আসলে ট্রেড করতে গেলে ক্যাপিটাল এর গুরুত্ব সবচেয়ে বেশি তার কারণ হল ক্যাপিটাল ছাড়া কেউ কোন ট্রেড ওপেন করতে পারবেনা। যার ক্যাপিটাল যত বেশি সে তত বেশি ট্রেড ওপেন করতে পারবে। আর যদি ক্যাপিটাল কম থাকে সে কম ট্রেড ওপেন করতে পারবে।
Printable View
আসলে ট্রেড করতে গেলে ক্যাপিটাল এর গুরুত্ব সবচেয়ে বেশি তার কারণ হল ক্যাপিটাল ছাড়া কেউ কোন ট্রেড ওপেন করতে পারবেনা। যার ক্যাপিটাল যত বেশি সে তত বেশি ট্রেড ওপেন করতে পারবে। আর যদি ক্যাপিটাল কম থাকে সে কম ট্রেড ওপেন করতে পারবে।
আমি বলব ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য মানি মেনেজমেন্ট একটি অপরিহার্য বিসয় কিন্তু বেশি টাকা দেপজিত দিলেই যে বেশি প্রফিট করা সম্ভব হবে এই কোথায় এক মোট হতে পারলাম না কারণ ফরেক্স মার্কেট এ ত্রেদারদের প্রফিট এবং লস দুইটাই নির্ভর করে তাদের ট্রেড এর কৌশল এবং দক্ষতার উপর বড় দিপজিত কোনো সমসসা বলে আমার কাসে মনে হয় না
ক্যাপিটাল বা মূলধন অবশ্যই ফরেক্সে ভাল প্রফিট লাভ করতে সহায়তা প্রদান করে তবে তা ট্রেডিং জ্ঞান এবং দক্ষতার থেকে বেশি গুরুত্বপূর্ন না আপনার যদি ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতা অনেক ভাল থাকে তবে অল্প ক্যাপিটারেও আপনি এখান থেকে ভাল সাফল্য লাভ করতে পারবেন।
বড় ক্যাপিটাল তখনই কাজে আসবে যখণ আপনার ভাল ট্রেড করার কৌশল জানা থাকবে। আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ক্যাপিটাল এর চেয়ে গুরুত্ব পূর্ন হলো জ্ঞান ও অভিজ্ঞতা। ফরেক্স মার্কেট এ শুধু লাভের পিছনে ছুটবেন তো ধরা খাবেন। আপনাকে আগে ভালভাবে জ্ঞান অর্জন করে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এবং ডেমো ট্রেড করবেন রিয়েল ট্রেড এর মত মানিম্যানেজমেন্ট সহ এবং স্টপলস টেক প্রফিট সহ। সুতরাং ক্যাপিটাল দরকার আছে কিন্ত সেটা অনেক পরে আগে শিখতে হবে।
আমি মনে করি আপনি কত ডিপোজিট করলেন এটাতে আপনার লাভ নির্ভর করে করে আপনি কত ভাল করে ট্রেড করতে পারেন তার উপর আপনার লাভ নির্ভর করে আপনার লাভ তবে বেশি ডিপোজিট করলে বেশি লাভ করতে পারবেন কম ডিপোজিট করলে লাভ কম হবে এই লাভ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এ লাভ করা শিখতে হবে
আমি মনে করি ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ক্যাপিটাল অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কারন আপনি যখন কিছু না বুঝে হুটহাট করে বাই বা সেল করে ট্রেড ওপেন করে ফেললেন তখন মার্কেট আপনার বিরুদ্ধে গেলে ও আপনার কিছু করার থাকেনা। তখন যদি আপনার যথেষ্ট ব্যালেন্স থাকে তখন মার্কেট আপনার বিরুদ্ধে যাওয়ার পর ও আবার আপনার দিকে ফিরে আসবেই। তাই ব্যালেন্স এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
ক্যাপিটাল বেশি হলেই যে আপনি ফরেক্স থেকে বেশি আয় করতে পারবেন এটা ভুল, ফরেক্স এ টিকে থাকতে হলে আপনার মানি মেনেজমেন্ত এর নিয়ম অবশ্যয় অনুশরন করতে হবে নয়ত আপনার অ্যাকাউন্ট শুন্য হতে খুব বেশি সময় নিবে না, আপনি যদি ১;৫০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ৫০০ গুন পর্যন্ত লোন দিবে।
ফরেক্স বিজনেসে আসলে অন্যান্য বিজনেস থেকে সহজ হলেও ব্যাপারটা এতোটা সহজ না। এখানে ও মানি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনি যদি কম পুঁজি খাটান তাহলে আপনাকে কম কমই লাভ করার চিন্তা করতে হবে। অনেকেই আছেন বেশি লেভারেজের সুযোগ নিয়ে কম ইনভেস্ট করে বেশি লাভের আশায় বড় বড় লটের ট্রেড ওপেন করে। যার ফলে খুব তাড়াতাড়িই তাঁদের একাউন্ট শুন্য হয়ে যায়।
যে কোন ব্যবসা করতে গেলে অবশ্যই ক্যপিটাল / মূলধন এর যেমন প্রয়োজন ঠিক তেমনি ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ক্যাপিটাল অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কেননা আপনি যখন কিছু না বুঝেই হুটহাট করে ক্রয় বা বিক্রয় করে ট্রেড ওপেন করে ফেললেন। আর তখন মার্কেট আপনার প্রতিকূলে গেলে ও আপনার কিছু করার থাকেনা।আর তখন যদি আপনার যথেষ্ট মূলধন?/ ক্যপিটাল থাকে তখন মার্কেট আপনার প্রতিকূলে যাওয়ার পরও আবার আপনার দিকে ফিরে আসবেই। আর এজন্য ব্যালেন্স এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি। ধন্যবাদ
আমার কাছে ফরেক্স বিজনেসে আসলে অন্যান্য বিজনেস থেকে সহজ হলেও ব্যাপারটা এতোটা সহজ না। এখানে ও মানি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনি যদি কম পুঁজি খাটান তাহলে আপনাকে কম কমই লাভ করার চিন্তা করতে হবে। অনেকেই আছেন বেশি লেভারেজের সুযোগ নিয়ে কম ইনভেস্ট করে বেশি লাভের আশায় বড় বড় লটের ট্রেড ওপেন করে। যার ফলে খুব তাড়াতাড়িই তাঁদের একাউন্ট শুন্য হয়ে যায়।