-
ফরেক্স মার্কেটের লসের প্রধান কারনই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে অদক্ষতা।ফরেক্স ট্রেড করে আয় করতে হলে,ভালভাবে এনালাইসিস তৈরি করতে হবে,ট্রেডিং এর সময় ইমোশনাল হওয়া,ভালভাবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাসিস তৈরি করতে না পারা,মানিম্যানেজম ন্ট না মানা ইত্যাদি এগুলো হল ফরেক্স লসের মূল কারন।
-
যেসব কারনে ট্রেডার লসে পরে তা নিম্নে দেয়া হল ।
১। রিক্স রিয়ে ওয়ার্ড ফলো না করলে,
২। ট্রেড লাইন কি তা না জানলে,
৩। মার্কেট নিউজ না দেখে করলে,
৪। ফরেক্স মার্কেট সম্পর্কে অল্প জেনে ট্রেড করার জন্য,
৫। সিগন্যালের উপর নির্ভরশীল,
৬। এনালাইসিস ছাড়া ট্রেড করলে,
৭। ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ থাকার জন্য,
৮। মানি ম্যানেজমেন্ট না মেনে,
৯। বড় লটে ট্রেড করলে ,
১০। অতিরিক্ত লোভ করলে ।
-
লাভ ছাড়া কোনও ব্যথা হয় না। সুতরাং আমাদের কঠোর পরিশ্রম সত্যিই অর্থ প্রদান করে এবং এটি নষ্ট হয় না। কঠোর পরিশ্রম একজন ব্যবসায়ীকে আরও অর্জন করতে এবং এমনকি বাজারকে আরও ভালভাবে বোঝার জন্য তোলে। কঠোর পরিশ্রম কোনও ব্যবসায়ীর সাফল্যে অবদান রাখে এবং যদি কোনও ব্যবসায়ী কঠোর পরিশ্রম না করে তবে এ জাতীয় ব্যবসায়ীকে বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের পক্ষে এটি কঠিন হতে পারে
-
ফরেক্স এ লস হবার সব থেকে বড় কারন হল জ্ঞান এর অভাব। আমরা ফরেক্স সমন্ধে অনেকেই না জেনে না বুঝে ট্রেড করতে চলে আসি তাহলে ত আমাদের লস হবারি কথা। ফরেক্স এমন একটি বাবসা যেখানে সামান্য ভুলের কারনেই আমাদের লস হতে পারে। তাই আমাদের আগে ফরেক্স সম্মধে খুব ভাল করে জানতে হবে।
-
ফরেক্স ট্রেড এ লসের বিভিন্ন কারন থাকে। তার মধ্যে প্রধান কিছু কারন হল- ১। মার্কেট না বুঝে যেখান সেখান থেকে ট্রেড ওপেন করা। ২। ইমোশনালি ট্রেড করা। ৩। ট্রেন্ড এর বিপক্ষে ট্রেড ওপেন করা। ৪। অভার কনফিডেন্স এ ট্রেড করা। ৫। লোভ বেশি করে বেশি লট এ ট্রেড করাও ফরেক্স এ লসের কারন।
-
ফরেক্স মার্কেটে লসের কারণ হলো ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করা।ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে বাজারের গতিবিধি বিবেচনা করে ট্রেড করলে অবশ্যই লাভ হবে। না বুঝে ট্রেড করলে ট্রেডারের লসের সংখ্যা সবচেয়ে বেশি এজন্য প্রত্যেক ট্রেডারকে বুঝে শুনে ট্রেড করা উচিত। তাহলে ফরেক্স মার্কেট থেকে লস না হয়ে লাভ হবে। তাই ট্রেডারকে সঠিক ভাবে ট্রেড ওপেন করতে হবে।,,,,,, ধন্যবাদ।
-
আমি মনে করি বৈদেশিক মুদ্রার ক্ষতির জন্য একটি মৌলিক ব্যাখ্যা তদন্ত ছাড়াই বিনিময় করছে। তদন্ত ছাড়াই নিম্নলিখিত কয়েক মুহুর্তে বাজারটি কোথায় যাবে তা কেউ বলতে পারে না। এই ব্রোকারগুলির প্রত্যেকটিই চরম দুর্ভাগ্যের মুখোমুখি।
-
লোভ থেকে সব চাইতে বেশি মানুষ লস করে। মানুষের একটা ট্রেড যখন সফল হয় তখন তার মধ্যে আরো চাহিদা চলে আসে । মনে হয় আরো একটা দেই না যা লাভ আসবে একটু আগাবে নিজের ই। কিন্তু এটা আসলে ভুল। অনেকে না শিখেই চলে আসে রিয়েল ট্রেড করতে এইটা আরেক ভুল। অনেকে সব কিছু ঠিক ভবে মানে না এইটাও এক ধরনের ভুল ই
-
ভাই ফরেক্স এর লসের কারন অনেক,এক জন ট্রেডার বিভিন্ন কারনে ফরেক্স বিজিনেস এ লস করে থাকে,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করা,ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা,স্টপ লস না ব্যবহার করা,ভালো ভাবে ফরেক্স ট্রেড না জানা,ওভার ট্রেড করা,ইত্যাদি কারনে একজন ট্রেডার ফরেক্স মার্কেট এ লস করে থাকে।
-
ফরেক্স মার্কেট কার্যকর হিসাবে কার্যকর নয়। ফরেক্স মার্কেটে লাভের ক্ষতিও রয়েছে। বেশিরভাগ লোক ফরেক্স মার্কেটে বাণিজ্য করে কারণ তারা বাজার সম্পর্কে জানেন না। অন্যের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ'ল লোভ। অনেক লোক সামান্য লাভের লোভে পড়ে আরও বেশি লাভের জন্য লবিতে বসে থাকেন, এটি মোটেও টিক নয়।