-
নতুন ট্রেডার এর খেত্রে ট্রেড করার জন্য পরাতোন ট্রেডারকে দেখে ট্রেড করা উচিত। কারন ব্রোকার হতে প্রদত্ত নির্দেশনা ব্যতীত ট্রেডিং করলে যে কোন সময় লস খেয়ে যেতে পারিএবং মুলধন হারিয়ে হতাশা পরেজেতে পারি ।ট্রেডের ক্ষেত্রে ইন্ডিকেটর গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। যেমন যদি মুভিং এভারেজ এর কথা যদি বলি তাহলে মুভিং এভারেজ মার্কেটের একটি গড় মুভমেন্ট প্রকাশ করে থাকে।যা দেখে আমরা সহজে ট্রেড নিতে পারি।ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর এমন একটা যা পূরভাবাস এর মত কাজ করে তবে এটি যে একশত ভাগ নিশ্বয়তা দেবে তা না হয়ত কিছুটা ভূলও হতে পারে ,সেজন্য একজন দক্ষ ট্রেডার ট্রেড করার সময় অনেক কিছু দেখে ট্রেড করে থাকে ,তবে আমাদের মত কম অভিজ্ঞবান ট্রেডার রা এনালাইসিস করতে পারিনা যা কিছুটা সমস্যায় পরতে হয়।
-
ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে। যারা ফরেক্স করি তারা প্রায় সবাই ইন্ডিকেটর উইজ করে থাকি।কারন ইন্ডিকেটর এর মাদ্ধমে আমরা লেনদেন করাটা বেশি পছন্দ করে থাকি,তাই আমরা প্রাইস অ্যাকশন কম উইজ করি কিংবা উইজ করি না।আপনি যদি প্রাইস অ্যাকশন একেবারেই উইজ না করেন তাহলে,কোন একদিন আপনি দেখবেন আপনার আপনার ট্রেড বিপরীত চলে গেছে।তাই সবাই প্রাইস অ্যাকশন ব্যবহার করার চেষ্টা করবেন।
-
,ফরেক্সে নতুন যেকোনো ট্রেডার ট্রেডিং শুরু করে ইন্ডিকেটর দেখে। ইন্ডিকেটর নিয়ে আছে নানা বিতর্ক। ইন্ডিকেটর ব্যবহার করা উচিত? নাকি প্রাইস অ্যাকশনই বেশি ভালো? দুঃখজনক হলেই সত্যি আমাদের মধ্যে বেশিরভাগ ট্রেডার জানেন না কিভাবে ইন্ডিকেটরগুলো কাজ করে।