-
রোবট ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করে অনেক্বে ভাল প্রফিট লাভ করে থাকে তাই বলে আমি মনে করি সব সময় রোবটকে নিভূল ভেবে ফরেক্সে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত।এমন অনেক সময় রয়েছে যখন দেখা যায় রোবট সঠিক মার্কেট ট্রেন্ড ধরতে পারে না ফলে ঐ সিগন্যাল অনুসরন করে ফরেক্সে ট্রেড করলে লসের অনেক বেশি ঝুকি থাকে।
-
ট্রেডার যদি নিজেই দক্ষতা অর্জন করে তারপর ট্রেড করে তাহলেই সবচেয়ে ভালো হয় । আমরা রোবট যদি ব্যবহার করি তাহলে আমাদের অপকারের হারটাই বেশী হয় । সুতরাং অামরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার রোবট ব্যবহার না করে পারলেই ভালো ।
-
আমি রোবট সমর্থন করি । যদিও আমি ফরেক্সে কখনও রোবোট ব্যাবহার করি নাই । তার পরও গুগল এ EA ( expert advisor ) লিখে সার্চ করলে অনেক গুলো রোবোট পেয়ে যাবেন । সেখান থেকে একটা ভাল রোবট আপনি প্র্যাক্টিস করেন । তবে রোবোট সম্পর্কে খুব ভাল ধারনা না থাকলে অবশ্যয় ডেমো তে প্রথমে টেস্ট করা উচিৎ, তারপরও কিছুদিন লাইভ একাউন্টে প্রাক্টিস করা উচিৎ । এছাড়াও ইউটিব থেকে ভিডিও টিউটরিয়েল দেখে নিতে পারেন। তবে না জেনে না বুঝে রোবট ব্যাভার করতে গেলে লাভের চেয়ে লসের পরিমান বেশি হবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা রোবট শব্দটির সাথে অনেক পরিচিত আসলে এখানে রোবট হল এক ধরনের স্ক্রিপ্ট যার মাধ্যমে আপনার ফরেক্স টার্মিনাল থেকে অটো ট্রেড ওপেন ও ক্লোজ হয়ে থাকবে ।আমি মনে করি ফরেক্স মার্কেট এ সকল রোবট ভাল না কিছু ভাল রোবট আছে আবার কিছু খারাপ রোবটও আছে । এখানে আপনাকে বেছে নিতে হবে রোবট কিনে প্রতারণার শিকার হবেন না ।
-
সীতার গীতা পাঠের মত অনেক কিছুই শুনলাম, দেখলাম ও পড়লাম। আসলে কিছুই মনে নেই। কারন কে রোবট ব্যবহার করেছেন কে কত লাভ করেছেন তার কোন ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। এমনকি কোন নামের এবং কোন কোম্পানির রোবট কিনে ব্যবহার করে উপকৃত কিংবা লাভবান হয়েছেন তাও উল্লেখ করতে পারেন নি। আসলে আমরা নতুন বলে রোবট সম্পর্কে কিছুই জানি না। তাই যে যা বলে তাই বিশ্বাস করি।
-
আসলে বলতে কি রোবট মানুষের বানানু আর আপনি যদি ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি এসব কিছুর কোন প্রকার দরকার নেই তাই সময় নস্ট না করে নিজেই নিজের রোবট হিসাবে কাজ করে ট্রেড করতে পারেন।
-
যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
-
আমি কখনওই রোবট ব্যবহার করাটাকে সমথন করি না । রোবট ব্যবহার করলে কখনওই ভাল ফলাফল পাওয়া যায় না । রোবট হয়ত কিছুদিন আপনাকে ভাল ফলাফল দিতে পারে । কিন্তু একসময় দেখা যাবে রোবটের কারনেই আপনি বড় ধরনের লস এ পরে গেছেন । তাই রোবট ব্যবহারে সবাইকে সাবধান হতে হবে বলে আমি মনে করি ।
-
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
-
ফরেক্সে কাজ করে লাভ করার জন্য অনেকে রোবট ব্যবহার করে ট্রেড করে থাকে এটা ভালো । কিন্তু সবসম্যের জন্য রোবট নির্ভর হওয়া ভালো না । তাহলে নিজে ফরেক্স সম্পর্কে কিছুই জানা হয় না । ফরেক্সে কাজের কারন শুধু ফরেক্স থেকে টাকা আয় করা না ফরেক্স থেকে কিছু শেখা । ফরেক্স যদি রোবট করে তাহলে বিপদ ও আছে ভালোর পাশাপাশি । অনেক সময় রোবট ভুল ট্রেড বসিয়ে ট্রেডার কে বা ব্যবসায়ীকে লস করি দেয় । রোবট দ্বারা সব কিছু হয় না ।