-
আমি স্ক্যাল্পিং পছন্দ করি না কারন আমি মনে করি স্ক্যাল্পিং করতে হলে ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি এক্সপার্ট হওয়া প্রয়োজন যা আমি এখনও অর্জন করতে পারিনি। আমি ফরেক্সে সব সময় লং টাইমফ্রেমে লং ট্রেড করতে অভ্যাস্ত আর এতে আমি বেশ ভালই সাফল্যের দেখা পেয়েছি তাই সব সময়ই আমি লং ট্রেড করতে চাই।
-
স্কেল্পিং করা আমি ও পচ্ছন্দ করি । করন আমি অল্প সময়ের মধ্যে বেশি টা ইনকাম করতে পারি । তবে সেটা সময় বুঝে । যে সময় মার্কেট বেশি উঠা নামা করে শুধু মাএ সেই সময় স্কেল্পিং করে থাকি । এবং ১ মিনিট থেকে ৩০ মিনিট এর মার্কেটে করে থাকি । আমার মতে স্কেল্পিং করা ভাল কিন্তু এটা কে নেশায় পরিনত করা যাবেনা । তাহলে আপনি অব্যশই ক্ষতির সামনে পরবেন ।
-
আমি স্কাল্পিং পছনদ করিনা কারন এটা যেমন প্রফিট হয় আবার তেমন লস ও হয় তাই এটা কোন ভাল সিস্টেম নয় । ভাল ট্রেডার হতে পারলে মুনাফা এম্নিতেই হবে । তাই লোভ না করাই ভাল ।
-
সাধারণত আমি স্কালপিং করি না।আর বেশির ভাগ ক্ষেত্রে লং টার্ম বা ডে ট্রেডিং করার চেষ্টা করি।আমি মনে করি স্কালপিং রিস্কি।সেজন্য এর থেকে লং টার্ম ট্রেড করাটা উত্তম। ডেমোতে আগে ভাল করে শিখে নিলে ভাল একটা কিছু করা যাবে।আর যারা করতে পারেন তারা করতে পারেন।কারণ ফরেক্স মার্কেটে একেক জন একেকভাবে ট্রেড করে থাকেন।যার যেটাতে প্রফিট হয় সেটা মেনে চলা ভাল।সুতরাং আপনি আপনার পছন্দ মত স্ট্রাটেজি বেছে নিতে পারেন।
-
স্ক্যালপিং একটি ছোট ট্রেড বা র্সট ট্রেড। এখানে অল্প সময় ভাল মুনাফা আয় করা যায়। অল্প পুজি দিয়ে ও ভাল আয় করা যায় । তাই আমি স্কলপিং পছন্দ করি।
-
ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট । মার্কেটে আমি একজন নতুন সদস্য । তাই মার্কেটে আমার ব্যালেন্সও খুব সামান্য॥ তাই মার্কেটে আমি স্ক্যাল্পিং করার সাহস পাই না । মার্কেটে স্ক্যাল্পং করার জন্য অনেক ব্যালেন্সের দরকার বলে আমি মনে করি|
-
আমি ফরেক্স এ স্ক্যাল্পিং পছন্দ করি কারন স্ক্যাল্পিং এর মাধ্যমে কম সময়য়ে এবং কম রিস্কে ভালো প্রফিট করা যায়। ফরেক্স টারমিনালের m5,m15 এবং m30 টাইমফ্রেমে স্ক্যাল্পিং করা হয়। স্ক্যাল্পিং এর মাধ্যমে বড় লটের ট্রেড ওপেন করে জায়গা মত স্টপ লস এবং টেক প্রফিট বসাতে পারলে অনেক বেশি প্রফিট করা যায়।
-
হ্যা এমন একটি সময় ছিল যখন আমি ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করতে ভালবাসতাম আর সেই ভালবাসা থেকেই আমি প্রথম স্ক্যাল্পিং করতে শুরু করি এবং পর পর বেশ ভালই প্রফিটের দেখা পাই কিন্তু এক সময় আমি এই স্ক্যাল্পিয়ের জন্য সর্বশান্তি হয়ে যাই সেই থেকে আমি আর কখনই এখানে স্ক্যাল্পি ট্রেড করি না। আসলে স্ক্যাল্পিং ট্রেড করার সময় লোভ অনেক বেশি নিজেকে তারিত করে থাকে।
-
ফরেক্স এ স্কাল্পিং খুবই জনপ্রিয়। কারন এটি অল্প সময়ের জন্য ট্রেড অপেব করা হয়। আর প্রফিট ও দ্রুত চলে আসে। আমি নিজেও স্কাল্পিং পচ্চন্দ করি। আর লং ট্রেড করতে হলে আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে ট্রেড এর জন্য। আর সেই ট্রেড ক্লোজ না হওয়া পরযন্ত অন্য ট্রেড অপেন করা ও ঠিক হয় না।
-
স্ক্যাল্পিং হল ছোট ট্রেড, মানে কম সময়ের যে ট্রেড তাই ই স্ক্যাল্পিং । স্ক্যাল্পিং মানে কম লস বা কম প্রফিট । আমি মনে করি যা স্ক্যাল্পিংএ রিস্ক কম । তাই বলবো যে স্ক্যাল্পিং কে না পছন্দ করে । আমি স্ক্যাল্পিং খুব পছন্দ করি । আমি হাই নিউস এ লং ট্রেড করলে ও অন্য সব সময়ে স্ক্যাল্পিং করে থাকি । তাই বলব যে স্ক্যাল্পিং ফরেক্স ব্যবসা করার জন্য খুব ভাল ১ টা মাধ্যম ।