-
আমার মতে ফরেক্স শিখা কোন কঠিন কাজ নয়। প্রথমে সব কাজই কঠিন মনে হয, কিন্তু পরে তা সহজ হয়ে যায়।তাই আমরা যদি ফরেক্স এর বিভিন্ন বই এবং গুগল থেকে তার বিভিন্ন আর্টিকেল পরে ভাল করে বুঝে নিই তাহলে ফরেক্স করতে পারব। সুতরাং আমাদের সবার উচিত ফরেক্স সমন্ধে ভাল করে বুঝে পড়ে তার পর ট্রেড করা উচিত।
-
আসলে মানুষের কাছে অসাধ্য বলে কিছুই নেই মানুষ তার মেধা মননশীলতার অনুশীলনের ফলে অনেক ভাল ভাবে শত-সহস্র কঠিনকেও সহজে সমাধান করতে পারে। আর ফরেক্স ট্রেডিং আমার কাছে মনে হয় সঠিক ভাবে নিয়মিত ভাবে অনুশীলন করা গেলে রপ্ত করাটা অনেক বেশি কঠিন কোন বিষয় না।
-
আমার মনে হয় ফরেক্স শিখা খুব কঠিন কাজ নয় ।এখন ফরেক্স সম্পর্কে অনেক ই-বুক অনলাইন এ পাওয়া যায় ।আপনি এসব বই সংগ্রহ করে ফরেক্স শিখতে পারবেন ।এসব বই গুলি খুব সুন্দরভাবে সাজানো আছে । সো আপনি অনেক সহজে ফরেক্স ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন ।
-
ফরেক্স শেখা খুব কঠিন কাজ না।আপনি একটু কষ্ট করে বাজারে ফরেক্স এর অনেক ইবুক পাওয়া যাই সেখান থেকে কিছু বই কিনে পড়ে অনেক কিছু শিখতে পারবেন।আর সবাই মনে করে ফরেক্স মার্কেট এ কাজ শিখা অনেক কষ্ট কিন্তু না আপনি একটু কষ্ট করলে ফরেক্স শিখতে পারবেন।বরতমানে ফরেক্স একটি অনেক জনপ্রিয় ।এখান থেকে আপনি আল্প সময়ে আয় করতে পারবেন।
-
আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷অবশ্যই ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷তাই মনে হয় ফরেক্স শিখা খুব বেশি কঠিন নয়৷
-
ফরেক্স কঠিন নয় কিন্তু এ বিষয়ে প্রচুর পরিমানে প্রাকটিস করতে হবে। ফরেক্স থেকে প্রথম দিকে আয় করা একটু কষ্টের ব্যাপার হলেও পরে আপনি প্রচুর আয়ের সম্ববনা আছে । কিন্তু এ জন্য ফরেক্স এর পিছনে শ্রম দিতে হবে ওফরেক্স সমপর্কে অধ্যায়ন করতে হবে ।তাই ফরেক্স হতে লাভবান হতে হলে এটা শিখা জরুরি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড শিখা কোন কঠিন ব্যাপার না আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হল তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড সিখার সময় যদি বেশি সময় নিয়ে সিখেন আর ভাল করে শিখেন তা হলে আপনি যখন রিয়েল ট্রেড শুরু করবেন তখন আপনি লস করবেন কম আর লাভ করবেন বেশি তাই আপনাকে ডেমো ট্রেড করতে হবে রিয়েল ট্রেড এর মত করে তা হলে আপনি খুব সহজ এ সফল ট্রেড আর হতে পারবেন ভুল ট্রেড হবে কম
-
নতুনদের জন্য খুব ভাল আলোচনা। তরপরেও আমি একটু শেয়ার করতে চাই যে, অন্ততপক্ষে দুই বা তিন বছর কোন ধরনের প্রফিট নাও পেতে পারেন। কারন অভিজ্ঞতাই হলো ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই বুঝেও লস করে থাকেন এবং মানি ম্যানেজমেন্টের গুরুত্ব দিতে চাইলেও দিতে পারেন না।
-
আমি বলবো ফরেক্স শেখা কঠিন নয়, কিন্তু খুব বেশী সহজ তাও কিন্তু নয়। তাই চেষ্টা করে যেতে হবে । ফরেক্স সম্পর্কে অনেক বই অনলাইন এ পাওয়া যায় । তা থেকে পরে ফরেক্স প্র্যাকটিস করা যেতে পারে। তারপর ফরেক্স এ যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেয়া যেতে পারে। আতে করে আপনি ফরেক্স কে খুব দ্রুত সিখতে পারবেন । আর যত বেশী দ্রুত শিখবেন, তত বেশী মুনাফা করতে পারবেন ।
-
না ফরেক্স শিখা খুব কঠিন কিছু না। তবে একেবারে সহজও না। প্রথম প্রথম সব কিছুই একটু কঠিন লাগে আর ফরেক্সের ক্ষেত্রেও তাই। কারণ, যারা নতুন তাদের জন্য ফরেক্সের টার্মগুলোও নতুন যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সাপোর্ট-রেজিস্টেন্ট, স্টপ-লস, টেক-প্রফিট ইত্যাদি এই টার্মগুলো নতুনদের জন্য একেবারেই নতুন।