-
বাবসাই লাভ লস দুতই থাকবে ,ফরেক্স এ যদি লস হই তবে ভাঙ্গে পরলে চলবে না আপনাকে এই নেয়া বেস্লেশন করতে হবে কি জন্য আপনার লস হল এটা বের করতে হবে এর তারপর যে জন্য লস হোল সেই ভুল তা ঠিক করতে হবে তবেই দেখবেন আর লস হচ্ছে না ।এর জন্য ডেমো ভাল করে করলে এই ভুল গুল পরে আর হই না
-
কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট হতে পারে যেকোনো ফরেক্স ট্রেডে তাই লস কোন বিসয় না সেটা মনে করে লস হলে আর শক্ত হতে হবে ফরেক্স মার্কেটে লস হয় তখন আমি দেখি কি জন্য কি কারন ছিল লস হয়ার সেই বিসয় আমি দেখে রাখি আর জেন এই ভাবে লস হতে না পারে।
-
লস করার পর আপনার সবার আগে যে জিনিসটি করনীয় তা হল একে শাভাবিকভাবে মেনে নেওয়া। আমি ট্রেড করার জন্য পাগল না হয়ে সুযোগ মত আমি ট্রেড করে আমি আমার লস কে পুষিয়ে নিব বলে মনে করি । কারন ফরেক্স মার্কেট এ ইমোশনাল হলে টিকে থাকা মুস্কিল হয়ে পড়ে । তাই আমাদের দরকার ফরেক্স এ মনজগি হয়ে কাজ করা।
-
আমি মনে করি লসের পর যে কাজটি প্রত্যেক ট্রেডারের করা উচিত তা হল লসের প্রকৃত কারন কি ছিল তা অনুসন্ধান করে বের করা আর এটি সফলতার সাথে করতে পারলে এবং ঐ ভূল থেকে শিক্ষা গ্রহন করে নিজেকে শুধরে নিতে পারলে ভবিষ্যতে আর ঐ একই কারনে আপনাকে লস করতে হবে না।
-
ব্যাবসার মধ্য লস খুব সাধারন ব্যাপার যেখানে ৯৫% ট্রেডার রা লস করে সেখনে লস হলে ভেঙে পড়া যাবে না,যদি লস করেন আবার ডেমোতে ট্রেড করেন,নিজেকে শুধরিয়ে আবার ট্রেড করা শুরু করেন তাহলে ভবিষ্যতে লস হওয়ার সম্ভাবনা খুব কম।আর ভূল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
-
ফরেক্স হচ্ছে লাভ -লস নিয়ে ব্যবসা। তবে হ্যা লস এর পরিমান অনেক কম হবে যদি বুদ্ধি সহকারে ও ধৈয্য নিয়ে কাজ করা যাই। লস এর পর ভেংগে না পরে কি কারনে লস হল সেইটা ভাল করে লক্ষ্য করুন। পরবতীতে সেই কারনগুলো মাথায় রেখে আগান। আর লোভকে সংযত করুন।
-
যদি কখনো আমি লস করে থাকি, তখন আমার প্রথম এবং প্রধান কাজ হল, আমার লস হওয়ার কারন খুজে বের করা। ভুল গুলোর সমাধান করা। যাতে পরবর্তীতে আবার একই ভুল না হয়। এর জন্য প্রচুর পরিমান ডেমো প্রাকটিস করা। ডেমোতে ভুল গুলো সংশোধন করে আবার রিয়েল ট্রেড এ ফিরে আসা।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস হতে পারে তাই বলে করলে ভেংগে পরলে চলবে না তাই লস করার পর কেন লশল সেটা ভাল করে দেখা দরকার জেন লস আর না হয় পরবরতিতে ফরেক্স মার্কেটে ট্রেড করলে জেন লস না হয় সে বিসয় খেয়াল রাখা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে যেহেতু লস হতে পারে লস করলে ফরেক্স মার্কেটে কোন সমসা নাই তাই ফরেক্স মার্কেটে যদি কোন সময় লস করেন কেউ তবে সেই লস করার পর ভেংগে পরলে চলে না কারন ফরেক্স মার্কেটে কেন লস হোল এই বিসয় দেখতে হবে জেন আর লস না হয় এই ভুল টড়েড আর না হয়।