিরাপদ মনে করি না। কেননা স্টপ লস পদ্ধতিটা ট্রেডারের জন্য একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। বিশেষ করে এতে করে ট্রেডারে খুব বেশি একটা লসও হয় না আবার লাভব হয় না। তাই আমার মতে প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিটি ট্রেড ওপেনের ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট পদ্ধতিটা ব্যবহার করা এতে করে ট্রেডারের একদিকে লোভকে নিয়ন্ত্রণে রাখে অন্যদিকে তাদের মন স্থির থাকে। এতে করে ট্রেড করে সকল ট্রেডারই নিরাপদ বোধ করবে আমার মতে।
-
স্টপ লস ছাড়া কোন ট্রেড নিরাপদ না। স্টপ লস ব্যবহার না করলে এর বিকল্প অন্য কিছু ব্যবহার করতেই হবে। লাগামহিন ঘোড়া যেমন নিয়ন্ত্রন করা যায় না তেমনি স্টপ লস ছাড়া ট্রেড করলে সেই একাউন্ট ও ভালভাবে নিয়ন্ত্রন করা যায় না। তবে এর বিকল্প হিসাবে হেজ ব্যবহার করা যায়। তবে আবার হেজ ভালভাবে না ছাড়াতে পারলে আবার মহা বিপদে পরতে হয়।
-
ষ্টপ লস ছারাও ট্রেড নিরাপদ বলে আমি মনে করি। তবে ফরেক্স মাকে'টে ষ্টপ লস বসিয়ে ট্রেড করা উচিৎএই জন্য যে এই মাকে'টের চরিত্র বোঝা বেশ কষ্টকর। আর ছোট পুজির ক্ষেত্রে ষ্টপ লস তো অবষ্যই প্রয়োজন।ষ্টপ লস ব্যাবহার করলে ভয় বেশ কমে যায়।